এই ব্লগটি সন্ধান করুন

চশমা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চশমা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৫ মে, ২০১৯

মুখোশ



মিষ্টি কথার মন গোলে যায় ,মধুতে ভরা মুখ ,
অনেক কাছের ,অনেক আপন ,স্বার্থ চেনায়  রূপ ॥
মন খারাপের দিনে ,সুখের বিজ্ঞাপন ,
হাসি হাসি মুখটি করে কথা থাকে গোপন ॥ 
বিশ্বাস আজ সোনার পাথর বাটি পৃথিবীর মানচিত্রে ,
ভরসা করেছ যাকে ,সেই তোমার ধ্বংসের ছবি আঁকে নিভৃতে ॥
রঙ মঞ্চে নাটকের পর  নাটক হয় ,নানান অজুহাত ,
তোমার নাম লিস্টে উঠে ,মুখোশ পর না ,তাই বাদ  ।।
দুনিয়াতে কত কি আছে ,তবুও একাকীত্বের রোগ
হিসাব খাতায় গন্ডগোল ,মিলছে না যোগ বিয়োগ ॥
ভালোবাসা ,প্রতি শ্রুতি ,শপথ দেখলাম কত
চাওয়া পাওয়ার হিসেব এলে ,প্রেম বিগত  ॥
তবুও কান্না ঢেকে প্রেমের গান গায় ,দুঃখ যদিও রয়
 বাঁচতে হলে করতেই হবে ,"ভালো থাকার "অভিনয় ॥

১৫/০৫/১৭

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

ধ্বংস হবে তুমিও



একটু জল চাই ,একটু নির্মল বাতাস
একটা মুক্ত আকাশ ....একফালি রোদে
ঘামের স্নানে ...স্যাঁতস্যাঁতে নিশ্বাস
ইট পাথরের ইমারতে আমার লাশ
শিল্প নিদের্শনা ...কোটি টাকার ব্যবসা
মেঘমোল্লার দেশে জলপরী ..
দিয়েছে চিঠি বেনামে ...
মেরুদন্ডে জাইলেম তন্তুতে তৃষ্ণা
মাটির শরীর ফেটে কাঠ ...l
তোমার বুলি রোজ শুনি ,কান গেছে পচে
"গাছ লাগান প্রাণ বাঁচান "
ইকোসিস্টেমে বিলুপ্ত সরীসৃপের ফসিলস
তোমাদের রিসার্চ এর বিষয়
"কই একবারও মনে কি মনে করেছো আমায় ?"
সব শুধু দেওয়াল লিখন কিংবা পত্রিকায়
 আল্ট্রা ভায়োলেট রে তে কম্পিত স্কিন
ভয়টা তোমার ....অথচ প্রযুক্তি তোমার নেশা
সূর্য্যের বিকিরিত রশ্মিতে গ্লোবল ওয়ার্মিং
আমি চাই না .....সমূদ্র গ্রাস করুক তাজা প্রাণ
......তোমার সৃষ্টি ..তোমার প্রযুক্তি l
সোনালী রোদ্দুরে একটু হাসি চাই
একটা শান্ত ছায়ায় পথিকের বিশ্রাম l
তুমি প্রযুক্তি ফলাও বাঁধা নেই ...
আমার রক্তে চেয়েও না 
সুখের ক্যানভাস ....l
তুমি এনভাইরোনমেন্ট (environment) এর
ক্রমপর্যায় বর্ধিত মান এনট্রপির
ছেলে খেলায় ধ্বংস হয়ে যাবে l
ডাইনোসরের মতো .....একদিন l

শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

নাও অস্ত্র তুলে এবার


##
সেদিন একা বাস স্টপে ,কিংবা নির্জন গলিতে
সেই মেয়েটি পেলো উপমা "ধর্ষিতা "।
সেই দিন সেই মেয়েটা গায়ে আগুন দিল
পণের টাকা দেওয়ার মতো আর কিছু ছিলো না ॥
সেই দিন মেয়েটা বিক্রি হলো হাজার টাকায়
দু বেলা দু মুটো ভাত খাবে বলে ছিলো না  ।
সেই দিন সেই মেয়েটা গলায় দড়ি দিল
সর্বস্ব নিয়ে গেছে প্রেমিক তার ,করেছে প্রতারণা ॥
সেই  সেই দিন মেয়েটি শরীর বিকোয় 
উপাধি পেলো সমাজের কাছে "বেশ্যা "।
হাসপাতালে তার লোনগ্রস্ত স্বামী এখন "কোমায়"॥
সেই দিন সেই মেয়েটির মুখ পুড়লো অ্যাসিডে
সেদিন সে প্রতিবাদ করেছিলো ইভটিজিং এ ।।
সেই দিন সেই মেয়েটির "আরো পড়বে " ইচ্ছেটার মৃত্যু হলো
বড় পাপ যে তার জন্মেছে মেয়ে হয়ে বলে ॥

##
আর কতো দিন ... এভাবে কাটবে সময়
আর কতো দিন দশভুজা রইবে মূর্তিময়  ?
আর কত নীরবে অশ্রু ঝড়বে মা তোমার গোপনে ?
আর কত আধ পেট খেয়ে থাকবে হাসি মুখে ?
এবার নাও তুলে হাতে অস্ত্র ,ছিনিয়ে নাও অধিকার ।
ছিঁড়ে দাও তোমার বাঁধন ,ভেঙে দাও সমাজের খাঁচা এবার ॥

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

কে আমি





কোথায় যাবো বলো ?
নদী তো সমুদ্রের খোঁজে
মেঘ হিমালয়ে ... দু এক ফোঁটা বৃষ্টির দাগ
 ভাঙ্গা চশমার কাঁচে ..।
 মরু পথ পেরোয় স্বপ্ন গুলি রোজ
রেড সিগন্যালে আটকে আমার ক্যানভাস ।।
কে আমি ? কে ....? প্রতিদিন হেরে যাওয়া পথিক
শিরদাঁড়াহীন কেঁচোও জানে মাটির গন্ধ  ....
আমার ভিতর ফাঁকা কলসে এক ফোটা বাষ্প নেই
দেশলাই খাপে বন্দী স্বপ্ন .... ।
ফের প্রশ্ন উঠে .... কে আমি ?
কার আমি ? প্রেমের ,তাদের নাকি তোমার ...?
 নাহ আমি তো আমারও নয় ,তবে ?
এক ফোটা ঘাম বৃষ্টি হয়ে ঝরে ...... ।।

বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

অন্য আমি



রাতের শরীরে এখন নীলচে স্বপ্নের দৌড় ,
সাজ বাতি নিভে গেছে কাল বৈশাখী মেঘে ,
ফুলের সুবাস ছিঁড়ে খায় মাছি নাকি মৌ ?
প্রেম প্রেম ফাঁদ।তবে সুপ্ত থাক ,চাঁদ দেখে ।।

ওরাও শুনাবে প্রতিশ্রুতির ফের গল্প
ছাপা নাকি ধাপ্পা ? ভাত নেই ত !
সবুজ ফেরাতে মরুও তখন মুখ ভারী
তখনও হারিয়ে  ফিরে আসার ইন্তেজারী ।।

লাশের মিছিলে আমিও ততদিনে হাঁটছি রাজপথ
মেঘের কোলে রোদ রেখেছি,বাঁধ ভাঙ্গে যদি স্রোত ?
তবে চতুর্থ বিশ্ব নাম দিও তার ,
ভেঙে ছুড়ে ফেলে প্রাচীর ,তবুও থাকবে কাঁটাতার ।।

শনিবার, ২ মার্চ, ২০১৯

চশমা(২১)





ক্ষুদার্ত চোখে তখন গোলাপি অঙ্গীকার ।
পৃথিবীর মানচিত্রে নিখোঁজ "ভালোবাসা"
কবরের ভিতরে বৃষ্টি চায় দু চোখ ।।

স্থানীয় সংবাদে ব্রেকিং নিউজ হয়নি
মৃত্যুর পাওনা ,ছাপা ভোটে বিক্রি গেছে দেশ ।।

মেরুদণ্ড গুলো বেঁকে গেছে
পান্তাভাতের জলে আঙুল ডুবিয়ে
লবণ সত্যাগ্রহে পেয়াঁজ খোসার বিদ্রোহ ।।

ফটোফ্রেমে বেঁধে রাখা শেষ চুমু মেশানো
মেকি ভালো লাগার গন্ধে "বেলা শেষ"।।

বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

ফিনিক্স :জ্যোতির্ময়



   

নিকোটিনের ধূসর ধোঁয়ায় আমার শহর ।
রাত জাগা দুটি চোখে শুধু স্বপ্নের ফসিলস ।
ঠিকানা হীন মনে হাজার ইচ্ছের বসবাস ।
জ্বলতে থাকা আগুন গভীরেই থেকে যায়
 রোদ তো রোজ আসে আমার জানালায়
তবুও ছায়া গুলো ফের ছায়াতেই হারায় ।।

##
ঘামের নোনতা গন্ধে লাল নদীর সিগন্যাল ।
বারুদ কিংবা বোমায় মিছিল চাইছি না
স্বপ্নের হাত ধরে এক পা এগিয়ে চলা
গভীরে লুকানো কথা গুলো ফের নতুন করে বলা 
মৃত স্বপ্ন গুলোর ঠিকানা রেখে যাওয়া ।
  নিভে যাওয়া দীপে জ্বলবে আবার আগুন
অন্ধকারে ঠিক পথ খুঁজে নেব
  জানি ফুলে ফুলে ভরে উঠবেই ফাল্গুন ।।

27/02/2017

মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯

জীবনাঙ্ক :জ্যোতির্ময়

"আরো একবার হিসাব নিকেশ
      কত ধানে কত চাল ,নাকি বেলা শেষ ।"

#জীবনাঙ্ক
***********

                @জ্যোতির্ময় রায়

##
ছক কাঁটা সমীকরণে  উত্তর মেলেনি কারো
দিগন্তে সূর্য্য ডুবে গেছে
চোশমার আড়ালে খোঁজে গোধূলির আলো ।।
কাটাকুটি খেলায় বাদ দেবার কঠিন হিসাবে
স্বপ্নরা অর্ধমৃত ।।

##
ভালোবাসার চাওয়া পাওয়ার হিসেবে
জীতে নেওয়া মন ..
দূর থেকে আরো দূরে চলে গেছে
বুঝতে পারেনি কেউ ,নিকোটিনে
পুড়েছে কখন ।।

##

সহজ সরল গণিতে গুন আর ভাগ
যোগ বিয়োগে ..চলে যাচ্ছে সময়
ব্যস্ত তুমিও নদীর মতো
না বলা কথার পাহাড়ে জমেছে যন্ত্রনার  বালুচর
চোখের সামনেই প্রশ্ন জাগে
আপন কে ছিল তোমার ?কে হলো পর ?

##
জটিল রাশিতে আবার জ্যামেতিক পরিমাপ
অতীত থেকে স্মৃতি টেনে ,ভবিষ্যতের করছো হিসাব।
নিজের কাছেই প্রশ্ন করছো ,খুঁজছো উত্তর
মিলছে না অঙ্ক তবুও ,অনেক কাঁটাকাটিরও পর ।।

##
 জটিল রাশিটাকে করে নাও সহজ
উৎপাদকে বিশ্লেষণ হোক কষ্ট গুলোকে সব
বর্তমানকে ভালোবাসতে শেখো
             এটাই যে বাস্তব ।।

রবিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৯

দেবাদিদেব মহাদেব: জ্যোতির্ময়



##
নিকোটিনে সভ্যতা পুড়ছে ।
ধোঁয়াশা রাস্তাটা নরকঙ্কাল।
ছাই ভষ্ম গায়ে মেখে উৎমাত হিমালয়ে
কিছু আঙ্গুল ফুলের মালা ।
ছিলিম হাতে মাথায় জট
আরো আগুন চাই ,আরো  চোখে আগুন
ধুতুরা ফুলে ভরে যাক ফাল্গুন ।।

##
"শিবের মতো বর চাই " তোমার আবদার ।
গায়ে আগুন দিল সদ্য বিয়ে হওয়া মেয়েটা
ধর্ষিত সেই মেয়টাও ,একা বাস্ট স্টপে ।
লাল শাড়িতে উপোস ছিল।

##
 বারুদের নয় ঘামের দাম চাই
মিছিলের মুখ গুলো রুক্ষ্ম ।
মুষ্টি বদ্ধ হাতে আগুন কই ?
দেবাদিদেব রুদ্র দেবের প্রতীক্ষা
গ্রীষ্মের তাপ দাহে চম্পা ফুটবে কবে ??

২৪/০২/১৭

মরচে :জ্যোতির্ময়



আরও একটু আগুনে পুড়িয়ে দিও মন ।
ধুলোবালির সংসারে ওসব বাড়তি ওজন
 ইস্তেহারে চেপে গেছে দেওয়ালের মুখ,সুখ
কমদামী স্বপ্নের চেয়েও দু মুঠো ভাতের চাহিদায় ।।

তোমার ওষ্ঠে যে ভূমিকম্পে পারদও
বুঝে নেয় যোনি'ত চাহিদার স্লোপ ।
সেগুলো মিথ্যে। আমার ঘাম চেনে শুধুই ভিতরের উষ্ণতা ।।

এর থেকে শুরু হোক বিশ্বযুদ্ধ । আগুনে পুড়বে
বানানো কথার কারুকার্য ।অনুভূতি মাপবে
  ভিটে ,কোন আকাশে বৃষ্টি হয়ে গেছে ভালোলাগার বাহানা ।।

আমি মরার আগে মরবো ফের ।
যৌনতার নতিতে প্রেমকে পরকীয়া বিশেষণে নয়
 কিছু রক্ত মুখী গোলাপের পবিত্রতায় আচর কেটে ।।

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯

বাংলা আমার: জ্যোতির্ময় রায়


শহর সেজেছে রুপোলি চাঁদের আলোয় ।শোনো...
মুখের ভিতর জমছে কথা ।রবীন্দ্রনাথ কেউ গাইছে যেন ।।

আমিও প্রথম ডেকেছি "মা " যে ভাষাতে
তেত্রিশ কোটির মুখের বুলি সে ,আমার রোজের "না বলা কথা তে" ।।

রক্তেও আছে সে সুর ,পৃথিবীর শ্রেষ্ঠ মধুর ভাষা ,
বাংলা ও বাঙালি পরিচয় আমার ,সে'ই গর্ব সেটাই ভালোবাসা ।।

হাজার রাত্রি নামুক ,কিংবা ঝড় ।ইংলিশে ...
বলতে সবাই পারে ,বাংলা বলাটাও আর্ট।আছে রক্তে মিশে।।



(নিকোটিনে প্রকাশিত )

শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৯

প্রজাতন্ত্র : জ্যোতির্ময়



           

#
উড়ছে ..হ্যাঁ ওই তেরঙ্গা উড়ছে
আর্ত পৃথিবীর অ্যাবনরম্যাল হার্ট বিট
কি ওই বাতাসের স্নিগ্ধতায় মাপা যায় ?
ওরা জানে ওরা স্বাধীন ,ওরা জানে ওরা প্রজা
আর রাজা ??
গল্পের রাজা বাস্তবতায়
শিশুটি আজ বড়ো হয়েছে ,হবেও
আর সত্যিটা ঠিক ঢাকা পড়ে যাবে আজকের মতো
সেও এখন হাততালি দিচ্ছে
আর সেই প্রশ্নটা "রাজা তোর কাপড় কোথায় ?"
সেও ভুলে গেছে ।
আসলে ভুলে কেউ যায় না
জীবনের যোগ ভাগের সমাধান করতে গিয়ে
 গুলিয়ে ফেলেছে সেও ।।

যে মহাদেশের ইতিহাস প্রজার রক্তেই লেখা হয়
প্রজা কি তবুও সংবিধানের সবটুকু অধিকার পায় ??

২৬/০১/২০১৭

বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৯

ধ্বংস হবে তুমিও: জ্যোতির্ময়



একটু জল চাই ,একটু নির্মল বাতাস
একটা মুক্ত আকাশ ....একফালি রোদে
ঘামের স্নানে ...স্যাঁতস্যাঁতে নিশ্বাস
ইট পাথরের ইমারতে আমার লাশ
শিল্প নিদের্শনা ...কোটি টাকার ব্যবসা
মেঘমোল্লার দেশে জলপরী ..
দিয়েছে চিঠি বেনামে ...
মেরুদন্ডে জাইলেম তন্তুতে তৃষ্ণা
মাটির শরীর ফেটে কাঠ ...l
তোমার বুলি রোজ শুনি ,কান গেছে পচে
"গাছ লাগান প্রাণ বাঁচান "
ইকোসিস্টেমে বিলুপ্ত সরীসৃপের ফসিলস
তোমাদের রিসার্চ এর বিষয়
"কই একবারও মনে কি মনে করেছো আমায় ?"
সব শুধু দেওয়াল লিখন কিংবা পত্রিকায়
 আল্ট্রা ভায়োলেট রে তে কম্পিত স্কিন
ভয়টা তোমার ....অথচ প্রযুক্তি তোমার নেশা
সূর্য্যের বিকিরিত রশ্মিতে গ্লোবল ওয়ার্মিং
আমি চাই না .....সমূদ্র গ্রাস করুক তাজা প্রাণ
......তোমার সৃষ্টি ..তোমার প্রযুক্তি l
সোনালী রোদ্দুরে একটু হাসি চাই
একটা শান্ত ছায়ায় পথিকের বিশ্রাম l
তুমি প্রযুক্তি ফলাও বাঁধা নেই ...
আমার রক্তে চেয়েও না 
সুখের ক্যানভাস ....l
তুমি এনভাইরোনমেন্ট (environment) এর
ক্রমপর্যায় বর্ধিত মান এনট্রপির
ছেলে খেলায় ধ্বংস হয়ে যাবে l
ডাইনোসরের মতো .....একদিন l

রবিবার, ২০ জানুয়ারী, ২০১৯

কাগজ :জ্যোতির্ময়

এবং ফাঁদ পাতা আছে ...।
তুমি যে পথে হেঁটেছিলে
সে পথে শেষান্তে হয়তো মরুদ্যান।
"স্বপ্ন ভেঙে গেছে তারপর " ।।

লাল লাল আবিরে দোল খেলা,
জানালায় তখন আলোর উঁকি
সাদা কাগজে হিসেব'এ কাটাকুটি
তুমি জিতবে ভেবেছিলে ,কিন্তু ভেলকিবাজি ।।

বোকা বোকা চোখে তখন স্বপ্নের দাবি ,
"ভালোবাসি" মিথ্যে ? নাকি শরীর সব'ই ।
আলো নিভে আসে এরপর ,মৃত আত্মরা গল্প লেখে
"ভুল! ,সব'ই কি ভুল ? নাকি "কার্ভা দেল ডায়াবলো"।।


শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯

ইন্তেজারী:জ্যোতির্ময়

সন্ধ্যে নামে এরপর ।
    দিনের আলো ফ্যাকাসে হয় দিগন্তে ।
আবছায়াতে লুকোচুরি করে
     ইচ্ছে প্রদীপ ।।

সেই ছেলেটিও পুষে রাখে কথা
 তারপর তাসের দেশে একা দুক্কা
   কিংবা শেষ দানে মন্ত্রী গেছে খোঁয়া ।
অন্য দেশে তখন ভূমিকম্পে হিমালয় উঠে জেগে ।।

রাত্রিকালীন যৌনতায় কিছু যায় আসে না
শেষ চুমু'ই ভুলে গেছে ঘামের গন্ধ ।
  ঘুমহীন চোখে "না" এর ইন্তেজারী
 উত্তর সে পায় না ,
পায় শুধু নিস্তব্ধতা ।।


সোমবার, ১৪ জানুয়ারী, ২০১৯

মিছিল: জ্যোতির্ময়

রাতের শরীরে এখন নীলচে স্বপ্নের দৌড় ,
সাজ বাতি নিভে গেছে কাল বৈশাখী মেঘে ,
ফুলের সুবাস ছিঁড়ে খায় মাছি নাকি মৌ ?
প্রেম প্রেম ফাঁদ।তবে সুপ্ত থাক ,চাঁদ দেখে ।।

ওরাও শুনাবে প্রতিশ্রুতির ফের গল্প
ছাপা নাকি ধাপ্পা ? ভাত নেই ত !
সবুজ ফেরাতে মরুও তখন মুখ ভারী
তখনও হারিয়ে  ফিরে আসার ইন্তেজারী ।।

লাশের মিছিলে আমিও ততদিনে হাঁটছি রাজপথ
মেঘের কোলে রোদ রেখেছি,বাঁধ ভাঙ্গে যদি স্রোত ?
তবে চতুর্থ বিশ্ব নাম দিও তার ,
ভেঙে ছুড়ে ফেলে প্রাচীর ,তবুও থাকবে কাঁটাতার ।।

প্রস্তুতি:জ্যোতির্ময়

পুরোনো লেখা



##
বিজ্ঞান আশীর্বাদ না অভিশাপ ?
প্রশ্নটা চিরকালের ..বইয়ে পাতায় প্রবন্ধ ,
হাতের মুঠোয় বন্ধি আজ বিশ্ববহ্মান্ড।।
গাছ লাগান প্রাণ বাঁচান পোস্টারে বৃক্ষ ফসিলস্ ।

##
বারুদের পোড়া গন্ধটা পাচ্ছ কি ?
অহেতুক মিছিল আর হরতালে সভ্যতার লাশ ।
বিরোধীদের কাজ তো ঠিকটাকেও  ভুল করা।
আর নিউজ পেপার গুলো এক শব্দে বস্তাপচা মহাকাব্য ।।
রক্তের যে উষ্ণতাটা ছিল আজ নেই
 জমাট বেঁধে গেছে তরুনের রক্ত ।।

##
প্রস্তুত হও ..
প্রস্তুত হও আবার
 নিকোটিনে অনেকটা কেটে গেছে দিন ।
আর একটা বিশ্বযুদ্ধের হাওয়া বইছে ।
রক্তিম প্রভাতে সূর্য্যের আলোক রশ্মীতেও
যুদ্ধাগমনী গান ।
লাশের মিছিলে ঝলসানো রুটিও জুড়াবে প্রাণ।।

##
পারমানবিক শক্তিতে ক্ষমতা 
রোবোটি যুদ্ধ জাহাজে উড়ছে ধ্বংস পতাকা ।
সুপার পাওয়ার বেশী আছে কার
তারই পর্দশন ।
টেকনোলজিটা নাকি চরম সীমায়
       সামনে সভ্যতার পতন ।।

শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯

শীত এলেই: জ্যোতির্ময়





শীত এলেই ওই শহরের ফাঁকা রাস্তার ল্যাম্পপোস্টটা
একা পাহারাদার ,দোকানে ঝাঁপ নামানো
রাস্তার ওই ঠিকানাহীন মানুষগুলো কাঁপতে থাকে
শীতে ,ওদের দু-মুঠো ভাত জোটে না ,কাপড় পাবে কোথায় ?
কয়েকটা মাতাল আবার তখন অন্য পৃথিবীর লোক ফাঁকা ওই রাস্তায় ।।

##
শীত এলেই ম্যাঁচম্যাঁচে দিনে কম্বলটা সম্বল
কোলবালিশটা জড়িয়ে একটু প্রেমিকার উষ্ণ ছোঁয়া
এক চাদরে ভিক্টোরিয়া কিংবা ইকোপার্কে জমে প্রেম
পুরোনো স্মৃতির হাত ধরে ,রূপকথারদেশে ভেসে যাওয়া ।
শীত এলেই এবার সরস্বতী পুজোয় শাড়ি পড়ে দেখবো তোমায় ।।

##
বাপ্পাদার চায়ের দোকানে জমে ভিড়
হাঁড়কাপানো ঠান্ডায় উত্তপ্ত আলোচনা
জ্বলন্ত সিগারেট হাতে জাহির পান্ডিত্য
রাজনীতি বলো কিংবা ধর্ম দুটোতেই দখল
শীত এলেই স্নান ঠান্ডা জলে স্নান ,
সাহস আছে কি বল ??

শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৯

আরো একটু উষ্ণতা চাই: জ্যোতির্ময়


##
রাতের শহরে ..নিস্তব্ধতায় দাঁড়িয়ে ল্যাম্পপোস্ট
দু একটা কুকুরের উদ্দাম উল্লাসে ঘুম ভাঙ্গে না
বাড়ির ছাদে চাঁদ উঁকি মেরে চলে যায় ।।
পরিষ্কার আকাশে তারারা বুঝি পাহারাদার ।
শীতের রাত ..দু একটা গাড়ি ছাড়া জন শূন্য রাস্তা ।
..চৌমাথা মোড়ে দু একটা মাতাল অন্য পৃথিবীর লোক ।।
##
"আরো একটু কাছে এসো ,আরো কাছে
তোমার শরীরের উষ্ণতাকে ছুঁতে দাও
জমে যাওয়া শরীর আমার তোমার শরীরে
স্বর্ণ লতার মতো উঠবে বেয়ে ।"
##
ছেঁড়া কম্বলে রাত কাটে ,ফুটপাতে
ঠান্ডা লাগলে কি হবে অভ্যেস হয়ে গেছে ।।
কাগজ পুড়িয়ে হাতপা সেঁকে নেওয়া ।।
##
আরো একটু উষ্ণতা চাই ,হ্যাঁ প্রখঢ় তাপদাহ
ওই মিছিলের মুষ্টি বদ্ধ হাতে ,ক্ষুধার্ত ওই
মানুষের মুখে ..চিৎকারে ,আর্তনাদে
পুড়ে যেতে শীতের রাতে রাজার কম্বল ।।

রবিবার, ৩০ ডিসেম্বর, ২০১৮

জীবনাঙ্ক



                @জ্যোতির্ময় রায়

##
ছক কাঁটা সমীকরণে  উত্তর মেলেনি কারো
দিগন্তে সূর্য্য ডুবে গেছে
চোশমার আড়ালে খোঁজে গোধূলির আলো ।।
কাটাকুটি খেলায় বাদ দেবার কঠিন হিসাবে
স্বপ্নরা অর্ধমৃত ।।

##
ভালোবাসার চাওয়া পাওয়ার হিসেবে
জীতে নেওয়া মন ..
দূর থেকে আরো দূরে চলে গেছে
বুঝতে পারেনি কেউ ,নিকোটিনে
পুড়েছে কখন ।।

##

সহজ সরল গণিতে গুন আর ভাগ
যোগ বিয়োগে ..চলে যাচ্ছে সময়
ব্যস্ত তুমিও নদীর মতো
না বলা কথার পাহাড়ে জমেছে যন্ত্রনার  বালুচর
চোখের সামনেই প্রশ্ন জাগে
আপন কে ছিল তোমার ?কে হলো পর ?

##
জটিল রাশিতে আবার জ্যামেতিক পরিমাপ
অতীত থেকে স্মৃতি টেনে ,ভবিষ্যতের করছো হিসাব।
নিজের কাছেই প্রশ্ন করছো ,খুঁজছো উত্তর
মিলছে না অঙ্ক তবুও ,অনেক কাঁটাকাটিরও পর ।।

##
 জটিল রাশিটাকে করে নাও সহজ
উৎপাদকে বিশ্লেষণ হোক কষ্ট গুলোকে সব
বর্তমানকে ভালোবাসতে শেখো
             এটাই যে বাস্তব ।।