এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

ফিরে এসো নেতাজী(phire eso netajee)












#ফিরে_এসো_নেতাজী



                         © জ্যোতির্ময় রায়




সূর্য্যটা যত রাঙা হয়ে উঠুক না কেন
রক্তের দাগ গুলো কালসিটে হয়ে গেছে
যে বারুদের গর্জনে সম্প্রীতির কথা ছিল
আজও বারুদ আছে ,রক্ত ঝরছে
মিছিল আছে ,আছে হরতাল
  স্বাধীনতার গানের শুধু নেই তাল ।।




পাঠ্য বইয়ের বোঝায় শৈশবটা মৃত
শিক্ষিত সমাজ হবে নাকি
শিক্ষক যে নিজেই অশিক্ষিত
রেজাল্টের দৌড়ে মৃত কৈশর ।
নিকোটিনের ধোঁয়ায় হারিয়ে যাচ্ছে স্বপ্ন রোজ ।
সাহারার বুকে বসন্তের খোঁজ ।।




করোপসন ,ধাপ্পাবাজ ,তোলাবাজ আর গুন্ডামি
যে রাজা প্রজা পালন না দুর ছাই ,শুধুই ভন্ডামি ।
যার আছে ভুড়ি ভুড়ি তার যে "চাই আরো চাই" গান ।
না খেতে পেয়ে দেখো কত কৃষকের যায় প্রাণ ।।
সারা বিশ্ব জুড়ে শুধু এখন যুদ্ধের হাহাকার
ঠান্ডা যুদ্ধে নয়,পারমানবিক সুপার পাওয়ারে
হে নেতাজী সুভাষ ,তোমার  যে এই দিনে খুব দরকার।।

শনিবার, ২১ জানুয়ারী, ২০১৭

এ একুশে (a ekushe )







                #এ_একুশে
            ***************

             © জ্যোতির্ময় রায়


##
এ একুশ শান্তশিষ্ট ভিতরে জ্বলতে থাকা তুষের আগুন ,
এ একুশই পারে গ্রীষ্মের তীব্র তাপদাহে এনে দিতে ফাল্গুন।
এ একুশ সাহারার বুকে ফোটা সুপ্ত ফুল
এ একুশই সেকন্ড চান্স শুধরে নিতে , হয়ে যাওয়া ভুল ।।
এ একুশ ধীর স্থির ,ভেবে চিন্তে নেয় পদক্ষেপ
এ একুশই জানে না পাওয়ার যন্ত্রনাটা কতো বড়ো আক্ষেপ ।।
এ একুশের বুকে বয়ে গেছে কত কালবৈশাখী ঝড়
এ একুশই নেয় চিনে কে কতটা আপন কে কতটা পর ?
এ একুশ ভাসে না কোনো আবেগে
এ একুশ চলে সব যন্ত্রনাকে তুচ্ছ করে অপ্রতিরোধ্য বেগে ।।
এ একুশই পারে বদলে দিতে দেশ
এ একুশই পারে বারুদ ঠেকিয়ে  শত্রুর আস্পর্ধাকে করতে নিঃশেষ ।।
এ একুশই স্বপ্ন নামক মরিচীকা ধরতে রাখে জীবন বাজী ।
এ একুশই অন্যের সুখে সব কিছুই বিলিয়ে দিতে রাজি ।
এ একুশের রক্তেই এই পৃথিবীর বুকে
 রিভিউলেশন আসে যে নেমে ,
এ একুশের এই উদ্দাম যেন যায় না কখনো থেমে ।।

শুক্রবার, ২০ জানুয়ারী, ২০১৭

এই শোনো(ei shono)



Image may contain: one or more people, sky, ocean, text, outdoor and water













...
                      






                                           এই_শোনো
                                    ***************
                        
                               জ্যোতির্ময় রায়




এই শোনো ..শুনতে পাচ্ছ কি ?
আমার ঘরে উড়ছে জোনাকি ,
দেখতে পাচ্ছ কি ?
তোমার চোখে মুখে ঠোঁটে
গোলাপ ছুঁয়ে ,হারাচ্ছি রোজ আমিও যে
তোমার ভালোবাসায় ........।।




এই শোনো ..শুনতে পাচ্ছ কি ?
আমার সমুদ্র তীরে আছড়ে পড়ছে ঢেউ
মনের গভীরে ,ঘুম সাগরে ,
কাগজের নৌকা ভাসাচ্ছে কেউ ।
তুমিও গোপনে ,সব কিছু বুঝে নিয়ে ,দুরে চলে যাও ।
ভালোবেসে আমাকে ,কেন তুমিও মুখ লুকাও ??




যত কাছাকাছি থাকা যায় ,ভালোবাসা বেড়ে যায়
ইচ্ছে গুলো মেলেছে ডানা
তোমায় ছাড়া আমারও ,কিছুই যে ভালো লাগছে না ।
যদি রেখে দিতে পারো ,থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না ।।
এই শোনো ..তুমি শুনতে পাচ্ছ কি ?
ভালোবাসো বলে ,বলতে লজ্জা তুমিও পাচ্ছ কি?
না না আর দুরে নয় ,কথা রেখে না জমিয়ে গোপনে
যত কথা আছে সব বলো ,যা আছে তোমার মনে ।।


ফিরে   যেতে  চাই


                  ফিরে   যেতে  চাই
               **************               

               জ্যোতির্ময় রায় 




...
তোমার প্রতিটি স্মৃতির টুকুরো গুলো
এখনো আমার ভিতর জ্বলে নিকোটিনে
মৃত্য পাহাড়ের বুকে শুষ্ক উপত্যকায়
এক ফোঁটা বৃষ্টিটাও খুব দামী ।
নাহ্ অহেতুক কথাবলা শুধু আমার
,অযথা নস্টালজিয়ায় পিছন ফিরে দেখা
সিগারেটের ধোঁয়ায় জীবিত হওয়ার চেষ্টা মাত্র ।।



অভ্যেস ওটা নয় গো ,বেঁচে থাকতে বদলে ফেলা ।
দূর থেকে আরো দূরে ,চেনা হতে হতে হঠাৎ অচেনা
আয়না ভাঙ্গে ,রেড সিগন্যালে আটকে যায়
চিঠি ..ট্রাফিক জ্যামে হারায় পথ, চৌমাথা মোড়ে ।
আনসিন মেসেজে সবুজ সিগন্যালের প্রতীক্ষা ।
থাক না হয় সেই প্রতীক্ষাই বেঁচে
ভালোবাসাটা মৃত ,স্মৃতিটুকুই না হয়
তোমার চাওয়া পাওয়ার হিসেবটা করে যাবে ।।




যদি টাইম মেশিনে আমার আকাশটা রেখে
এক সমুদ্র বৃষ্টি চাই ..মৃত পাহাড়ের বুকে
দেবে বলো ? ফিরিয়ে দেবে কি অরণ্য স্বপ্ন ?
শরীরে প্রতিটি কোশ জানে গভীরতা
নাহ্ সেভাবে নয় ...এবার সমাজ গড়বো
তোমার হাতে প্রাণ রেখে ।
যদি তুমি ফিরিয়ে দাও,
সে সবুজ অরণ্য মৃত পৃথিবীর বুকে।।

LET TO FLY



                                                Let_To_Fly
                                              ************
.

                                                                ©Jyotirrmoy Roy




Take a pen ...and a blank page
And write ..what do your heart  want to say ?
Do you know how much deep the sea?
How much high the hill of your heart ?
Feel it ..and speak the truth
The reason of the darkness of your heart ....
And just stretch  your wings
To fly ...in the free deep sky.

বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০১৭

আমার কথা









আমার কথা(১৪)


               @জ্যোতির্ময় রায়




সম্পূর্ণ পৃথিবীটা যখন এক পথে পথিক
আমি তখন অন্য পৃথিবীর মানুষ ।
রক্তের পোড়া গন্ধটা ঘামের গন্ধ থেকে আলাদা
ওরা যখন জ্বলায় মৃত্যুর মিছিলে মোমবাতি
আমি উড়াই বাস্তবতার ফানুস ।।



পদক্ষেপ(Podokshep)

#পদক্ষেপ
***********

@জ্যোতির্ময় রায়



##
রক্তিম প্রভাতে বারুদের গন্ধটা হয়তো আর নেই
হয়তো চাতক বৃষ্টি পেয়ে যাবে ।
সোনালি সকালে শিশির ভেজা দূর্বা ঘাস
কে যেন সাত সকালে পা মারিয়ে গেছে
দুর থেকে দুরে ..পায়ের রক্ত লেগে গেছে
হয়তো তার দূর্বা ঘাসের ।


##
সময়টা হয়তো বদলে যায় ,
ক্যালেন্ডারে দাগ কাটা হয় একটার পর একটা করে
এবং সেটা পুরোনো হয়ে যায় ।
রুটিন কিন্তু বদলায় না ,সেই একঘেঁয়েমি জীবন
ঘামের গন্ধে সন্ধ্যা হয় ঠিক আগের মতোই।
ক্ষুধার্ত মুখ গুলিতে ঝলসানো রুটির অভিপ্রায়
যার আছে ভুরি ভুরি সেই বেশি চায় ।।



##
হিসাবের খাতায় নতুন হিসাব শুরু
মিছিলের ভিড়ে নিস্তব্ধ হাত গুলো অলস ।
ভুল পথ, সে নিজেও জানে তবুও অনুসরন ভয়ে।।
পরিবর্তন নয় ..শুধুই প্রত্যাবর্তন ।।



##
এবার পা তুলো ..সামনের ওই যে হিমালয় আছে
ওটায় উঠতে হবে ,ওই সাহারা বুকে মরুদ্যান গড়তে হবে ।
অতীত থেকে শিখে নিয়ে ..
যে অন্ধকার গুলো তোমার অলি গলিতে এখনো আছে
সেখানে এবার ল্যাম্পপোস্টের আলো জ্বালাতে যে
তোমাকেই হবে ।।
তাই সামনের সিঁড়ির ধাপটা সাবধানে ।।

স্বপ্ন সম্ভার(swapno sambhar)




#স্বপ্ন_সম্ভার (এক)
* * * * * * * * * * * *


.
@ জ্যোতির্ময় রায়



চোখে প্রচুর স্বপ্ন ,
হঠাৎ মাঝরাতে ঘুম ভাঙ্গে
ছেঁড়া কাঁথায় পৃথিবী রাজত্ব ।।
বারুদের গন্ধ মাখা ঘামে
নিজসত্তার তদন্ত ।
পাল্টে গেছে নাকি সব
সাহারার বুকে বসন্ত উৎসব ।।

স্বপ্ন সম্ভার((swapno sambhar)

#স্বপ্ন_সম্ভার(দুই)



@অজ্ঞাত অচেনা(জ্যোতির্ময়)




রক্তের পোড়া গন্ধটা পারফিউমে মিশেছে
বিজ্ঞাপনে মৃত্যুর ধ্বংসাবশেষ
শেষ মোমবাতি মিছিল।
পৃথিবীর বুকে নাকি চাঁদের কলঙ্ক
ভয় নেই তাদের আর মুষ্টিবদ্ধ হাতে
শাসকের মাংসের টুকরো নিয়ে যায় চিল ।।
না পরিবর্তন ,না প্রত্যাবর্তন
শুধুই বদলে ফেলা ,
পুরোনো সেই নিয়মের খাঁচা ভেঙ্গে
শুধুই সামনে ...আরো সামনে চলা ।।

চার দেওয়ালে

                          চার  দেওয়ালে
                       *************


                                            @জ্যোতির্ময় রায়






   জমছে কথার পাহাড় ,
   রাত জাগা দুটি চোখে হাজারো স্বপ্নের বাড়ি ,
    শূন্য রাস্তাটা চলে গেছে বহু দূর ,
    নিস্তব্ধ ল্যাম্পপোস্ট গুলি পাহারাদার সারি সারি ।।
     কাঁচের খাঁচায় বন্দি জীবন
     হিসাব খাতার জটিল সমীকরণে ।
    ভিতরের ছেলেমানুষিটা তবুও মরে না
    পক্ষীরাজে চেপে রোজ তেপান্তরগামী ।।
     পূর্বের জানালাটা খোলা থাকে
     সূর্য্যটা রোজ ছুঁয়ে যায় সকাল ।
    ওদের ইঁদুর দৌড়ের ব্যস্ত জীবন
    আর আমি পর্দা ঘের বেলকনিতে বসে
     চশমা আটি শক্ত করে ।
   সামনের ঝাপসা অন্ধকার গুলো পরিষ্কার হয় আস্তে আস্তে ।।

#তোর_জন্য



                          তোর_জন্য
                   *****************

                          @জ্যোতির্ময় রায়

তোর জন্য আমার আকাশে জ্বলে
হাজার সাঝ বাতি
তোর জন্য মনের ভিতর স্বপ্নের খেলনা ঘর পাতি ।
তোর জন্য ফোটে আমার মরুদ্যানে হাজার রকমের ফুল ,
তোর পৃথিবীতে জায়গা পাবো বলেই
তোর স্বপ্নেই মশগুল ।।
শূন্য ঘর আমার ছিল সাজানো একাকিত্বে ,
হঠাৎ এক আকাশ তারায় ভরে গেল ,তোর সান্নিধ্যে ।
পড়ে থাকা ছেড়া ডাইরিটা পেল জীবন
কাঁচের খাঁচা ভেঙ্গে মুক্ত হলো যে মন ।।
তোর জন্য আমার তুলসী তলায় জ্বলে প্রদীপ
তোর জন্যই বিপর্যস্ত জাহাজ আমার পেরোলো অন্তরীপ ।
তোর জন্য সূর্য্যটা রোজ পুবের জানালায় উঁকি দিয়ে যায়
তোর জন্যই হয়তো আজ আরো কিছু তোকে
নিয়েই মন লিখতে চায় ।।




রে_আমি_চোখে_দেখিনি(৭)



বুধবার, ১৮ জানুয়ারী, ২০১৭

ওই যে মায়াবি চোখে

#ওই_যে_মায়াবি_চোখে



              @জ্যোতির্ময় রায়


##
রাত পাখি  তুমিও জেগে আছো কি বলো ?

শুনতে পাচ্ছ আমার সমুদ্রের দুকুলে আছড়ে পড়ছে
 ঢেউ
যে নদীর পথ হারাবার কথা ছিল মরুপথে
দেখো সে এখন সমুদ্রে এসে মেশে ।
ঠিক আমিও বিপ্রতীপ কোন নৈঋতগামী ।
 ঈশান কোনে ভোরের আলো ফুটুক বা না ফুটুক
মন খারাপের কবিতা গুলো ফোটে ।।



##
জানি না ..
তোমার ওই দু চোখে তাকালেই
মন হয় হাজার আলোকবর্ষ ধরে চেনা ওই চোখ
উল্টোপথে খুঁজতে গিয়ে ফিরে এসে থমকে গেছি তোমাতে ।।



 tare ami chokhe dekhini