এই ব্লগটি সন্ধান করুন

রাধিকা পুর এক্সপ্রেসে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাধিকা পুর এক্সপ্রেসে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২১ জুন, ২০১৯

তুমি আর আমি এর মাঝে ফারাক এখন : ©জ্যোতির্ময় রায়



##
ঝিক ঝিক ....ঝকর ঝকর ঝকাশ ...
উইন্ডো সিট ... জেনারেল বগি ,বইছে হাল্কা বাতাস ।
ঠিক প্রতিবারের মতো এবারো সরে সরে যাচ্ছে ,ঘরবাড়ি ,
আকাশে পাল্লা দেয় কিছু তারা ,তোমার সাথে আমার আড়ি ।
পাঁচ ইঞ্চির স্ক্রীনে বন্দী কিছু কথা সরে সরে যাচ্ছে ঠিক চশমার পর্দায় .... ॥
 

##
তুমি আর আমি এর মাঝে এখন অনেকটা ফারাক ,
চীনের প্রাচীরে চাঁদ ঝুলে থাকে ,তবে থাক ,
ঠিক এই ট্রেনের মতোই চলছি আমি রোজ
শহর থেকে গ্রামে ,কিংবা গ্রাম থেকে শহরে ,আমার মাঝেই আমি নিখোঁজ ॥
সিনেমা শেষ হয় ,কাঁচা অভিনয় গুলো ধরা পরে ,আমি মুখে দেখি ভাঙ্গা আয়নায় ... ॥

##
হয়তো এভাবেই যাওয়া আসার মাঝে ,কোনো দিন আমি হয়ে যাবো বিজ্ঞাপন 
হয়তো তোমার জন্য তবুও মোমবাতি মিছিলে হাঁটবে আমার মৃত মন ॥
একটার পর একটা পেরিয়ে আসা স্টেশনের মতোই ,ক্যানভাস
গুলো অতীত ,জলছবিতে ফুটে রঙ ,আর ওই মেঘলা আকাশ
জমায় কথা গোপনে .... উষ্ণ ছোঁয়া গুলো তাই বৃষ্টি হয় ... ॥

রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯

সেই ধান জমি আলের দেশে







               
শহরের ইট কাঠ ছেড়ে আবার সেই
ধান জমি আলের দেশে
ঘুম থেকে উঠেই দেখি নাড়কেল গাছের পাতায়
সূর্য্যটা রোজ লুকোচুরি খেলে
যেথায় রোজ পশ্চিমের মাঠে সূর্য্য ডোবে
আমবাগানের সেই গাছ মাছ খেলা
গোল্লা ছুট্ট মাঠে দুলফি ফুলে ঘাসে
ভরে যায়নি তো ?
শাল বনে হয়তো পাতা ঝরার  শব্দ
ট্রেনের সাইরেন সেখানে পৌঁছায় না কিন্তু।
প্রথম বৃষ্টিতে মাটির গন্ধটা কিন্তু
গোলাপের গন্ধটাকেও হার মানায় ।

##
হ্যাঁ গো আমি যাচ্ছি
সেই ধান জমি আলের দেশে
রাতে ঝিঁঝিঁ পোকার ডাক
শিয়ালের ডাকে হঠাৎ ঘুম ভাঙ্গে মাঝ রাতে ।
শহরের ল্যাম্পপোস্টের আলোরা এখানে পাহারাদার
আর ওখানে নিস্তব্ধ অন্ধকার রাতে মায়াবি খেলা
তারারা বনে নেমে আসে ,জোনাকির মেলা ।


27 January 2017
06:31 PM