##
রাতের শহরে ..নিস্তব্ধতায় দাঁড়িয়ে ল্যাম্পপোস্ট
দু একটা কুকুরের উদ্দাম উল্লাসে ঘুম ভাঙ্গে না
বাড়ির ছাদে চাঁদ উঁকি মেরে চলে যায় ।।
পরিষ্কার আকাশে তারারা বুঝি পাহারাদার ।
শীতের রাত ..দু একটা গাড়ি ছাড়া জন শূন্য রাস্তা ।
..চৌমাথা মোড়ে দু একটা মাতাল অন্য পৃথিবীর লোক ।।
##
"আরো একটু কাছে এসো ,আরো কাছে
তোমার শরীরের উষ্ণতাকে ছুঁতে দাও
জমে যাওয়া শরীর আমার তোমার শরীরে
স্বর্ণ লতার মতো উঠবে বেয়ে ।"
##
ছেঁড়া কম্বলে রাত কাটে ,ফুটপাতে
ঠান্ডা লাগলে কি হবে অভ্যেস হয়ে গেছে ।।
কাগজ পুড়িয়ে হাতপা সেঁকে নেওয়া ।।
##
আরো একটু উষ্ণতা চাই ,হ্যাঁ প্রখঢ় তাপদাহ
ওই মিছিলের মুষ্টি বদ্ধ হাতে ,ক্ষুধার্ত ওই
মানুষের মুখে ..চিৎকারে ,আর্তনাদে
পুড়ে যেতে শীতের রাতে রাজার কম্বল ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন