এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৮

মুখ (The Face)




©জ্যোতির্ময় রায়



আঙুলে ছুঁয়ে গেছে কাঁটাতার ...
থুঁতু দিয়ে আটকানো তসবির ।
জীবন চাইছে আরো বেশি
নিজেকে একলা ভাবছি যতই ,লাইনে তত ভিড় ।।

পিছন ফিরে দেখা ,আবছা ছায়া
রাস্তা মেপেছি যতই ,সব'ই মায়া ।।

রাতের সূর্য নাকি চাঁদ ওই ?
গ্রহণ লাগে ,যখন'ই তোকে গল্পে মেশা'ই ।।

এরপর হঠাৎ হামলা বলে ,জ্বলে আরশিনগর
চোখের ভিতর আকাশ ,আকাশ মিশেছে ছায়াপথে এরপর।।

রংমশাল



©জ্যোতির্ময় রায়




আরো একটু আগুন ছুঁয়ে গেছে ঠোঁট ,
সেহিসাব মেলেনি আর ,সিঁড়িতে উঠতে হোঁচট ।।

তারপর পুড়েছে সিগারেট ক্লান্তিহীন চোখে ,
পা টিপে টিপে চলা হল শুরু অন্ধকারকে দেখে।।

কাঁটাতার গুলো বেওয়ারিশ গল্প লিখেছে অন্যকোনো ডাকনাম''এ,
"মুখচোরা ,আমিও জানি চোখ ফিরিয়ে নিতে ।।"

যে ইটপাথরে এঁকেছি সস্তার স্বপ্নগুলোর ঘর ,
"তোকে'ই" দিলাম এই আলোর মাঝে কাঁপতে থাকা শহর।।


না'হয় হলাম পরিযায়ী ,আরও একটু অচেনা,
আমি সেথায় হারালাম ,ভুল করে আর খুঁজো না ।।