এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ২৩ জানুয়ারী, ২০১৭

ফিরে এসো নেতাজী(phire eso netajee)












#ফিরে_এসো_নেতাজী



                         © জ্যোতির্ময় রায়




সূর্য্যটা যত রাঙা হয়ে উঠুক না কেন
রক্তের দাগ গুলো কালসিটে হয়ে গেছে
যে বারুদের গর্জনে সম্প্রীতির কথা ছিল
আজও বারুদ আছে ,রক্ত ঝরছে
মিছিল আছে ,আছে হরতাল
  স্বাধীনতার গানের শুধু নেই তাল ।।




পাঠ্য বইয়ের বোঝায় শৈশবটা মৃত
শিক্ষিত সমাজ হবে নাকি
শিক্ষক যে নিজেই অশিক্ষিত
রেজাল্টের দৌড়ে মৃত কৈশর ।
নিকোটিনের ধোঁয়ায় হারিয়ে যাচ্ছে স্বপ্ন রোজ ।
সাহারার বুকে বসন্তের খোঁজ ।।




করোপসন ,ধাপ্পাবাজ ,তোলাবাজ আর গুন্ডামি
যে রাজা প্রজা পালন না দুর ছাই ,শুধুই ভন্ডামি ।
যার আছে ভুড়ি ভুড়ি তার যে "চাই আরো চাই" গান ।
না খেতে পেয়ে দেখো কত কৃষকের যায় প্রাণ ।।
সারা বিশ্ব জুড়ে শুধু এখন যুদ্ধের হাহাকার
ঠান্ডা যুদ্ধে নয়,পারমানবিক সুপার পাওয়ারে
হে নেতাজী সুভাষ ,তোমার  যে এই দিনে খুব দরকার।।

কোন মন্তব্য নেই: