আর কতো রক্ত ঝরাবে ?
আর কতো স্বপ্নকে
হত্যা করবে ?
ধর্মের পবিত্র আঙ্গিনায়
সন্ত্রাসের বিভিষীকা কেনো ?
ভারসাম্যহীনতায় বেড়ে যায়
বোধহীনতার অসুখ ।
প্রতিবাদকে এতো ভয় , তাই
বুলেটবৃষ্টি অবিরত ।
তবু কবিতা লেখা হবে
গাওয়া হবে গান , শব্দ অক্ষরে
বজ্রপাত কাঁপিয়ে দিচ্ছে
বকধার্মিকদের পদচালনা ,
তাই প্রতিশোধ নাকি বা
আত্মরক্ষার যুদ্ধে রক্ত
ঝরে পড়ে বিবেকের ,
স্বপ্নকে নিখোঁজ করে পালিয়ে
যায় আততায়ীরা -
তবু শেষ হবেনা অন্ধকারের
সঙ্গে অক্ষরের লড়াই ...
শব্দরা অমরত্ব পাবে ,
আর কতো রক্ত ঝরাবে ?
আর কতো স্বপ্নকে হত্যা
করবে তোমরা ?