(১)
আরও কিছু গল্পের মতো উড়ছে কথা ,বাতাস ডিঙিয়ে
চাঁদের দেশে অযথা ।যাত্রীবিহীন একটা উড়ন্ত চিঠির গাঁয়ে
যদি প্রেমকে রাখি ফের ।দুটি পথ সমান্তরাল হতে হতে
গোলাপ মুসাফির ।হোক তবে কিছু কথা যেতে যেতে ।।
পথটা চলে গেলে তারপর ।সময় বিক্রি সস্তায় ।
চেনা তবুও অচেনা হয়তো হবো এরপর।রাস্তায়
হঠাৎ দেখা হলে আমি ভিনদেশি তখন ।
কিংবা রহস্যময় ,কোনো ফিল্মি ঢপ ,তবুও চলবে জীবন ।।
এভাবেই কিছু শঙ্খচিল করবে পথ ভুল ।
বসন্ত আসুক বা নাই আসুক ফুটবেই ফুল ।।
আবার শীত আসতে না আসতেই পরিযায়ী ।
তবুও মেঘের আড়ালে চাঁদ উঠবে হেসে নিয়ম অনুযায়ী ।।
(২)
অল্প করে ভালোবেসো তবে ,
আমি চাতকের বেশে ,
দেশ বিদেশে ইস্তিহারে
চাঁদ ছুঁই স্পর্ধা দেখাবো ফের ।।
হয়তো রং তুলিও মেঘ চাইবে
তোমার চোখ আঁকতে ।
মানচিত্রে তখন আমি
বিপ্রতীপ কোণ'এ অক্ষাংশে
গৌধূলি কুড়োবো মুঠো ভর্তি ।।
কথারা রোজ তো জমে
অল্প চাওয়া তোমার,অল্প আমার পাগলামি
ইচ্ছে ডানায় নীলচে খাম
শীতের সকালে রোদ কিনেছি যেন আমি ।।
(৩)
জানি আমিও অজ্ঞাত ,কিংবা তোমার কাছে সম্পূর্ন অচেনা ।
তুমিও ঠিক একই রকম ,তবে তোমার শহরে আমার রোজ আনাযানা।।
আমিও সীমানা মাপি ,কত হাত গভীর আমার সাগরের জল ।
কতটা ভিজেছে কাপড় আমার ,যদি বলি"তোকেই লেগেছে
খুব ভালো ,ভালোবাসি" ,কিছু মনে করবি না বল ?
তবে বলবো না তোমায় সাজানো কোনো গল্পও ।
কিংবা মিথ্যে প্রতিশ্রুতি "তোমার জন্য প্রাণ দিতেও রাজি"
কিংবা আকাশ থেকে পেড়ে দেবো চাঁদও
"জন্ম দিনের গিফ্ট"।তবে "হারাতে দেবো না তোমার মুখের ওই
হাসি ,আমরণ থাকতে চাই তোমার পাশাপাশি ।।
(৪)
আরো কিছু রোদকে কুড়িয়ে রেখেছি বইয়ের পাতায় ।
কিংবা বলতে পারো "নাটুকে ছবি " ।
আমার শহরের শীতকাল তখন,ঝরে পড়ে পাতাও,
তবে মনে রেখো ,মিথ্যের মাঝেও সত্যি কিন্তু সব-ই।।
যদিও গল্পের মতো সহজ সরল ফুটপাত বেয়ে
এঁকে বেঁকে চলে গেছে নদীপথ।তারপর বালুচর ।
তবুও টেথিস হিমালয় আঁকে।ফসিলস প্রমাণ ।
মোমবাতি মিছিলে গোলাপ ফুটে যেন আরশিনগর।।
আরও একটু চাইবো তোকে ,আরও স্টেশনে
থমকে থাকা ট্রেনে বাড়বে ভীড়।
রেড অ্যালার্ডেও চায়ের কাপে তুমিই আছো ।
ছক কেঁটে দেখতে পারো আমার মারিয়ানা কতটা গভীর ।।
(৫)
একটা চাঁদ মাখা রাত্রির গল্পে মতো ,সবুজ সংকেত
খুঁজেত গিয়ে রোজের জেব্রা ক্রসিং এ আটকে গেছে মনও ।
তুমিই ট্রাফিক তখন ,এ ,বি ,সি ,ডি, এর অক্ষরমালা ।
"অল্পতেই হোক গল্প খোঁজা যাবে "এক কম্বলের শীতকাল যেন ।।
আমি কিন্তু ভিড়ের মাঝে রোজ হারাই ,
রোজের অফিস ফেরৎ ব্যস্ত জীবনের হিসাব নিকেশ।
একটা নতুন পৃথিবীর স্বপ্ন দেখি রোজ ,মুক্ত আকাশ।
বলতে পারো ,সকাল হতে না হতেই দেখি ,দিন হয়ে যায় শেষ।।
তবুও কাপড় বাঁচিয়ে ভেঙে চলি রোজ হাঁটু জল।
তুই যদি চাস ,তবে "আমার মতো গল্প হবি বল ?"।।
(৬)
হয়তো রোদ ছুঁয়ে যাবে
তোমার আঁচল ,মাপকাঠি ।
আমার শহর তখন দেওয়াল
ঘড়ির কাঁটায় চলমান ।।
আলোর নিচে কাঁপতে থাকা
ছায়া ,অন্ধকারে বন্দি মুখোশ ।
সান্তনা কিছু তখন আহত ঝিনুকে
অন্য ঠিকানায় খুঁজে ফেরা আস্তানা ।।
তবুও ডাক পিয়নে আসবে বেনামী চিঠি
হাঁটুর নিচে জল ,তবুও কাপড় বাঁচিয়ে চল ।
ইস্তিহারে বিকিয়ে যাবে "মন-কেমন"
দীর্ঘশ্বাসে উপস্থিতি হবে অন্তর্বর্তী শূন্যতায় ।।