এই ব্লগটি সন্ধান করুন

ইন সার্চ অফ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ইন সার্চ অফ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

দ্বিঘাত সমীকরণ :জ্যোতির্ময়



অঙ্ক ....জীবনের
সব সমাধান ক্রিটিক্যাল l
Answer গুলি স্বচ্ছ মুক্তোর মতো
এরিথম্যাটিক মিন (mean) নিয়ে পথ চলা l
নির্দিষ্টের মধ্যে নির্দিষ্টকে খুঁজে
বের করাই জীবনের লক্ষ্য l
তবুও ভুল হয় ...কমন নিতে
ভুলে যাই "দুঃখ অথবা সুখ বলো
সব তো আপেক্ষিক "l
দ্বিঘাত সমীকরণ যে ...
আমরা দুঃখের উত্তরটাকে প্রাধান্য দেই ,
তাই তো সুখটা চাপা পড়ে যায়
আর হা হুতাশ করি ...নিজেকে একা ভাবতে থাকি তখন
যদি সুখটাকে বেশী প্রাধান্য দিয়ে
দুঃখটাকে আবেশিত করি
তবে গ্রাফের(graph) নতিটা বদলে যায়
একটা নিদির্ষ্ট সমাধান থাকে l
তবুও ভুল করি
      উত্তর নিবার্চনে l
তখন পুরো ব্যপারটাই গোলমেলে হয়ে যায় l
মাথায় ঠিক ঢোকে না l
 সঠিক উত্তর দুর্বিষহ হয়
      জটিল রাশির আগমন
আর স্নায়বিক আঘাতে আক্রান্ত
        মনটা মুক্তি চায় ...
কিন্তু আবদ্ধ বাস্তবের দ্বিঘাত সমীকরণে ,
তাই কয়েক ফোঁটা অশ্রু ঝরে গোপনে l

মঙ্গলবার, ১২ মার্চ, ২০১৯

দ্বিঘাত সমীকরণ :জ্যোতির্ময়



অঙ্ক ....জীবনের
সব সমাধান ক্রিটিক্যাল l
Answer গুলি স্বচ্ছ মুক্তোর মতো
এরিথম্যাটিক মিন (mean) নিয়ে পথ চলা l
নির্দিষ্টের মধ্যে নির্দিষ্টকে খুঁজে
বের করাই জীবনের লক্ষ্য l
তবুও ভুল হয় ...কমন নিতে
ভুলে যাই "দুঃখ অথবা সুখ বলো
সব তো আপেক্ষিক "l
দ্বিঘাত সমীকরণ যে ...
আমরা দুঃখের উত্তরটাকে প্রাধান্য দেই ,
তাই তো সুখটা চাপা পড়ে যায়
আর হা হুতাশ করি ...নিজেকে একা ভাবতে থাকি তখন
যদি সুখটাকে বেশী প্রাধান্য দিয়ে
দুঃখটাকে আবেশিত করি
তবে গ্রাফের(graph) নতিটা বদলে যায়
একটা নিদির্ষ্ট সমাধান থাকে l
তবুও ভুল করি
      উত্তর নিবার্চনে l
তখন পুরো ব্যপারটাই গোলমেলে হয়ে যায় l
মাথায় ঠিক ঢোকে না l
 সঠিক উত্তর দুর্বিষহ হয়
      জটিল রাশির আগমন
আর স্নায়বিক আঘাতে আক্রান্ত
        মনটা মুক্তি চায় ...
কিন্তু আবদ্ধ বাস্তবের দ্বিঘাত সমীকরণে ,
তাই কয়েক ফোঁটা অশ্রু ঝরে গোপনে l

সোমবার, ১১ মার্চ, ২০১৯

আলো/অন্ধকার : জ্যোতির্ময়




এক্স=শূন্য/ইনফিনিটি ধরে

একটা ডোরাকাটা বাঘ ছালে ছোঁয়াচে রামধনু ।
ফানুস কিংবা চাঁদ ,অল্প দামের তরকারি ভাতে দুপুর ।
ল্যাম্পপোস্টে ইস্তেহার "সূর্য উঠবে বলে"
ল্যান্ড মাইনে পা রাখে সৈনিক ।
গলির মোড়ে দীপাই এখন রাতের রজনী গন্ধা ।
সস্তায় শরীর বেঁচে ,হায়নার আচর বুকে নিয়ে ।

বানভাসি এবার শহর থেকে গ্রাম ।
রাজনীতি কিংবা ধর্মীয় রীতিতে বিক্রি
ত্রাণশিবির ।আর নিউজ
"মেয়েটা ধর্ষিত কিংবা সমাজ বলে 'নষ্টা'।

আলোতে অন্ধকার ,আর অন্ধকারে আলো যেন
বিপ্রতীপ কোণের পরিমাপে
চুমুর ফারাক প্রেমীকি ফসিলস গুলো ।
এক্স তখন গতিপথ থেকে
 বেরিয়ে E=mc2 এর সূত্রে পরিপূরক ।।

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮

স্বপ্ন চোখ



      পাহাড়ি নদী ।
      ঝর্ণা জল এবার "তুই কিছু বল" ।
সাপেছোবল নাকি ইস্ট্রোজেনেটেস্টি।
(নো অবজেক্টসন অন ইউর হিস্ট্রি,ওনলি কেমেস্ট্রি )
     উষ্ণপারদ ছুঁয়ে যায় শরীর যদি ।।

চুমু/চুরমুর। রোদে পোড়া খেঁজুর ।
প্রেম প্রেম গন্ধে ভরা ডাকটিকিট।
  ছায়াপথে নেমে ,ভুল কুড়িয়ে "কোনটা ঠিক?"
তবুও এক চাদরে ফের তাজমহল।
  ঘাম মিশেছে জলে ,জল মেপেছে কত তল ?

বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১৮

চাঁদ কিংবা ফানুস

#চাঁদ_কিংবা_ফানুস

©জ্যোতির্ময় রায়



 মেঘহীন বৃষ্টিপাত (একটা শীতকালীন সকাল)
 চাদরে জড়িয়ে রোদ ছুঁয়েছে নরম ঘাস ।
     চাঁদ @ফানুস
     রিউমেটিক বিদ্রোহ
         তোমার
          দেওয়াল
             লিখন
             জু ড়ে
'আমার হরমোনেটিক এক্সপ্রেশন (?)= গোলাপী ক্যানভাস ।।


(সিন্যাপস ওয়েব ম্যাগ এ প্রকাশিত )

বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

অ্যাসকরবিক

#অ্যাসকরবিক



©জ্যোতির্ময় রায়

মৃত ঘোষণা করলো তারপর ।
            থেরাপিউটিক ইন্ডেক্স'এ
পয়জনেটিক পোয়েট্রিরা >নির্বাসিত ।
মানচিত্রহীন পৃথিবীর বুকে নেগেটিভ স্লোপ ।।
         
            "একটা ভু মি ক ম্প "
পোশাকি থাবায় প্রেম প্রেম সুগন্ধি ।।


(সিন্যাপস ওয়েব ম্যাগ এ প্রকাশিত ) 

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

এক শব্দে কবিতা









"আত্মাত্ম" 






©জ্যোতির্ময় রায়(18/10/17)


আত্ম+ আত্ম = আত্মত্ম (ভগবান) আবার ভালোবাসার সংজ্ঞা ও বলা যেতে পারে একে ।।আরো ব্যাখ্যা করা যায় এর ।সম্পূর্ণটা দিলাম না ওটা তোলা থাকলো ,#ইন_সার্চ_অফ বইটির জন্য ।।