এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৩ জুলাই, ২০১৭

একদম ব্যক্তিগত কিছু কথা





জ্যোতির্ময় রায় ,পিতা -লজেন চন্দ্র রায়, মাতা-
প্রভাতী বালা রায়  ,দঃ দিনাজপুর জেলার কুশমন্ডি থানার -লোহাগঞ্জে গ্রামে জন্ম ।ছোটোবেলা থেকেই সাহিত্যে আকর্ষন ছিল প্রবল তথাপি এখন তিনি বিজ্ঞানের ছাত্র ।বর্তমানে মেডিসিন নিয়ে পাঠরত BCDA College of Pharmacy and Technology তে।অচেনা পথিক ছদ্ম নামে প্রথম কবিতা লিখতে শুরু করি ।তারপর "অজ্ঞাত অচেনা"নামেও লেখা শুরু করি একসময় ,বর্তমানে "অজাত শত্রু" নামে লেখি মাঝে মধ্যেই


নাহ আমি হয়তো কবি নই ,তবে মনের কথা গুলো জমতে মনের কথাগুলো আর শব্দগুলো জমতে থাকে ভিতরে ,শব্দ সাজাই তাই ,একটার পর একটা ।
আমি ছন্দে বা তাল ,মাত্রা এসব কিছু ই বুঝি না বলতে গেলে ,তবে শব্দের পর শব্দের সাজতে ভালো লাগে ,একটা ভাষা খুঁজে পাওয়ার ..একটা অর্থ বহ  ব্যাকমালা । আর এই শব্দ সাজাতে সাজাতে ...কিছু লিখে ফেলেছি । দুর্ভাগ্য বসত একটা সিরিজও প্রকাশ করতে পারিনি ..প্রকাশ করতে যে টাকা লাগে । টাকা কোথায় পাবো । তাই এই ব্লগ । পাশে থাকবেন আসা করি ।



ছবি আঁকা শুরু করি ২০১৮ জানুয়ারি থেকে ,একদিন পেন্সিল নাড়াতে নাড়তে হঠাৎ করে ছবি হয়ে যায় প্রিয়মুখ ,তারপর থেকে এখনও শিখছি একটু একটু করে

আমি আজ পর্যন্ত যা লিখছি তার একটা ডিটেইলস দিলাম নিচে ....

কবিতার সিরিজ
****************
       কাব্য গ্রন্থ                        কবিতা সংখ্যা
       ***********                *************
 1. অপরুপা তুমি(2010)”, ------- ২৫+৫
 2. ”অচেনা পথিক(2014)”,”-------   ১০০
 3. প্রিয় বন্ধু (২০১৪-)        --------- (১০)
 4. প্রতিবাদী(2015)”,”      --------- (১৫)
 5.নষ্ট দুহিতা (২০১৪-) ----(৩)
 6.নীলাঞ্জনা তোমাকে(2015-17),দিগন্ত ব্লক ও প্রতিলিপিতে প্রকাশিত (২০১৭) ----- (৩৬)
 7.একটা গল্প ছিল(2015)”,”    ------- (১৫)
 8. আমি ভিজতে রাজি এই বর্ষায়(2016)”,” ---(১৫)
 9. রাধিকাপুর এক্সপ্রেসের জেনারেল বগি(2016)” ----( ২০)
 10. পূজোর ক্যানভাস(2016)”,”  -----(১৪)
 11. আগামীর জন্য(2016-)    -----(৫)
 12. শেষ রক্ত বিন্দু(2016-)”,” ---- (৮)
 13. অব্যক্ত(2016-)”,”  -----      (৫)
 14. ভালোবেসে সখি(2016)প্রতিলিপিতে ----( ১৫) প্রকাশিত (২০১৭)
 15. তুমি যে আমার (২০১৬-) ----(২৫)
 16. স্বপ্ন সম্ভার (২০১৬- )   ---- (১০)
 17. আমার কথা (২০১৪- ) ------ (২৫)
 18. প্রেম ইজুক্যাল টু (২০১৬- ) (যৌথ ) --- (২০)
 19. অজ্ঞাত অচেনা (২০১৬-) ---- (৮)
 20. ওরা (২০১৬-') -------- (১৯)
 21. শিরোনামহীন (২০১৪-) --- (১০)
 22. কিছু কথা ( ২০১৫- ) --- (২০)
 23. আমার কলেজ ও আমি (২০১৫-)----(৩)
 24.তারে আমি চোখে দেখিনি (২০১৬-১৭ ) প্রতিলিপিতে প্রকাশিত (২০১৭) --- (২৫)
 25. আমি ২০৩০ বলছি (২০১৬- )---- (৩)
 26.. নিকোটিন ( ২০১৬- )--- (২)
 27. বৃষ্টি ভেঁজা স্বপ্নের ঠিকানায় (২০১৬ -) ---(৮)
 28. এবং ব্যক্তিগত (২০১৭- ) ---- (১০)

 29. শব্দ নিয়ে খেলা (২০১৭-)(কিছু এক্সপেরিমেন্টাল কবিতা ) --- (৮)

 30. চশমা (২০১৭- ১৮) ---- (১২৫) প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব(২০)

 31.এক্স ক্রোমোজমাল ফ্যাক্টর (২০১৭-) --- (৮)
  32. আগন্তুক (২০১৭ -১৮)----- (২৫)
  33. ইন সার্চ অফ (কিছু রিসার্চ ও এক্সপেরিমেন্ট) (২০১৭- ১৮) --- (১৫)
34. জুঁই (২০১৮- ) ---- (১৫)



 #গল্প

 1. চোর চোর(2012)”,”প্রকাশিত 2016 ঝিঙে ফুল সাহিত্য পত্রিকায়
 2. ধ্বংস হবে(2012)”,”
 3. ক্ষনিকের বন্ধুত্ব(2013)
 4. “,”আমি তার পর (2013)”,
 5. দোষী(2012)”,
 6. বউ কথা কও (২০১৭)( অসম্পূর্ন)
 7. নষ্ট ছেলে (২০১৭)(প্রতিলিপিতে প্রকাশিত(২০১৭)
 8. রং নাম্বার (২০১৭)
  9. বেইমান (২০১৮) (অসম্পূর্ন)
  10. জুঁই (২০১৮) ( লেখা চলছে)

উপন্যাস
 1. প্রফেসর হার্দিক পান্ডের ডায়রী (২০১৬- )(প্রথম অধ্যায়)
 2. এবং তারপর আমি (২০১৭ - ) (আত্মজীবনী ) (প্রতিলিপিতে ধারাবাহিক ভাবে লিখছি) ( প্রথম অধ্যায় সম্পূর্ন)

একটি হাস্যকৌতুক নাটক “টোসার দুঃখ(2013)”
নাটক :
 1. ব্রেক আপ (২০১৭ )

 ( বি:দ্র: "-" লেখা চলছে )

এবার প্রশ্ন একটাই কটা বই প্রকাশিত হয়েছে ?
উত্তর: একটাও না । টাকা নেই ।

তবে হ্যাঁ বেশিরভাগ লেখাই
আমার ব্লগে
https://jyotirmoyroybcda.blogspot.com
কিংবা দিগন্ত ব্লগে (http://www.digantopatrika.com/blog/literature/poem/tare-ami-chokhe-dekhini-jyotirmoy-roy/)
কিংবা ,ছোটো কবিতা (http://chhotokabita.com/author/jyotirmoy/
 কিংবা , বাংলা কবিতা (http://www.bangla-kobita.com/jyotirmoyk/)
কিংবা, প্রতিলিপি (https://bn.pratilipi.com/user/%25E0%25A6%259C%25E0%25A7%258D%25E0%25A6%25AF%25E0%25A7%258B%25E0%25A6%25A4%25E0%25A6%25BF%25E0%25A6%25B0%25E0%25A7%258D%25E0%25A6%25AE%25E0%25A7%259F-%25E0%25A6%25B0%25E0%25A6%25BE%25E0%25A7%259F-fqdr87a50s?action%3Dlist_contents%26state%3DPUBLISHED&hl=en-IN)তে পাবেন

আর কিছু কবিতা ,কিছু গল্প চিরতরে ঘুমিয়ে আছে আমার ছেড়া ডাইরির পাতায় , ।

সব থেকে বেশি লেখা পাবেন আমার পেজে
https://www.facebook.com/achenapothikjyotirmoy/