এই ব্লগটি সন্ধান করুন

কৌশিক গাঙ্গুলি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
কৌশিক গাঙ্গুলি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩

হত্যা : কৌশিক গাঙ্গুলি



আর কতো রক্ত ঝরাবে ? 
আর কতো স্বপ্নকে 
হত্যা করবে ? 
ধর্মের পবিত্র আঙ্গিনায় 
সন্ত্রাসের বিভিষীকা কেনো ? 
ভারসাম্যহীনতায় বেড়ে যায় 
বোধহীনতার অসুখ । 
প্রতিবাদকে এতো ভয় , তাই 
বুলেটবৃষ্টি অবিরত । 
তবু কবিতা লেখা হবে 
গাওয়া হবে গান , শব্দ অক্ষরে 
বজ্রপাত কাঁপিয়ে দিচ্ছে 
বকধার্মিকদের পদচালনা , 
তাই প্রতিশোধ নাকি বা 
আত্মরক্ষার যুদ্ধে রক্ত 
ঝরে পড়ে বিবেকের , 
স্বপ্নকে নিখোঁজ করে পালিয়ে 
যায় আততায়ীরা - 
তবু শেষ হবেনা অন্ধকারের 
সঙ্গে অক্ষরের লড়াই ...
শব্দরা অমরত্ব পাবে , 
আর কতো রক্ত ঝরাবে ? 
আর কতো স্বপ্নকে হত্যা 
করবে তোমরা ?

সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩

গাজনের গান :কৌশিক গাঙ্গুলি



নেতারা ডিগবাজি খান
এ দল থেকে ও দলে,
গুন্ডারা কাঁসর বাজায়
 চামচেরা দেয় হরিবোল।
জনতা ছাগলের বাচ্চার মতন
ঠ্যাং তুলে নাচে‌।
দেশ লুঠ হচ্ছে,
তাতে তোমার কি, তাতে আমার কি ?
পাবলিকের আবার সম্মান, বুদ্ধিজীবীদের আবার অপমান !
 ছড়ানো ছেটানো দানে আমরা মুগ্ধ বেচারা ,
দেশে স্বৈরতন্ত্র চলছে গণতন্ত্রের মুখোশ পরে ।
দুর্নীতিতে ধরা পূর্ণ, তবুও আমরা উৎসবে মাতি,
সন্ত্রাসে সন্ত্রাসে বাক স্বাধীনতা মৃত্যু গহবরে ,
তবুও আমাদের বেঁচে থাকতে হয় ।
অম্বলে কম্বল চাপাই বিনা শীতে, 
গাজনের গান গায় নিতাই পাগল ।
নেতারা ডিগবাজি খান  এ দল থেকে ওদলে ।