এই ব্লগটি সন্ধান করুন

প্রতিবাদী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রতিবাদী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

অন্ত্ক্ষরা



শিরায় শিরায় লাল নদী
নিউরনের ইলেকট্রিক ইমপালস
মাঝে মাঝে গলিত ভালবাসার লাশ
নিয়ে ভাষাহীন ..নিস্তব্ধতা l
তবুও টকবক্ করে ফুটে নদীর জল
লাখ টাকা খরচ করে বিয়েতে
অথচ রাস্তার খুদার্ত শিশুকে লাথ মারে
প্রতিশ্রুতি দেয় সব ভোটের আগে
আসনে বসে নিজের পকেট ভরে
"জয় কৃষাণ " বলতে কোন মুখে বলে ?
লোক দেখানোর জন্য ?
তার রক্ত যখন চুষে খাঁও মনে থাকে না
"অধিক ফলন ,দাম কম ,আত্মহত্যা
কৃষকের "
নিউজ পেপারের হেডলাইন l
অন্ত:ক্ষরা থেকে  অ্যাড্রিনালিন ক্ষরণ
শরীরের কাঁটা দিয়ে উঠে লোম l

বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৯

মিছিল :জ্যোতির্ময়



           
     
                     ©অচেনা পথিক             
                           (জ্যোতির্ময় )

সামনে ভোট ,রাস্তা জমাট
দলীয় পতাকা হাতে শ্লোগান ,
সঙ্গে প্রতিশ্রুতির একফালি আশকারা l
শুধু "বোতাম টিপে এই চিন্হে ভোট দিন "
কয়েটা পুলিশও দিচ্ছে পাহারা l

যানজটে আটকে নারী সন্তান সম্ভাবনা
লাইন যে অন্তহীন ,প্রসবের যন্ত্রণা l
"জিতলে উন্নয়নে ভরিয়ে দেবো "
চাকরি পাবে সবাই
এ কেমন মন্ত্রণা ?

"গরিবী হাটাও "ঝরেছে আগুনের বাণী
ভ্যাবাচ্যাকা কয়েকটা মুখ
এক বেলা খেয়েই দিন কাটে
কি হবে শুনে এই রূপকথার কাহিনী ?
"চাকরিটা বাঁচতে হবে "
বেকারত্ব কাটল বুঝি .
তাই তুলেছি হাত ....
"বাবু দুটো টাকা দেবেন খাবো একটু শুধু ভাত "l

স্লোগানে ভরে গেছে আকাশ বাতাস
ভোটের সমাগম ,
"সমাজে ঠাঁই কি পাবে ?
ধর্ষিত যে আমার বোন "
     শাস্তি অপরাধীর l
পেটের দায়ে শরীর বিক্রি
স্বামীর অপেরেশন l

হচ্ছে সব ঠিকঠাক ,সব নিয়ম মাফিক ,
যা করছে নেতা ...সব ঠিক ?
আইন যে শুধু মোদের জন্য
টাকার অভাব তাই স্কুল ছুট
 অভাগিনী মা আমার পায় না অন্ন l
মিছিলে আগুন ঠিক জ্বলছে
       বিবর্তনে  সমাজ
 শুধু যে আলো  বড়ই অভাব l l

সোমবার, ২৫ মার্চ, ২০১৯

এ কেমন শিক্ষা?



   

সিলেবাসে বন্দী জীবন
স্বপ্ন গুলো জোনাকি খোঁজে
শিক্ষিত ওরা নম্বরে বিচার করে শিক্ষা,ভালো খারাপ
মানুষ না ও অমানুষ ??
 এসাইমেন্ট অনেক ,স্লট ,সেমিস্টার
 ভাইবা ,.... মানসিক অত্যাচার ।
সবাই সব পারে না ,সবাইকে পারার মতো করে তুলতে হয় .... ।
গলন্ত ম্যাগমায় ফুটতে থাকে কিছু স্বপ্ন ॥
সিস্টেম যে জানে না বলে সিস্টেমিক
এ কেমন শিক্ষা ..... সবাই স্বার্থ বোঝে
 রক্ত ঝরে ,আগুন জ্বলে ,
নিজের নিজেকে করে আত্মহত্যা ?

বুধবার, ৬ মার্চ, ২০১৯

আহ্বান: জ্যোতির্ময়


     

হে তরুণ বলো তুমি কি
পারবে রক্ত দিতে ?
পারবে হয়ে আগুয়ান
পাহাড় ডিঙ্গিয়ে  হিমালয়ে উঠিতে ?
পারবে কি হাঁড় হীম করা
শীতেও আগ্নেয় অস্ত্র নিয়ে
ছুটতে বনে ,পাহাড়ে ....রক্ষা করতে
তোমার জন্মভূমি কে
পারবে কি ?
সাইক্লোন মাঝে বয়ে নিয়ে
যেতে তোমার জাহাজ খানি

আজ এই দুর্দিনে ....মা যে মোদের
ডাকে ....তার দুচোখে যে
গোপনে অশ্রু ঝড়ে ......আজও
আজও সে নর্তকী বেশে ..নাচে
নেতাদের বাঈজী বারি
খাবলে খাবলে ছিঁড়ে খায় তাকে
আবার দেখো ...হিংস্র দানব ..
সন্ত্রাসবাদী ..মায়ের শরীরের 
রক্ত বন্যা চায়
কেন ?
রক্তও ঝড়ে কতো .....

সেই তো কদিন আগে তোমারই
রক্তে ..তোমারই মিছিলের
স্লোগানে .....ঘুচিয়ে ছিলে মায়ের
জ্বালা ....রক্ত দিয়ে এনেছিলে
স্বাধীনতা ....পেয়েছি কি ?
হ্যাঁ পেয়েছি ....শুধু যন্ত্রণা
বুক ছিঁড়ে করেছে দু ভাগ ?
এসেছে ভাই এ ভাই এ বিবাদ
ঝড়ছে আজও রক্ত
পেয়েছি বস্তির অলিগলিতে
 অন্ধকার ...কৃষকের ঘরে
অন্নহীনতার যন্ত্রণা ?
কিংবা এও পেয়েছি
শ্রমিকের আর্দণা্দ ....আজও
কিংবা  স্টেশনে ভুখা শিশুর ...
সেই কালো হাত ভিক্ষের ...
শুধু ভাত খাবে বলে

এতো কিছু পেয়ে
তাই আজ মা তোমায় দিতে চায়
তার পাওয়া ....তোমার রক্তে
লিখে দিতে মায়ের ..একটু
সুখ  চাওয়া....পারবে না দিতে
তোমার মা যদি চায় ?

নাকি তুমি আজ ব্যস্ত কম্পিটিশনে ?
নাকি ক্লান্ত তোমার বাহুদ্বয় ...
আজ উঠো জেগে সূর্য্যের মতো
নিয়ে তেজ ..রক্তে আসুক সুনামির
মতো ডেউ ....সাইক্লোন নিয়ে
নিয়ে এসে ভাঙ্গিয়া ছুঁড়িয়া দাও
সব ....গড়িতে নতুন বিশ্ব
তুমি রুদ্র হইয়া ..করো ত্রাস
ওই বহিরাগত সন্ত্রাস

বলো পারবে না তোমার মায়ের
ডাকে সারা দিয়ে ...মুছিয়ে দিতে
অশ্রু .....পারবে না তোমার বোনের
ইজ্জত বাঁচতে ...সমাজের দুষ্ট
দানবদের হাত থেকে......
আজ তোমাকেই ডাকে ...চেয়ে
দেখো ...মা  ..
অশ্রু ফেলিয়া ফেলিয়া
নর্তকীর বেশে ....
তুমি শুধু আগুন লইয়া ....গর্জিয়া
উঠো ...হাইড্রোজেন বোমার মতো l

                        অচেনা পথিক
                        09/01/26

রক্তে রাঙ্গা সেই সকাল : জ্যোতির্ময়



আচ্ছা সকালটা যদি অন্য রকম
হতো ,সূর্য্য যদি পূর্বে না উঠে
পশ্চিমে উঠত ......কেমন হতো ?
যদি দিনের বেলায় চাঁদ দেখা
যেতপূর্ণিমায় ......

ভাবছ নিশ্চই .."পাগোল  "
আরে না না ..এটা পাগলামি নয়
একদম সত্যি বাস্তবতা ...
আমরা প্রতিদিন কত কথাই না বলি
কখনো বা বিদ্রোহী কলম চালাই
বদলানোর ....পরিবর্ত্ণের
কৃষকেরা সিনেমার হিরো হয়
আমাদের রক্ত লেখায় ...অথবা
মিছিলে ...স্লোগানে ..
বস্তির অন্ধকারে আলো জ্বালাবো
বলে হাহাকার করি কবিতার খাতায়
কিংবা ভোটের আগে
প্রতিশ্রুতি টা তো কমন ব্যাপার
"কই বদলায় কি কখনো ??"

কত মিছিল হয় ,পার্টিতে পার্টিতে
লড়াই হয় ...ক্ষমতার
বদলাবে বলে
কিন্তু বদলায় নাহ্
আজও পথের ধারে কিংবা
স্টেশনে্  কতো
পথ শিশু ...একটু ভাত খাবে
বলে ভিক্ষে চায় ...
এখনও গ্রামের কতো যায়গায়
শুধু সবুজ ঘেরা অন্ধকার ..
চা বাগানে না খেতে পেয়ে মরে
কত শিশু .....
অথচ আমরাই তাদের নিয়ে
করি বাড়াবাড়ি ...নামি আন্দোলনে
কিছু লাভ হয় কি ?

তাই সেই সকালটার কথা বলছি
যেদিন সত্যি করে সূর্য্য উঠবে
রক্তে লাল হয়ে
যেদিন বস্তির অলি গলি তে জ্বলবে
আলো,যেদিন একটু পেট ভরে
ভাত খাবে পথ শিশু
যেদিন সত্যি কৃষক ,দিন মজুর
হবে হিরো ......
যা পশ্চিমে সূর্য্য উঠার সামিল ....

অচেনা পথিক
29/12/15

শুক্রবার, ১ মার্চ, ২০১৯

বাস্তবতার মাঝে বাস্তবতা



বাস্তবতার মাঝে বাস্তবতা
**********************

সাদা ক্যানভাসে গল্পে ভরা
অভিনয় ...কল্পনার মৃত্যূ ,
সর্বদা পিছুটানের আকর্ষণ
কংক্রিটের শব্দে জরাজীর্ণ
খুদার্ত্ অস্তির ভাঙ্গা পিঞ্জরা
"স্বপ্ন সবাই দেখে ,দেখাটা কি অপরাধ ?"
তবুও বাধ্য হয় মরীচিকার অনুসরণে
ডাক আপিসের ডাস্টবিনে
অশরীরীর কান্না "মুক্তি চাই " l
ফুটপাতের ধুলোয় মরচে ধরা
হাতিয়ারে রক্তহীন রুদ্বশ্বাস
পর্ণমোচীর পত্র ফলন
ঝেড়ে ফেলেছে সঞ্চিত উপক্ষার
তপ্ত রোদে যে মাঠ পুড়বেই
মাটি ফেটে কাঠ .....আত্মহত্যা করে
চাষী ....হাটের পণ্য যে
 সমুদ্রের জলে ভেসে গেছে l
সোনালী ফসল ঘরে আসুক বা না আসুক
আজ নবান্ন l
নদীর স্রোতে ভেসে আসা গলিত লাশ
মেয়ের অপমানে পিতা মমির পুতুল
নিরুপায় সে ...বাঁচতে সেও চায়
মা দেয় ছেলের মুখে আগুন
তবুও সৌরজগতের সবুজ গ্রহে
প্রাণ আছে ....থাকবে
ভগবান শুধু নির্বাক l

                   অচেনা পথিক
                 (জ্যোতির্ময় )