![]() |
ছবি:অনুরুপা |
জলের থেকে সহজ যাদের মন ,
উল্টো ছাতা হাওয়ায় তুলে ধরে ,
সাহস ভীষণ ,তোমার কাছে বসবে কিছুক্ষণ।।
সন্ধে হলেই এক পাহাড় সমান কথা ,
বিকেল ফেরা ঘামের গন্ধ নিয়ে ,
তোমার কাছে আকাশ পাওয়া যাবে ?
গভীর রাতে প্রশ্ন ঘুমের কাছে গিয়ে ।।
কোন পথে এগিয়ে নিয়ে পা ?
যে গন্তব্যে পৌঁছাতে আমার এখনও দেরি
গুগল ম্যাপেই নিয়ে যাবে তোমার ঠিকানায়?
সন্ধে হলে জোনাক নিয়ে এসো ,
আমি আয়ূরেখার শেষ প্রান্তে গিয়ে একা
যেসব কথার স্বপ্ন রয়ে যাবে,
ঘুমের থেকে অনেক দূরে গিয়ে ,ঠিক হয়েই যাবে দেখা।।