জানি একটুও রং নেই আর
তোমার বুকে হয়তো ধাপ কেটেছে পাথর ।
"অস্তিত্ব ? সে কিসের ? আমার ,নাকি তোমার ?"
নাকি আমিই স্বপ্ন দেখি ভুল করে বারবার ?
ঘুম ভাঙা চোখে "না ,মেনে নেওয়ার "লড়াই রোজ ।
ডাকপিয়নে শুধুই তোমার না পাঠানো চিঠির খোঁজ ।।
ভালোলাগা কি ভালো বাসা ? নাকি গদ্যময় জিয়ন কাঁটায়
রোদ ছুঁয়ে যাওয়া আগুল ।মিথ্যে গুলো আস্তে আস্তে সত্যি হয় ।।
নাই হলো কথা ,
বিরক্ত হয়ে গেছে আবেগী চোখ হয়তো ।
পৃথিবী সাজে ,আকাশ সাজে ,জল ভেজায় কাপড়
"না ,মেনে নেওয়া " পরোয়ানা করেছে জারি সে'তো ।।
তোমার বুকে হয়তো ধাপ কেটেছে পাথর ।
"অস্তিত্ব ? সে কিসের ? আমার ,নাকি তোমার ?"
নাকি আমিই স্বপ্ন দেখি ভুল করে বারবার ?
ঘুম ভাঙা চোখে "না ,মেনে নেওয়ার "লড়াই রোজ ।
ডাকপিয়নে শুধুই তোমার না পাঠানো চিঠির খোঁজ ।।
ভালোলাগা কি ভালো বাসা ? নাকি গদ্যময় জিয়ন কাঁটায়
রোদ ছুঁয়ে যাওয়া আগুল ।মিথ্যে গুলো আস্তে আস্তে সত্যি হয় ।।
নাই হলো কথা ,
বিরক্ত হয়ে গেছে আবেগী চোখ হয়তো ।
পৃথিবী সাজে ,আকাশ সাজে ,জল ভেজায় কাপড়
"না ,মেনে নেওয়া " পরোয়ানা করেছে জারি সে'তো ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন