এই ব্লগটি সন্ধান করুন

কবিতা নিয়ে কাজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কবিতা নিয়ে কাজ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

এক শব্দের কবিতা : শৌর্য্যতি

শৌর্য্যতি


শৌর্য্যতি :শৌর্য +জ্যোতি : বীরত্ব এর পথ পদর্ষক
সব নিয়ম ভেঙে এগিয়ে চলে যাওয়ার নাম হলো শৌর্য্যতি 

সোমবার, ১১ মার্চ, ২০১৯

আলো/অন্ধকার : জ্যোতির্ময়




এক্স=শূন্য/ইনফিনিটি ধরে

একটা ডোরাকাটা বাঘ ছালে ছোঁয়াচে রামধনু ।
ফানুস কিংবা চাঁদ ,অল্প দামের তরকারি ভাতে দুপুর ।
ল্যাম্পপোস্টে ইস্তেহার "সূর্য উঠবে বলে"
ল্যান্ড মাইনে পা রাখে সৈনিক ।
গলির মোড়ে দীপাই এখন রাতের রজনী গন্ধা ।
সস্তায় শরীর বেঁচে ,হায়নার আচর বুকে নিয়ে ।

বানভাসি এবার শহর থেকে গ্রাম ।
রাজনীতি কিংবা ধর্মীয় রীতিতে বিক্রি
ত্রাণশিবির ।আর নিউজ
"মেয়েটা ধর্ষিত কিংবা সমাজ বলে 'নষ্টা'।

আলোতে অন্ধকার ,আর অন্ধকারে আলো যেন
বিপ্রতীপ কোণের পরিমাপে
চুমুর ফারাক প্রেমীকি ফসিলস গুলো ।
এক্স তখন গতিপথ থেকে
 বেরিয়ে E=mc2 এর সূত্রে পরিপূরক ।।

রবিবার, ১০ মার্চ, ২০১৯

তবে .....তাই যেও : জ্যোতির্ময়


ওসব বাজারি কথার দিন শেষ হয়ে গেছে ।
আমারও কাঁপতে থাকা ঠোঁটে
শুয়ো পোকা,প্রজাপতি হয় ।।

আলুর খোঁসায় উচ্চ রক্তচাপ
মাপতে বারণ ছিল না তো
তুমি'ই বলেছিলে গল্প তবুও গল্প নয় ।।

দেখো , ওসব বাজারি কথায়
কান পেতে দেওয়াল লিখিনি আমি
শরীর কিন্তু টাকায় অনেক মেলে ।।

আমার বুকের উপর আস্ত দু-মুখো সাপ ।
জল জমেনি একটুও ,ধান খেতে
দেখলাম ,জানালা ভেঙে তুমিও গেলে ।।

শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

কবিতা লিখবো বলে



                   

অনেকদিন হলো কবিতা লেখা হয়নি ।ভাবছি লিখবো  একটা কবিতার মতো কবিতা লিখবো এবার -রস থাকবে,মাধুর্যতা থাকবে ,গভীরতা থাকবে অনেকটা ,অব্যক্ত কথা গুলো হঠাৎ ফোয়ারার মতো ।বেশ কয়েকটা সাহিত্যের ম্যাগাজিন পড়লাম অনেক কবিতা ,অনেক কবি  ,অনেক লেখা ,অনেক অনুভুতি  ,নিজের লেখা গুলোকেও ছাড়িনি একটাও ।কিন্তু গভীরতা কই ? কোথায় মারিয়ানা খাতের গভীরতা ,প্রশান্ত মাহাসাগরের অস্তিত্ব পেলাম না দু একটা কবিতাতে ছাড়া ।নিজের
গুলো তো গভীরতা হয়তো নেই শুধু সমুদ্র ছাড়া ।বাকিদের তাও কিছুটা আছে  ।তবুও মনে হচ্ছে কি যেন নেই ?কোথায় যেন একটা  ক্ষুদ্র শূন্য স্থান।

           আবেগ ,যন্ত্রনা ,প্রেম ,প্রকৃতি ,বিদ্রোহ --- আরো কত ধরন লেখার ,এক একটার এক একরকম  ওলেখার ধরন ,এক একরকম উপমা ব্যবহার, এক একেক  ছন্দ ,একেক কৌশল প্রকাশ ভঙ্গির ।কারো চোখে প্রচুর স্বপ্ন ,কেউ বা আহত চাতকের মতো বৃষ্টি চায় ...প্রেম,কেউ বা যন্ত্রনায় ,কেউ বা না  পাওয়ার অধিকার নিয়ে প্রশ্ন তোলে,।কেউ চাওয়া পাওয়ার হিসাব খাতায় করে গোলমাল ,কেউ বা প্রেমে বেসামাল  ।কেউ ফুলকে ভালোবেসে ,কেউ নদীর বা্ঁকে বা্ঁকে কিংবা সবুজ ঘাসে ।কেউ চায়ের দোকানে চাতে চুমু দেয় প্রেমিকার ঠোট ভেবে  ,কেউ পরকীয়ায় বিশ্বাসী  ,কেউ ধোঁকা খেয়ে লিখছে আবেগে ।

       ঠিক আমিও লিখছি এরকমই ,আবেগ প্রচুর  ,যন্ত্রনা গুলো ল্যাম্পপোস্ট ,রাস্তায় গাড়ি চাপা পড়ে প্রেম, প্রেমিকার চোখে পূর্ণিমার চাঁদ ,মেঘলা আকাশে সূর্য্যের আঁকি বুঁকি ,কিংবা ঘুমহীন রাতে পেঁচার ডাকে সভ্যতার বিপর্যয় ।কলমের  ডগায় আগুন জ্বলন্ত সিগারেট  ,দেশলাইয়ের বাক্সে জমতে থাকে কথা ।

সব কবিতাই কবিতা হচ্ছে কি ?জানি না ।সবটাই কবিতা হয়তো ।হয়তো আমার মগজের পোকা নড়েছে ..তাই আবোল তাবোল বলা ।।তবুও কিছু অভিসন্ধি একটা শূন্যতায় ।তাই একটা কবিতা লিখবো বলে রাতের তারা গুনছি ,রাস্তার দু পাশে সবুজ মাঠের গল্প গুলো উঠে আসছে ,বাইসাইকেলের চাকায় পোড়া মোবেলের গন্ধ রক্তের গন্ধে মিশুক বা না মিশুক ঘামের ঘন্ধটা মেশে ।সিগারেটের জ্বলন্ত আগুন যেন এক একটা হাইড্রোজেন বোম ।এই বুঝি তৃতীয় বিশ্ব যুদ্ধ ।হৃদ্পিন্ড কেঁপে উঠে ।কত কিছুই তো অনুভবে আসে ..কথা হয় শুধু ভাষা পায় না কেউ   ।।

       একটা কবিতা  লিখবো বলে মনের ডাইরিটা আরো একবার ঝেড়ে ফেলি ,কই কবিতা ?সব যেন আবোল তাবোল ..গুলিয়ে যাচ্ছে সব ।অনুভবে আসছে কথা কিন্তু ভাষা গুলো কোথায় লুকিয়ে আছে ।হয়তো কোনো অতল গভীরতায় ,প্রবাল প্রাচীর ,কিংবা আফ্রিকার  জঙ্গলে হঠাৎ খুঁজে পাওয়া  হিরক খনি  ...আভাস পাচ্ছি নাগাল পাচ্ছি না।নাহ্ আমি স্বপ্ন নয়  ,আবেগ নয় ,নাহ্ কোনো যন্ত্রনাময় ইতিহাসের কথা বলছি না ,নাহ্  ভবিষ্যৎ নয় ,ভবিষ্যৎটা তো মরিচীকা। আমি একটা বাস্তব চাইছি ।বাস্তবটাই তো চরম সত্যি ,আসল বেঁচে থাকা ।

              বাস্তবটা দীর্ঘস্থায়ী ,চরম সত্যি ।কোনো আবেগ নেই,কোনো যন্ত্রনা নেই ,শুধুই বেঁচে থাকা ।যেখানে যন্ত্রনা ,আবেগ ,ক্ষোপ সব ক্ষণিকের ,শুধু এক পা দু পা করে সামনের ওই হিমালয়ে পদার্পণ ।স্বপ্ন গুলো স্থির ,গতিশীল হোক না কেন মন ,ঘড়ির সেকেন্ডের কাঁটা বলে দেয় হৃদ্স্পন্দন ,যে কোনো মুহূর্তে হয়তো স্তব্দ হবে ।
কবি তাই "স্বপ্ন নয় ,বাস্তবতা চাই ।
কবি যন্ত্রনা নয়,বারুদে আগুন দাও
কবি হতাশা নয় ,আলো জ্বালাও ।
রক্ত নয় কবি ,একটা বিশ্বযুদ্ধ চাই
"মনের সঙ্গে আত্মার ,
"ভালোবাসার সঙ্গে অনুভুতির
মননের সঙ্গে বিবেকের "
দেখো কে জেতে ??

বৃহস্পতিবার, ৮ নভেম্বর, ২০১৮

কবিতা_সঙ্গে_তুমি_আর_আমি

(দ্বিতীয় পর্ব )

#কবিতা_সঙ্গে_তুমি_আর_আমি ।

©জ্যোতির্ময় রায়

"হাঁস ছিল ,সজারুও ,(ব্যাকরণ মানি না )
হয়ে গেল" হাঁসজারু" কেমনে তা জানি না ।।"
                    সুকুমার রায় (খিচুড়ি কবিতা )
"হোক তবে" খিচুড়ি " ভেঙে ছুড়ে ফেলে কিছু কবিতাও ।
ব্যাকরণ না মেনে ভাষা পাক "শব্দ দিয়ে "সাজানো কথাও ।।"

থাক !অনেক বিজ্ঞ লোক আছে বাবা ,বলবে এসব কবিতা ?
এসব পাগল প্রলাপ ,এক্কে বারে যা তা "।।

আরে মশাই ছাড়ুন তো । আপনি লিখুন আপনার মতো করে । যারা লিখেত জানে না ,যারা মুখ ফুটিয়ে সব কথা বলতে পারে না ,তারা কি করবে ? নিজের ভিতরেই মরতে থাকবে রোজ ? কথা জমতে জমতে একদিন তো" বুমম"। আর তা হবার আছেই প্রতিনিয়তই ক্রমশ বেড়ে চলেছে কোলাহল ,জনঘনত্ব ,যান জোট ।একদিকে সৃষ্টি আর অন্য দিকে ধ্বংসের লীলা । আর এর মাঝেই নিয়ম ,নিয়ম ভাঙার নিয়ম ।একটা নিঃসঙ্গ নিস্তব্ধত্বা ,কিংবা ভিড় ঠেলে লোকাল ট্রেনে একটু বসবার জায়গার লড়াই ।এর মাঝেই কত শব্দ ,দৌড়ঝাঁপ ,কিংবা পড়ছে বাজ ,কোথাও আর্তনাদ কোথাও আনন্দ উল্লাস কিংবা মিছিল ,ইঁদুর খুঁজে চিল ।আরও কত শব্দ ....রোজের বাস ট্রামের ভিড়ে শব্দেই শব্দ হারাচ্ছে ।আর এর মাঝেই হাসি মুখে ভালো থাকার চেষ্টা ।
এটাই জীবন ,একটা আবোল তাবোল ছন্দে কিন্তু নির্দিষ্ট তালে  এগিয়ে চলছে জন্ম থেকে মৃত্যুর দিকে ।

তাই ছন্দ ছাড়া ,তাল ছাড়া ,সুর ছাড়া ,কিংবা শব্দ ছাড়াও (মুখে আসে কিন্তু বহিঃ প্রকাশ নেই ) তাদের সাজিয়ে একটা একটা জীবনের গল্প কথা নিয়েই কবিতার খোঁজ ,একটা গানের খোঁজ ।
যে সব শব্দ হারিয়ে যাচ্ছে সবার অলক্ষ্যে সেই সব না বলা কথার বহিঃপ্রকাশে এই প্রচেষ্টাই হোক তোমাতে আমাতে  । জানি সে গুলো কবিতা না ,কিন্তু তবুও কবিতা ,তবুও বাস্ট হয়ে যাবার আগে একটু নতুন করে বেঁচে উঠার মন্ত্র ।

(সংক্ষিপ্ত )