শেষ ট্রেন চলে গেছে তারপর ।
দৌড়ঝাঁপ প্ল্যাটফর্মময় হুইসেল ।
ফিরে চলার ,ফিরে আসার ডাকে ।
বিরক্তি নাকি বিরতী ?
নরম আঙুল ছুঁয়ে দিয়েছে ঠোঁট
ঠোঁট ছুঁয়েছে ঠোঁট কিংবা কপাল
কপাল মিশেছে নদীতে
নদীর বালুচরে ছক কেটেছে ঘাম
ঘাম মিশেছে পারফিউমে তারপর ।।
চোখের পালকে রাখা ঘুম,
ভুল প্রতিশ্রুতির ইস্তেহারে
অন্য গল্পের হাসিমুখ
আমার ছায়ায় তোমার "না " ইন্তেজারী ।
মুহূর্তরা তখন মুহূর্তের কাছে হয়েগেছে ঋণী ততদিনে ।।
দৌড়ঝাঁপ প্ল্যাটফর্মময় হুইসেল ।
ফিরে চলার ,ফিরে আসার ডাকে ।
বিরক্তি নাকি বিরতী ?
নরম আঙুল ছুঁয়ে দিয়েছে ঠোঁট
ঠোঁট ছুঁয়েছে ঠোঁট কিংবা কপাল
কপাল মিশেছে নদীতে
নদীর বালুচরে ছক কেটেছে ঘাম
ঘাম মিশেছে পারফিউমে তারপর ।।
চোখের পালকে রাখা ঘুম,
ভুল প্রতিশ্রুতির ইস্তেহারে
অন্য গল্পের হাসিমুখ
আমার ছায়ায় তোমার "না " ইন্তেজারী ।
মুহূর্তরা তখন মুহূর্তের কাছে হয়েগেছে ঋণী ততদিনে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন