এই ব্লগটি সন্ধান করুন

প্রবীর কুমার চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রবীর কুমার চৌধুরী লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

এ কোন স্বাধীনতা: প্রবীর কুমার চৌধুরী


 


এ দেশে জন্ম আমার এদেশেই বড়,

এদেশে জন্মাবধি ভয়েই জড়োসড়ো ।

এদেশের নাকি আরেক নাম সূর্যের দেশ-

এদেশেই ক্ষয়ে ক্ষয়ে কত যৌবন শেষ ।


এ নিকষ অন্ধকারে কে জ্বালাবে আলো ?

গণতন্ত্রের নিচেই দেখি জমাট বাঁধা কালো ।

স্বাধীনতায় ধনতন্ত্রের একছত্র অধিকার ,

গরিবী হটাও বৃথা স্লোগান,বাড়ছে হাহাকার ।


লুটেপুটে খাচ্ছে দেখ যত ক্ষমতাবান 

মিথ্যা কথার নীরব শ্রোতা ,শাসনে ভগবান ।

স্বাধীনতার চোখে জল,প্রজাতন্ত্র অজানা,

সর্বজাতির ভারতবর্ষ অনেকেই মানেনা ।


বাপ,ঠাকুরদার ভারতবর্ষ স্বপ্নের এক দেশ ,

আজ দেখি দৈন্যদশা, বর্বরতা, উৎশৃঙ্খলতায় একশেষ ।

মানুষে মানুষে এত বিভেদ, এত অন্যায় কোথায় আছে ?

এখন শুধু ক্ষমতা, ঘুষ - বিবেক,মনুষ্যত্ব গেছে।


পঞ্চাশের প্রজাতন্ত্র মানুষকে পুরস্কার ,সম্মান দিল,

আর সংবিধানে মানুষের অধিকার,নাগরিকত্ব পেল।

আজ শুনি হায় প্রজাতন্ত্র মানুষের অজানা ,

দিকে দিকে রক্তের হলি প্রতিবাদে তবু  মানা ।


সংবিধানে ন্যায়বিচার,স্বাধীনতা,সমতার কথা আছে,

এখন শুধুই মৃত্যুযন্ত্রনা ন্যায়বিচার কার কাছে?

বাহুবলির প্রতাপে রাত ঘুমহীন ,প্রাণ ওষ্ঠাগত-

ওরাই সমাজের রূপকার আর আমরা শরণাগত ।


এই স্বাধীনতাই কি চেয়েছিল ,এর জন্যই আত্মবলিদান ?

এ স্বাধীনতা দেয় না ভাত ,দেয় না সম্মান।

ফিরিয়ে দাও সেই ভারতবর্ষ যেথায় একতার হাসি-

ছিল শত দুঃখেও খুশির সকাল, ছিল বোধ ভারতবাসী।