এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

সবটুকুই_তো_তোমার_জন্য

সবটুকুই_তো_তোমার_জন্য
      
অসুস্থ শরীরের একি এ কিসের ক্ষত?
একি শরীরের বেয়ে নামছে কেন শুষ্ক নদী ?
আমার কাছে থাকত যদি যন্ত্রনা সব মাপার যন্ত্র  ।
নিকোটিনে মিশে গেছে স্বপ্ন ....।
অন্ধকারে জ্বলছে মৃত প্রেমের শরীর।
নস্টালজিক ..ছেঁড়া মৃত ডাইরি হাতে আজ কবি ।।
শব্দমালাও জানে ..হৃদয় নিংরানো অপ্রকাশিত শব্দের
যন্ত্রনায়..দূর্বা ঘাসের মাথায় জমে শিশির ।
কালো মেঘে হয় একপশলা বৃষ্টি ।
গলির ওই ল্যাম্পপোস্টের আলোয়
সন্ধ্যায় জমে আজো প্রেম ,
উষ্ণ চুম্বনে ,আলিঙ্গনে ,দু-চোখে জমে প্রচুর স্বপ্ন ।।
আজো এই অমবস্যার মাঝ রাতে
যুদ্ধ করি কার সাথে ,ভিজে গেছে পাশবালিশ ।
ভাঙ্গা আয়নায় দেখছি তোমার প্রতিচ্ছবি
বর্তমান অতীতকে  করে ছোট্ট ছোট্ট ভুলের নালিশ।।
ভাঙ্গতে গিয়েও পড়ছি ধরা ,
হারিয়ে যাচ্ছে নিজের সত্বা
প্রেমের ফাঁকা ফ্রেমে হারিয়ে গেছি ।
আকাশে ভুল করে ঢোকা শঙ্খচিল আমি তোমার
হারাচ্ছে একে একে সব
আরো কত কি আছে হারাবার ভাবছি ।
তাই "আকাশ বেয়ে নামছে নদী
আমার কাছে থাকত যদি যন্ত্রনা সব মাপার যন্ত্র ।।"

অন্ধকারের_পর

অন্ধকারের_পর
    
রাতের ছুটি ,সূর্য্য উঠছে
শিশির ভেজা হেমন্তের
দূর্বা ঘাসের মাথায় হিরক  খন্ড
ওরাদের দুবেলা দু মুটো ভাত চাই
শরীর বেয়ে নামছে রক্ত নদী ।
ওদের কাছে থাকত যদি
ঝলসানো ওই রুটি ।
ধ্বংস হচ্ছে বিবেক ,মানবিকতা আজ নেই।
ঝরছে রক্ত, সমাজের ক্ষত রোদে শুকায়নি ।
নর্দমার জলে ছুড়ে ফেলছে বিষাক্ত প্রেম ।
আহত পাখি আর্তনাদে কেউ আসেনি
সমাজে স্থান নেই ধর্ষিতাদের ।
তবুও সূর্য্য উঠছে ,...আলো
অন্ধকার ঠিক সরাবে ।।

লাইট_ফ্যাসটিভ্যাল

লাইট_ফ্যাসটিভ্যাল
    
অমবস্যায় চাঁদ নেই
চাইনিজ লাইটে ঝকমকে গোটা শহর
গ্রামের ঝাঁপসা অন্ধকারে মৃত মোমবাতির
ভিড়ে ..একটা মাটির প্রদীপ উঠবেই জ্বলে ।
বস্তির গলিটা অন্ধকার ।
তোমার আমার মাঝে কাঁটাতার ।
ক্ষুধার্ত শিশু ঝলসানো রুটি যে চায়
শিশিরে হীম শীতল অশ্রু মায়ের
রাজনৈতিক দাঙ্গায় ছেলে নিখোঁজ
স্বপ্ন মিশছে নিকোটিনের ধোঁয়ায় রোজ।।
আর নয়,
রাতেও জ্বলবে হাজার মোমবাতি
বোবাটাও কথা বলবে এবার
নর্তকি ও..এবার মা শ্যামা ,মুন্ডু হাতে
ধর্ম্মের বিভাজিত ধ্বজা পুড়ে যায়।।
বঞ্চিত ওই পরাজিত পথিক ..পথ হারিয়েও
   ফ্যাসটিভ মুডে প্রেমের গান গায়।।

শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

কোনো না কোনো দিন

#কোনো_একদিন
        @জ্যোতির্ময় রায়
আর কতটা পথ বাকি?
আর কয় পা সামনে এগোলেই
বর্তমানেকে পেরিয়ে কয়েক আলোকবর্ষ
সামনে পৌঁছে যাবো আমি ?
জনসমুদ্রে মিশে যাওয়া সত্বা
খুঁজে আনে মৃত প্রেমের লাশের তদন্ত ।
যন্ত্রনাক্লিষ্ট মুখগুলি শব হবার অপেক্ষায়
শশ্মানের কাঠ গোরায়া দাঁড়িয়ে মুক্ত প্রাণ
গল্প শোনায় ..."চেয়েও না পাওয়ার বা
পেয়েও হারিয়ে ফেলার "
ফ্যালিয়রদের কাহিনী কজন শোনে বলো ?
অথচ সংখ্যায় এরাই বেশী ।
নিজের সত্বা হারিয়ে অন্যের গানে গলা মেলাই।
ইতিহাস তখনই ভূলে যায় এদের কথা ।
আমিও এই দলেরি লোক ।
চলছি ..ঝাপসা অন্ধকারে পথহারা বার
এরই মাঝে ..খুজি আজো তোমায় ।
হয়তো কোনো একদিন ..আবার দেখা হবে ।
কোনো স্টেশনে আধবা বাস স্ট্যান্ডে
অধবা জনস্রোতে ..আমি তখন
ওই ইতিহাসহীন কোনো কবিতায় মিশে যাবো ।।

শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৭

জাগো মা


  জাগো_মা
  *********
@জ্যোতির্ময় রায়
ওই দূরে ওই যে দূরে শঙ্খবাজে
ভোরের এই আলোতে কার রেডিওতে
যেন মহালয়া বাজে |
মা আসছে ..কে যেন গায় আগমনী
কে যেন জপে জাগরণের মন্ত্রখানি ।
"যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেন
সংস্থিতা-নমস্তস্যৈ নমস্তস্যৈ নমঃ নমঃ।"
জাগো মা ..জাগো দশভুজাদুর্দশাদামিনী
গ্রহন করো মা এই দীনের প্রার্থনাখানি ।
বিশ্বজুড়ে আজ শুধু যুদ্ধ ও মারামারি
ধর্ম নিয়ে আজ ধর্মগুরুদের ভণ্ডামি
সন্তানহারা মা যে একলা কেঁদে যায়
যারা নিরীহ তারাই শুধু সাম্রাজ্যবাদীদের
আগ্রাসনিতে প্রাণ যে হারায় ।
উগ্রবাদের দানব নৃত্য যে মা আজ সব খানে
কতো অভিশপ্ত প্রেমের ভ্রুণ ছুঁড়ে ফেলা হয়ে ওই ড্রেনে ।
উচুঁনিচু এই বিবাদ বিভেদ কেন মা আজও জগৎ জুড়ে
ভালোবাসা হারিয়ে কত প্রেমিক আজ ভবঘুরে ।
ধোঁয়াশা আজো কেন বলো মা ওই অন্ধকার ওই গ্রামে,
প্রতিদিনই ওই অন্ধকার গলিতে অসুররা যে
কতো মা বোন কে খায় ছিঁড়ে ।
তাই তো মা ডাকছি তোমায় আজ আমি
ঝাপসা পথে রোজ এক পা এগোই
গাইছি আজ আগমনী ।।
ধ্বংস করো ওই উগ্রবাদের ওই আগ্রাসি
দাও মুছে হিংসাবিবাদ ,দাও মুছে পৃথ্বীর আঁখি
নির্বলেরে দাও শক্তি ,করো সাহসী ।
শান্তি আসুক মা গো এই আর্তভুবনে
প্রতীক্ষায়িত যে আমরা যে মা তোমার জাগরণে ।।
জাগো মা ..জাগো ..সত্যিকরে জাগো
জাগো হে দশভূজা দুর্গতনাশিনী জাগো
করজোড়ে ডাকছে যে সবাই
এই আর্তি একটু শুনো জগজ্জননী মাগো ।।

রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

সফর

#সফর
©জ্যোতির্ময় রায়
ভিড় ঠেলে আরো একটু এগিয়ে কিংবা ট্রাফিকের সিগন্যালে
সবুজ সংকেত ।কলম্বাস তুমিও । হারানো মহাদেশীয় সভ্যতায়
হাইরোগাফ্লিক্স।ব্রেকআপ ,মন থাকলেই মন খারাপটা ফিক্স ।।
পর্দা পর পর্দা কিংবা মুখোশ কিছু ।"যা ঝুটে সব
জাস্ট কো-ফ্যাক্টর ,"আমার প্রেমে" নো পলিটিক্যাল ইস্যু ।।
ভগবানও ভয় পায় ভিক্ষে করে মানতও ।এই পথে ধরে
হাঁটো "আমার আমির খোঁজে " ভিতর থেকে কঠিন হবে তুমিও।।

শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

~~****গ্রাফিক্যাল****~~

        ~~****গ্রাফিক্যাল****~~

©জ্যোতির্ময় রায়

দূর্বা ঘাসের মাথায় শিশির জমে ,কিছু শাপলাও ফুটে
পদ্ম পুকুরে ।এ পথ এঁকে বেঁকে চলে গেছে সবুজ পেরিয়ে
তোমার দেশের বর্ডারের কাঁটা তার ধরে ।সাজ সাজ রবে
শহর ।আমার দেশে মৃত্যু শোকের মোমবাতি মিছিল ।।

রোজ ভাঙছে ঘর ।অনেক আপন তোমারও হয়েছে পর ।
কাটাকুটি খেলায় এক কদম এগিয়ে কিংবা পিছিয়ে ।
ক্ষত ।মেঘের আড়ালে আগুনে ঝলসানো চাঁদেও কলঙ্ক ।।
"আগার টুট গায়ে সিসে তো টুটনে দো ,পাহাড় হবেই দিল" ।।

মিথ্যের আসকারাতে জানি "দিল ভি বেকারার" ।
থাক ,অনেক হয়েছে নাটক ।"আমার আমি"
অবহেলার আশ্চার্য প্রদীপ।ভেঙ্গে ফেল খাঁচা এবার ।।