এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৭ জুন, ২০১৭

সমাধিসত্ব স্লোগান(Samadhistwa slogan)


সমাধিসত্ব শ্লোগান 
*****************


©জ্যোতির্ময় রায় 

##
আমার শরীরে বয়ে চলে স্তব্ধ লাভার স্রোত 
সেই মেয়েটির গলায় ফাসঁ দিল ,চিরকুট  হাতে "ধর্ষিত "। 
তুমি মোমবাতি হাতে করলে রাস্তা অবরোধ । 
ভালো মানুষি কাপুরুষত্বা ,অভিশাপে ধ্বংস হোক "মুখোশি  অভিনয় যত "॥ 
বহুবাদী জন্তুতে  সমাজ শাসিত ,মুষ্টি বদ্ধ হাত আজ মৃত ..... ॥
 

##
"কি পেলে মিছিলে পথ হেঁটে ? কিছু বাস ট্রাকে  আগুন জ্বালিয়ে ?"
"তার থেকে তুমি কখনো আমি হয়ে জন্ম নিও 
আমার মতো তুমিও যেন শাস্তি পেও "
সমাধিসত্ব ছিঁড়ে খাওয়া শরীরের শেষ চাওয়া প্রার্থনাতে  .... 
ধ্বংস হোক এই ঘৃণ্য সমাজের   বিকৃত ব্যাধি যত ॥ 
 

##
সংবাদ শিরোনামে আজ বিক্রি হয় প্রতিশ্রুতির বিজ্ঞাপন ,
ভগবান নির্লজ্জ দর্শক ,সমাজের অগ্রে কালো পতাকা 
"যার আছে বেশি ,সে আরো চায় " । "চুপ কর তোর মাথা ব্যাথা অযথা "
হুমকিতে স্তব্দ সত্যিরা । "বিজয় মিছিলে মিথ্যের মাথা উঁচু এখন " ॥ 
মোমবাতি মিছিলে পুড়তে থাকে লাল নীল স্বপ্ন গুলো তার .... ॥ 

##
"নাহ আর নয় কোনো প্রতিবাদ ,নয় অবরোধ ,কিংবা সংবাদ শিরোনাম "
"কোনো সাম্য বিচার ,কিংবা রাজনীতির ঘৃণ্য রঙ কোনো ",
"আমার মৃত্যুতে এই অমানবিকতায় অভিশাপ নেমে আসে যেন । "
" যেন  এই পৃথিবী আর এক নাম হয় আমাদের বেঁচে থাকার উপাদান " ॥ 
আমার এই সমাধিসত্ব শ্লোগান "সাদা স্বপ্নরা যেন মরে না যায়  কারো আর "॥






শুক্রবার, ১৬ জুন, ২০১৭

মৃত্যু(Die)


#মৃত্যু
*****


©জ্যোতির্ময় রায়


##
ওই দেখো ওই দূরে মায়াবী আকর্ষণ
ওই যে কাঁটা তার পেরিয়ে ,চীনের প্রাচীর
ওই যে শুকনো গোলাপ ,পাখি হারায় নীড় ।
নীরবে চলে যায় কত শুক তারা ,ব্ল্যাক হোলে কখন ??
           

##
সময় ,ও সময় পারবে বলে দিতে আমায়
কেন রয়ে চলে নদী ? কেন চোরা বালি ফাঁদ পেতে ?
আমার বসত বাড়ি তো আমারি !,তবুও হবে যেতে ...
ওই যে কালো পতাকার উড়ছে ,হাহাকার ,সেখানটায়  ... ॥

##
আমিও চলছি ,তুমিও ... নিরব গুপ্ত ফাঁদ,
সূর্য উঠছে রোজ ,দিনের আলোয় চোখ মেলে দেখা
তোমার চাওয়া পাওয়ার হিসাব ইতিহাসের পাতায় থাকবে লেখা ।
হাসতে কাঁদতে প্রহর কখন চলে যায় ,এই বুঝি হল রাত ॥