এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

আজ বাস্তবটাই সত্যি

আজ বাস্তবটাই সত্যি 

চারিদিকে অন্ধকার
   জোনাকিরা পথ দেখায়
সেই গল্পের টুনটুনি পাখিকে
   আজ গল্প বাস্তবতায়
এক দিশেহারা ...
পথিক ...আমি !
এক অচিন পথে পাড়ি দিয়ে
  হারিয়ে ফেলেছি পথ
মাঝ দরিয়ায় জাহাজ আমার
পড়েছে তুফানে ...
মেঘের আঘাত
ঝড়ো হাওয়ার দাপট
শুধু ...
     আজ জোনাকি নেই
আজ শুধু হারিয়ে
     যাওয়ার " ভয়ই  "
পথ পদর্শক এক মাত্র
       আমার ...

আগমনী






   আগমনী
************


জ্যোতির্ময় রায়


আর কয়েকটা দিন মাত্র বাকি
আগমনী হাওয়ায় নদীর বাঁকে বাঁকে কাশফুল মাথা
নাড়ায় ..ওই আকাশকে দোখো ..
নীল ..আরো গভীর নীলে কেমন সাদা মেঘের মেলা
আর ওই সবুজ মাঠে ঢেউখেলানো আগমনী বাতাস
যায় বয়ে .গ্রাম থেকে শহরে ..শহর থেকে দূরে
আরো অনেক দূরে ..বিদেশ বিভুয়ে ।
আর মনটা ..ফিরে যায় বর্তমানকে ছাড়িয়ে
অতীত ও ভবিষ্যৎ এর রুপলি পর্দার ক্যানভাসে ।।
সবাই সাঝ সাঝ বর ..
প্রস্তুত ..কি তুমিও ?
মা আসছে ..
শিল্পীর রং তুলিতে আর কয়েকটা দিন পরেই
মাটির মূর্তি প্রতিমা হয়ে উঠবে ।
ক্লাবে ক্লাবে প্যান্ডেলের লাড়াই দেখার মতো কিন্তু ।
রাস্তায় ফুটপাতে পরে থাকা পাগলটাও কিন্তু
ঠিক মিশে যাবে ভিড়ে ।
কেউবা ছক কষতে বসে গেছে কবে কার সাথে
কোথায় যাবে বলে ?
কেউ বা টিফিনের টাকা বাঁচিয়েছে
এবার পূজোয় চুড়ি আর লাল ফিতে সে কিনে দেবেই
জামা কাপড় কেনা হয়ে গেছে তোমার ?
হয়নি ? ..আর দেরি নয় ..মা আসছে কিনে নাও ।
আর যারা বাইরে থাকে কেউ কেউ প্রতীজ্ঞাও
করে ফেলেছে যেভাবেই হোক
সে এবার বাড়ি ফিরবেই
বিরহীনি প্রিয়া প্রদীপ হাতে ঠাকুরতলায় এখনো বসে
সে জানে এবার ঠিক সে আসবে
অভীমান সুরে বার বার বলছে
"এবার ওই বর্ডারের ডিউটি ছেড়ে একবার আসতেই
হবে ..এবার পূজোটা যে বিয়ের প্রথম বছর "
তুমিও প্রস্তুত হয়ে যাও
আগমনীর শঙ্খ বাজল বলে ...।।

দেশ (Country)





দেশ 




©জ্যোতির্ময় রায়



বোতাম আঁটা জামার নিচে বুক পকেটের ভিতর
কিছু চিমনির ধোঁয়ায়  আরো একটা সভ্যতার পতন ।
ঝলমুড়িতে কেটে গেছে বিকেল ।
লোকাল ট্রেনে আজও স্বপ্নরা পনেরোই আগস্ট আঁকে  ॥



নিষিদ্ধ পল্লীতে তখন গভীর রাত ,
আমার শহরে অফিস ফেরত মিছিলে সুখীগৃহকোণ।
ধানজমিতে খুশির নবান্ন । মেঠো পথ দিয়ে আসে
আগমনীর বার্তা .... ॥



ভাষ্কোডাগামার কম্পাসে সমুদ্র সফেন
কলম্বাস আজও আমেরিকা খোঁজে ... ।
রমজান হোক কিংবা দুর্গা পুজো  অন্ধকার তখন
চাঁদ সাজায়... শুক তারা  হয়ে প্রেম উপন্যাসের সূচনায় । ।

মন আমার




মন আমার 


©জ্যোতির্ময় রায়


কিছু রোদ কুড়িয়ে রাখি ,হাঁটু জল ভেঙে ।
কিছু জোনাকি ছড়িয়ে দেই ঘুমহীন রাতে ।।
এঁকে বেঁকে চলে গেছে নদীপথ ,সময়ের ফাঁকে ফাঁকে
এ পাথুরে জীবন ,বৃষ্টি খুঁজে তখন পাল ছেঁড়া নৌকায় ভাসবে বলে ।।



মাঝে মাঝে পাগলামি ,ইচ্ছেরাও দেয় পারি
সব ছেড়ে দিয়ে মেঘের ওপারে ,"আজ ভাব তো কাল আড়ি"।।
হঠাৎ দেওয়াল লিখনে "মন খারাপ" অহেতুক অযথা ,
ঠোঁটের মাঝেই শব্দ হারায়,আপন মনেই বলে কথা ।।


হঠাৎ ইতিহাসে গিয়ে ছুঁয়ে দেয় প্রেমিকার ঠোঁট ।
নিজেই নিজের বিবাদ লাগায় ,খুঁজে বেড়ায় ভুলে যাওয়ার আন্টিডোট।।

শুধু তোমাকেই (Just You)





শুধু তোমাকেই 
***********

©জ্যোতির্ময় রায়



কিছু মেঘ সাজিয়ে রাখি এখন ওই চাঁদেও ,
চুমুর উষ্ণতায় বরফ গলে গেলেও
"কই সুনামি তো হলো না"।
সুরে সুরে তাল মেলাতে গিয়ে কথা হারায় এখন ।
মৃত মন।মেটাস্টেবেল। বন্ধ তোমার জানালা ।।



রং পরে ।রং তুলির ছোঁয়ায় চোখ মায়াবী ।
পেন্ডেলে পেন্ডেলে আগমনী সাজ সাজ রব।তুমি
রূপকথার গল্প হয়ে বানভাসি তখনও ।
রোহাঙ্গির আর্তনাদ পৌঁছায় না।ধর্ম আলাদা দেশও।।


নির্বাক দর্শক বারুদে জ্বালায় সিগারেট কিংবা শীতঘুম ।
আগমনী আসে ।প্রেমিকার ছবিতে উঁকি ঝুঁকি।নিঝুম
রাত্রির কিছু জোনাকিও ফসফরাসহীন ।চশমা ভাঙা ।
আমার আমি ,তোমার তুমিতে এখনও হয়তো রাঙা ।।