এই ব্লগটি সন্ধান করুন

চশমা দ্বিতীয় পর্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
চশমা দ্বিতীয় পর্ব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০

মৃত প্রায়...

 





যে রাজপথ মানুষ খুনের নেয়নি'কো  দায়,

ভোটের দামে যে রাষ্ট্র রাজনৈতিক হয়ে যায়।

এমন মানচিত্র ভেঙে চুরমার হয়ে গেছে বারংবার

এমন দেশে বিক্রি গেছে বারংবার ...


যে মিডিয়া চোখে নেতাদের চমশা পরে 

খেটে খাওয়া মানুষই না খেয়ে মরে

এমন সমাজ বারংবার পৃথিবীর বুকে ধ্বংসপ্রায় 

এমন প্রজাতি আজও বিলুপ্তপ্রায় ...


যে প্রেম আজও চেয়েছে শুধুই শরীর প্রতিবারে

কমে গেছে কথা তত সরে গেছে  বহুদূরে

এমন প্রেমে যারা ভালোবাসাকে দিয়েছে দায়

এমন প্রেমই কত মানুষ শুধু খুন হয়ে যায়।।


শুক্রবার, ২১ জুন, ২০১৯

সাপ লুডো :জ্যোতির্ময়



প্রজাপতি হয়ে গেছে শুঁয়োপোকা মন।ছেলেবেলা ।
ভীষণ প্রিয়ছিল তার,সাপ লুডোর খেলা।

এখন হেঁটে গেছে পথ।ভিনদেশি ছদ্মবেশ ।
হাতছানিতে কপাল ভিজেছে,বৃষ্টি ভেজার রেশ।।

মেঘের আড়ালে লুকিয়ে রাখে,অভিমান,দিয়ে সায়।
বইয়ে পাতায় মুখ লুকিয়ে ,ফিরে যাওয়ার আবাধতায় ।।

আমার শহর তখন রাত জেগে, তারা গুনে রাখে...
সকালবেলার রোদ ভিজে,মন,জানলা হয়ে থাকে ।।

মঙ্গলবার, ৪ জুন, ২০১৯

রিগ্রেসী

"ভীষণ ভাবে নষ্ট করে দিও" হিসেব কিসে ?
আদরে ,ঠোঁট ছুঁয়ে থাক ঠোঁটে ,জলছবির কার্নিশে ।।

রাত মাখা শরীর তার,রুমাল ভেঁজা ঘাম,
উষ্ণ হয় শরীর ভীষণ,মাছির ভিড়ে ট্রাফিক জ্যাম ।।

ভালোবাসা বলে চালিয়ে দেওয়া যায়,অনায়াসে,
ফ্ল্যাট করে ,জল জমেছে শহরতলির নিকাশে ।।

রোজ রাতে হাত দিয়ে সব সাফাই,তার ,
পর্ণ এখন ভীষণ পণ্য,প্রমোশন সবার ।।


বুধবার, ২৯ মে, ২০১৯

আঁচড়(১)





দূরত্ব বজায় রাখে তারা আজকাল,
 বিকেলের রোদে গা ভেঁজানো চাঁদ ...

ভালোবাসা ভেবেছিল মেয়েটি,
   কাপড় চিঁড়েছে হিংস্র কোনো হাত

রাজপথে নেমে আসে ভালোবাসা
                  যৌন গন্ধি নিরামিষ আঙ্গুল ।

ভিড়ের মাঝে একলা হেঁটেছে পথ
                       সে'ভুল ...


অতীত


কথা গুলো কেটে গেছে

সময় গুনছে বয়সের মাপকাঠি

আর সেই চৌরাস্তায় অপেক্ষা করে না
             ভিড়ের মাঝে বেশ একলা হাঁটি

বিচ্ছেদের উপর সাহস দেখাই চুমুর
 দেখা হলে ভুল করে ,ক্ষমা চেয়ে নেব পরঃজন্মের কাছে

এখন বেঁচে থাকার আয়নায় ,
              আমিও ভীষণ ছদ্মবেশি

ভীষণ হরতাল রাজপথে আজ
        পারদ মাপে হিপোক্রেসি

বুধবার, ১৫ মে, ২০১৯

উল্টে দেখো পাল্টে গেছে

#রাত বাড়তে থাকে তারপর ।হায়নারা শিকার খোঁজে ....নরম শরীরের ।

#পোশাকি মুখোশ খুলে দেওয়া হয় ,পেয়াঁজ ভাঁজা গন্ধে জিভের নজর কারে 36"32"36"  এর কার্ভ ।।

#আড় চোখে ওভাবে তাকানোটা আর্ট নয় ,তারচে সারা গায়ে হলুদের আঁচর কেটেদি ,ফুল সজ্জা পর্যন্ত ।।

#অন্ধকারে হাতড়ে দেখো উঁচু উঁচু পাহাড় অভিমানের আগুন ছুঁয়েছে ,ঘামের চাহিদায় ।।

#বিকেলের সেই অফিস ফেরৎ মানুষটা ,কচি পাঠার মাংসের গন্ধে ফের করা নেড়েছে রাত দুপুরে দরজায় কারো ।।


শনিবার, ১১ মে, ২০১৯

রাত



নিঃস্তব্ধ প্রান্তর ...শূন্যতা ঘিরে রাখা চোখ ,
আমার শরীরে  কংক্রিট ক্রাশ ,বাঁশ ,পাছায় ...
ওরা রক্ত মাংস খাবে ,নরম শরীরে থাবায় ।।

পারদের উচ্চতা মাপে ,লিঙ্গের আভিজাত্য
ওটা ধর্ম-বিজ্ঞানের নীতি ,রাজপথে তরুণী নিহত...।।

পৃথিবীর প্রলয়  নামে ঘড়ির কাঁটায়
তোমারও যোনি'ত আগুন-ফাগুনে
 মুখেশের ভিতর মুখ রেখে চেঁটে পুটে খায় ।।

রাত নামুক তবে ,আলোআঁধারি
আমি ল্যাম্পপোস্টময় যন্ত্রণা ছাড়াই
মৌথুনে বীর্য বিকিয়েছে সংসারী ।।

আঁচড়

"ভীষণ ভাবে নষ্ট করে দিও" হিসেব কিসে ?
আদরে ,ঠোঁট ছুঁয়ে থাক ঠোঁটে ,জলছবির কার্নিশে ।।

রাত মাখা শরীর তার,রুমাল ভেঁজা ঘাম,
উষ্ণ হয় শরীর ভীষণ,মাছির ভিড়ে ট্রাফিক জ্যাম ।।

ভালোবাসা বলে চালিয়ে দেওয়া যায়,অনায়াসে,
ফ্ল্যাট করে ,জল জমেছে শহরতলির নিকাশে ।।

রোজ রাতে হাত দিয়ে সব সাফাই,তার ,
পর্ণ এখন ভীষণ পণ্য,প্রমোশন সবার ।।


রবিবার, ৫ মে, ২০১৯

পরিস্থিতি




ভীষণ ভয় লাগে ভাই ,লিখতে গিয়ে হোঁচট খেয়ে পরি।
মুখে আসে কথা,বলতে মানা,ছেড়া জামায় সেলটেপ মারি।।

কেউ ল্যাংটো হয়ে পাবলিক প্লেসে করে হিসি।
কেউ মেট্রোয় "রঙ্গলিয়ায়'করে নাকি কিসি ।।

সমাজ গেছে নাকি উচ্ছন্নে ,আলিঙ্গনে ।
পৌঢ় নাকি সম্মান পাইনি,"খোঁজ নেই ধর্ষন'এ।।

ভোটের বাজারে ভীষণ দামি প্রতিশ্রুতি,
শহর হয়েছে ভাগ,দু দলে,ভাবছি শালা কোনটা রীতি?

লিখতে বড় ভয় লাগে আজ,ভীষণ সর্দি জ্বরে
ভগবান হাসে,বৃথা স্লোগান তোমার উচ্চ স্বরে ।।

তারচে ,চোখ বুজে এসো রই,পাল্টে যাওয়া দিন।
"আমি প্রেমের গন্ধ মাখি "কিন্তু পরিস্থিতি খুব কঠিন ।।

বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯

প্রহর



একমুঠো আগুন দিও ।পুড়ছে শহর।রংরুটে...
মোমবাতিরা ঘুমাক ।বিজ্ঞাপন ছিড়েছে কেউ ,বুলেটে।।

মিছিলেও ক্লান্ত চোখ ,তার।বোকা স্বপ্নের দাবি
ঘড়ির কাঁটায় পারদ মাপ'ও।কলম চুপ তখন,সব সাবেকি ।।

এর থেকে এসো আগুন তুলে নি হাতে,পথ অবরোধে ।।
সাংবিধানিক বিচার হয় না'ত কখনো।তাই ডাক প্রতিবাদের ।।

উল্টো গুনটি জানো? কাম ডাউন ...
সময় কাটুক জমাট বাধা রক্তে।নিভে যাক আমিষি উনুন ।।

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

প্রহর



একমুঠো আগুন দিও ।পুড়ছে শহর।রংরুটে...
মোমবাতিরা ঘুমাক ।বিজ্ঞাপন ছিড়েছে কেউ ,বুলেটে।।

মিছিলেও ক্লান্ত চোখ ,তার।বোকা স্বপ্নের দাবি
ঘড়ির কাঁটায় পারদ মাপ'ও।কলম চুপ তখন,সব সাবেকি ।।

এর থেকে এসো আগুন তুলে নি হাতে,পথ অবরোধে ।।
সাংবিধানিক বিচার হয় না'ত কখনো।তাই ডাক প্রতিবাদের ।।

উল্টো গুনটি জানো? কাম ডাউন ...
সময় কাটুক জমাট বাধা রক্তে।নিভে যাক আমিষি উনুন ।।

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

শেষ হতে হতে



আজকাল শব্দরাও বড্ড অকেজো,
আর বুকের ভিতর তোলপাড় করে না
শুধুই আঁকি বুঁকি কেঁটে যায় নীরবতায় ।।

রক্তের দাগে পাতা ভেজায়নি কতকাল,
পোয়াতি মনের হঠাৎ পাশ ফিরে শুয়ে থাকা,
আগুনে পুড়েছে কতদিন ,রোদ আসেনি বারান্দায় ।।

দুচোখে আঁকছি রামধনু ,চশমায় জন্মদাগ
বিষাক্ত শরীরে তবে সে ঘৃণা জমানো থাক ।।

ভালোবাসাগুলো যেন কেমন আছে আজ?
সন্ধ্যে হলেই ফেরৎ আসে না আর কেউ
বালির উপর রুমাল ,ভাসিয়ে নিয়ে যায় অন্যঢেউ ।।

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

সোজা হোক শিরদাঁড়া



ক্যামেরায় ঝলসে উঠে মুখ...

পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে দেওয়াল।ভীষণ অনশনে

সব কলম চুপ।বারুদ কিংবা বুলেটে

"নাও গুলি করো,পেতে দিয়েছি বুক"

রাজা তোর কাপড় খুলে ফেলবোই ভীষণ প্রতিজ্ঞা ,
ভীষণ রাগে যুদ্ধ হবে যেদিন শহর,চলবে লড়াই,
                         পিছু হাঁটবো না ।


সোমবার, ২৫ মার্চ, ২০১৯

আগ্রাসিত জঞ্জাল





সে এক কোন  দুপুর রাতে
বিছানা মেপেছে হিংস্র আঙুল ।
ফেনায়িত ছোবলে প্রেম আঁকা ।।

সে'রাতের ফুল সজ্জায়, ভুল সজ্জায়
উপোসি হায়নার নিরামিষ আহারে
শাড়ির ভাঁজে চাঁদ সাজিয়ে রাখা ।।

আগুনে সেঁকে নেওয়া শরীর
বেওয়ারিশ গিলছে পর্ণ,কন্ডোম
মুখে চেঁটে খাওয়া আধখানা পৃথিবী ।

দেওয়ালের ফুটোয় কান পেতে
শোনে বাউল ,দুধ ঢেলে লিঙ্গের মাথায় ।
যে কামে আগুন ,পেয়েছো কি ?

সে অভিশাপে :জ্যোতির্ময় রায়



সেবার বৃষ্টিতে ভিজে গিয়েছিলে
তুমি ।আমার নিরামিষ চোখে
পিরহানার দাঁত বসানো অভিপ্রায়ে ।।

তোমার শরীর বেঁয়ে ,স্তন বেঁয়ে
যে জল গড়িয়ে পড়ছিল স্বর্গ বেয়ে
নখের ডগায়,ঘাম ভিজিয়ে ছিল আমার নোংরা গায়ে ।।

তখন ছাতা উড়িয়ে দিয়ে ইচ্ছে করছিল
জড়িয়ে ধরি ,জড়িয়ে ধরে শুষে নেই
সবটুকু নির্যাস  ।

সে হয়ে ওঠেনি তবে
মুখোশের আড়লে মুখ রেখে
ধর্ষণ করেছি তোমায় ,চোখের পর্দা অন্তর্বাস ।।

আসলে কারো কাছে ভালো থাকাটাও একটা
হিংস্র জন্তুর জঠরে গর্ভবতী হওয়া সাপ ।

তুমি ভেবে ছিলে ভালোবাসা ,
আমার ছিল সর্বনাশের অভিশাপ ।।

শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

কবিতার কাছাকাছি


রাত্রি যত নামতে থাকে
ঘণীভূত হয় ঘুমহীন চোখ ।
তারপর আমিও পাহারাদার লন্ঠনে ...

উপোসি শরীর তখন নিরামিষ
চুমু খেতে পর্নহাবে প্রেম খোঁজে।
পেয়েছে কি তবে ? না ফেরানোর নামে ??

এদিকে রাজপথে প্রকাশ্যে মুখোশ বিক্রি
হচ্ছে সস্তায় ।কবিদের মৃত দেহ পুড়েছে
যোনিতে আগুন জ্বেলে রাখা ।

আসলে ভিতরে পুড়েছে সবাই।
মন পালিয়ে "সেও" একা
"শোক ভুলতে কবিতার কাছাকাছি থাকা"।।

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

সে আকাশ



বৃষ্টি ছুঁয়ে যায়নি শরীর ।
কাঁদামাখা হাতে ফার্ণিমানসার লতা
মাসিকের রক্তে জন্ম নেয় ভ্রূণ ।।

তারাগুলো খসে খসে পরে
শিবলিঙ্গের উপর বীর্যের প্রাচুর্যে
উৎমাত।দেখি মেয়েটি হয়েছে খুন...

মরেনি ,তবুও মরে গেছে সে
প্রেম ছুড়েছে কেউ ডাস্টবিনে ।।

বৃষ্টি হয়নি সেদিন।ঘাস হয়ে যাওয়া মাঠ
জল মেপেছে তল ,তল মাপছে পথ ঘাট ।।


বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০১৯

পা : জ্যোতির্ময়





হেঁটে চলেছে পথ ।প্রান্তর পেরিয়ে প্রান্তর ।
ফোস্কা পড়েছে ঠিকই ,হয়নি জ্বর ।।
পরিসংখ্যায় বলে নাকি দুশো কিলোমিটার ,
মিথ্যে হিসাব। ইতিহাস ঘেঁটে দেখো,যুগএর পর যুগ হিসাব নেই তার ।।

এদিকে বারো হাজার কোটি নিয়ে হওয়া নীরব মোদি।
Vidioconও গ্রাস করেছে পঁচিশ হাজার কোটি ।।
টাকার জোরে ভোট কিনেছে।নাকে তেল সরকার ।
পেয়াঁজ বিক্রি আগুন দামে ।শুধু তারা দাম পায়নি তার ।।

হাতে ঝান্ডা । কেনা পুলিশের ডান্ডা।সে...
ভাত পাইনি কো।তবুও হেঁটে চলা,অধিকার ছিনিয়ে নিতে ।।
আরও আগুন দিও ,আরও বারুদ কিংবা পরমাণু বোমা ।
মিছিল চলবে এভাবেই।রাস্তায় নেমে দেখুক রাজা তার কাপড় আছে কি'না?

অবসর



 (১৪/০৩/১৮)

দেশলাই জ্বালিয়ে দাও একটু'ই ।
সিগারেটেরও ক্লান্তি এসেছে
বিকেলের রোদে গা ভেঁজানো পোড়া গন্ধে ।।

আঙুলের ফাঁকে ফাঁকে সময়
আটকে রেখে পান্তা ভাতের সু-গন্ধি।
বেলার শেষের গান ছুঁয়ে দেখা দিগন্তে ।।

তোমার বাড়ির পথে যায়নি'কো আর,
বৃষ্টি চেয়েছে কথা'রাও ।
মাটি খুঁড়েছে মরণ শীত ঘুমে ।।

দুচোখে লালসি জিভ,
নরম শরীরে বাজারি চাহিদা।
নাহঃ, চায়নি'কো 'সে',ভিজেছে শুধুই ঘামে ।।

সোমবার, ১১ মার্চ, ২০১৯

হঠাৎ ঘুম ভেঙে যাওয়া রাতে: জ্যোতির্ময়



তিনটে তিরিশ ,নিস্তব্ধ পৃথিবী
চোখ খুলেই  দেখি নিথর মৃত্যুর মিছিল ।
বেডের দুপাশে দুজন হয়তো স্বপ্নের দেশে ।
সিলিং ফ্যানের ঘুম পাড়ানি গান ,
পাঁচ ইঞ্চি স্ক্রীনে ফুটে উঠে প্রেমিকার মুখ,
কোলবালিশে জড়ানো তার চিবুক। 
আমার অ্যাড্রিনালিন দেয় যৌবন ডাক ,
জানালার ওপাশে ল্যাম্পপোষ্টে বসা,
রাত পাখিটা গান ভুলে গেছে হয়তো
প্রিয় গানটা ,না হয় হেডফোনে, যতক্ষণ
ইচ্ছে বাজতে থাক ।।