এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮

স্বপ্ন চোখ



      পাহাড়ি নদী ।
      ঝর্ণা জল এবার "তুই কিছু বল" ।
সাপেছোবল নাকি ইস্ট্রোজেনেটেস্টি।
(নো অবজেক্টসন অন ইউর হিস্ট্রি,ওনলি কেমেস্ট্রি )
     উষ্ণপারদ ছুঁয়ে যায় শরীর যদি ।।

চুমু/চুরমুর। রোদে পোড়া খেঁজুর ।
প্রেম প্রেম গন্ধে ভরা ডাকটিকিট।
  ছায়াপথে নেমে ,ভুল কুড়িয়ে "কোনটা ঠিক?"
তবুও এক চাদরে ফের তাজমহল।
  ঘাম মিশেছে জলে ,জল মেপেছে কত তল ?

কোন মন্তব্য নেই: