এই ব্লগটি সন্ধান করুন

হাচা কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
হাচা কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৬ মার্চ, ২০১৯

হাচা কথা (২): জ্যোতির্ময়



একবার চলে গেলে আর ফিরে যাই না । অতীতে বিশ্বাসী নই ।তবে অতীতে যাই প্রয়োজনে ,ভুল গুলোকে সুধরাতে ,কিংবা ঠিক গুলো থেকে শিখে নিতে (উদাহরণ:এই যে কিছু খন আগে আমার সব দোষ বলে দিয়েছি সেইটা আর করুম না) । বর্তমানে বাঁচি ,বিশ্বাস করি । কোনো হারানোর ভয় নেই ,কারণ হারতে হারতে নিঃস্ব । তাই জুতো সেলাই থেকে বেদ-গীতা পাঠ সবটাই পারি । রান্নাটা প্রিয় শখ ,সব ধরণের রান্না করতে পারি (এটা ঘেমও বলতে পারো) । একবার ভালো বাসলে ,ভুলি না ,(তবে সাইলেন্ট থাকাটা অভ্যেস) । কবিতাটা যেকোনো নেশার থেকে বেশি নেশা(পুরো লাইফটা হেল করে দিলো) । তবে হ্যাঁ তুমি দুধ দিলে আমি ঘী দেব । কিন্তু তুমি ঝাল দিলেই আমি চিনি দিতে পিছুপা হই না(যাতে ঝাল বেশি লাগে)  ।প্রেমিক নই ,মেয়ে পটাতে পারি না ,প্রেম ঠিকে না আর রাত্রিটাই বেশি ভালো লাগে দিনের থেকে ,(দিনে এত আলোতে অন্ধকার গুলো বোঝা যায় না ,কিন্তু রাত্রে আলো বোঝা যায় তাই )  সকাল হয় 11 টায় ।

হাচা কথা: জ্যোতির্ময়



প্রথমত , বিড়ি ,সিগারেট ,মদ ,গাঁজা সবটা খাই (যদিও ওকেজনালি ) পায়খানা যেতে গেলে বিড়িটা মাস্ট, চা এর সঙ্গে বিস্কুটের বদলে একটা গোল্ড ফ্লাক বা ফ্লাক ( সিগারেট টা মাস্ট) ,খুব কিপ্টে , 2 মাসে একবার সাবান আর মাসে দু বার সেম্পু কিনি বাকি দিন বন্ধুদের মেরে চালাই , খিস্তি প্রচুর মারী ,এর জন্য মাঝে মাঝে কেস খাই ,কেস খেতে ভালোই লাগে ,আর পড়াশুনা সপ্তাহে তিন দিনের উপর করি না ,পরীক্ষার সময় করি শুধু মাত্র । একটুকুতেই রাগি না ,কিন্তু প্রচুর অভিমান জন্মালেও প্রকাশ করি না ,সিরিয়াস মোডে চ‍্যাবলামো  আর চ‍্যাবলামো মোডে সিরিয়াস হই । খুব কম কথা বলি ,আর বলতে শুরু করলে থামি না ,ভাট বকতে ভালোও লাগে , মদ না খেয়েও মাতলামি করতে পারি । এবার প্রেমে লাইফে ... প্রথম প্রেম বলতে পারিনি কোনোদিন   ,দ্বিতীয় প্রেমে দূরত্ব আমার পাগলামি তার ভালো লাগে না বলে আর কবিতাটা কে ঘৃণা করতো বলে (তিন বছর আগে)  খুব কম রিপ্লাই দেই মেসেঞ্জার বা হোয়াটস App এও ,আর সব থেকে বড় কথা কারো পরোয়া করি না , কে কি বললো তাতে আমার desh dese যায় । শুধু ভাবি যে টা ঠিক সেটাই প্রাধান্য দেই , সোজা সাপটা বলি আর একটুতেই ইমোশন হয়ে পড়ি ।।

সবাইকে আপন ভাবি যখন দেখি লেং মারে ,তখন হয় গান্ধীবাদী না হয় হিটলার হই এটা ডিপেন্ড করে লোকটার উপর ।

তবে খুব খারাপ আমি ?
এরপরেও যারা বন্ধুত্ব রাখতে চান রাখতে পারেন ,না হলে আসতে পারেন ।