এই ব্লগটি সন্ধান করুন

আমি ২০৩০ বলছি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আমি ২০৩০ বলছি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩০ নভেম্বর, ২০১৮

রোবোটিক হিউম্যান







         

দুনিয়াটা হাতের মুঠোয়
বকা বাক্সে জীবন বন্দি
সুপার হিরো বাস্তবতায়
নাহ্ আয়নম্যান বা সুপার ম্যান ওরা কেউ নয়
বহ্ম্রাণ্ড চালিত রোবিটিক হিউম্যানে
জিনেটিক ইজিনিয়ারিং ও ন্যানো টেকনোলোজি
  এক সঙ্গে ..মিলনের ফসল ।
মৃত্যুহীন ..অনুভুতিহীন ..থিংকিংএ
হাজার গুণ উর্দ্ধে ..।
প্রেম ..নাহ্ তোমার যন্ত্রনায় পড়ে না তো অশ্রু।
ইন্টারনেটের বন্দি মানব ।
শ্রেণীহীন সমাজ ..ধর্ম বলতে
এখন শুধু বাঁচা ...বাস্তবটা সবাই মেনে নেয় সহজে।
মৃত্যুর মিছিলে ..মোমবাতি তো জ্বলে না।।

                  (সংক্ষিপ্ত)

বৃহস্পতিবার, ২৯ নভেম্বর, ২০১৮

আমি ২০৩০ বলছি



               

হেমন্তের শিশির ভেজা দূর্বা ঘাসের মাথায়
যে শিশির কনা ..পায়ে সুরসুরি দেয়
যে সকাল ..খেজুর রসের সকাল
দেখো ঠিক আর কয়েকটা দিন পড়েই
হাড় কাঁপানো শীতের সকালে আগুনে হাত পা
সেঁকে নেবে ..বাড়ির সবাই ও সঙ্গে গল্পের আসরে
হঠাৎ বাজি ..তাল দিঘির জলে কনকনে ঠান্ডায়
একশো ডুবে একশো টাকা ।
কোনো না কোনো মহান বীর একশো কেনো দুশো
ডুব দিতেও রাজি ....।।

এখন

       বদলে গেছে ,সবটাই বদলে গেছে
সকালে যে ভলি বলের আসর জমত
যে আগুনে হাত পা গরম করত
নেই ... মানুষ এখন ডিজিট্যাল ।
কম্পিউটারের স্কিনেই সব ।
ফেবু আর ওয়াটঅ্যাপেই জমে আড্ডা
দূর্বা ঘাসের শিশির ..ছবিই দেখে সব ।