(প্রথম অধ্যায় )
(এক )
"Hi ..
Hello
?
??
ধুত তেরিকা ! Reply পাওয়াই যায় না । এতো busy ? পাঁচ মিনিট কথা বলার মতো টাইম নেই ? ব্লক করে দেবো বলে দিলাম কিন্তু .... । "
মেসেজটা ঠিক আগের মতোই unseen থেকে গেল । রোজ অপেক্ষায় থাকে সুকন্যা কখন একটা মেসেজ আসবে প্রীতমের থেকে । বৃথা প্রতীক্ষা ... মেসেজটা seen হয় মাঝে মাঝে কিন্তু no reply ।
"Why man ? বেশি গুরুত্ব দেই বলে ? যাঃ কথাই বলবো না কোনো দিন । এই ব্লক করলাম নে ॥ "
"পারবি ? "
"পারবো ,আমাকে পারতে হবে এবার । "
"আমি জানি তুই পারবি না ,করার হলে অনেক দিন আগেই করে দেওয়া হতো "
"তাই !কেন পারবো না শুনি ? ,তুমি কে হে যে তোমাকে ব্লক করতে পারবো না ?তুই আমাকে চিনিস না তাহলে আমি সব পারি ?আমি যে বড়ো অভিমানিনী ,আমার যে খুব অভিমান "
"জানি । তাই তো তুই পারবি না । একবার মন থেকে বল পারবি ব্লক করতে ? একদম হার্ট এ হাত রেখে বল দেখি পারবি ?"
"আমি সব পারি । তোর exam শেষ ? কেমন হলো exam ?"
"exam .... জীবন মানেই তো exam ... প্রতিনিয়তই exam ,মানুষ চেনার ,বাস্তবে টিকে থাকার । ওই টিকে আছি আর কি ?তোর খবর বল ? কেমন আছিস ? নাকি আজো মন খারাপ তোর ? তোর তো মন খারাপের রোগ আছে আবার । সারে না.... সারাক্ষণ dipression ,সারাক্ষণ হতাশা । তা আজ কেমন আছিস শুনি ?life টাকে enjoy কর ,enjoy করতে শেখ । বুঝলি রে পাগলী 🙂"
"বেঁচে আছি । তোর খবর বল ? "
"টিকে আছি ,ভালো আছি ,বিন্দাস আছি "
"👍"
"তোর সেই পাগোল প্রেমিকটার খবর কি ? আবার কি পাগলামি করছে নাকি ? ছেলেটাকে হ্যাঁ বলে দে ,বেকার ঝোলাছিস । "
"আমার ভালো লাগে না এসব ,ভয় হয় ,তুই তো জানিস সব কিছু । "
"হম্ম ,but কি লাভ এভাবে ঝোলানো ? পুরোনো জিনিসকে ভুলে যাওয়াই ভালো ,অতীত তো অতীত ,বর্তমানটাই আসল বেঁচে থাকা । তবে অতীত থেকে আমাদের শিখে নিতে হবে ,ভুল গুলো শুধরে নিতে হবে । "
"আমি যে ভুলতে পারিনা প্রীতম , আমায় যে অতীতটা রোজ ভিতরে ভিতরে মারতে থাকে ,আর আমি নীরবে মরতে থাকি ,আমার কোল বালিশটা জানে আমার কান্নার দাম ,আমার যন্ত্রণার কথা । তুই তো সব জানিস .....""
"তোকে বোঝানোর মতো হয়তো ভাষা নেই আমার । তবুও বলছি জাস্ট enjoy your life baby "
"হম্ম চেষ্টা করছি । তোর কবিতা গুলো সে জন্য দারুন লাগে আমার ,যেন আমার কথা বলতে থাকে ,। "
"তাই ? Thank ইউ যাক কেউ তো আমার কবিতা পড়ে । "
"siriously বলছি ,খুব ভালো লিখিস তুই ,একদিন অনেক বড়ো হবি তুই । ভুলে যাবি না তো আমায় তখন ? জানি যাবি । এখুনি তোreply পেতে দু তিন দিন সময় লাগে তোর কাছ থেকে । তখন তো ভুলেই যাবি । হয় রে সবাই ভুলে যায় ... । "
"যদি বলি ভুলে যাবো না "
"😒"
"আসলে তোকে হারাতে চাই না আমি ... "
"তবে reply দিস না কেন ? সারাদিন কি খুব busy থাকিস তুই ? কি এমন কাজ থাকে তোর ।ও বুঝেছি প্রেম করছিস বুঝি ? তাই সময় পাস না । ভালো ,খুব ভালো । চালিয়ে যা ... ।। ?
"নাহ্ ! সেরকম কিছুই নয় । আসলে আমার কথা বলতে ভালো লাগে না কারো সাথে ,ভয় পাই খুব ,আমি যে সব কথা বলে ফেলি বিশ্বাস করে । শুধু তোর সাথে ,আর পৌলমি এর সাথে কথা বলি আর কারো সাথে নয় ? "
"ঢপ ,আজ কাল খুব বড়ো ঢপ বাজ হয়ে গেছিস তুই ?তো সারাক্ষণ ফেসবুক এ কি করিস শুনি "
"timeline চেখ রাখি ,কবিতা পড়ি ,আমার মতো পাগোল কবি দের মনের কথা পড়ি ,আর আমার মনের কথা শোনাই "
"👍"
"আসলে তোকে আমি হারাতে চাই না জানিস । তাই মাঝে মাঝে একটু দূরে চলে যাই ,যাতে কাছে আসার আকর্ষণ গুলো বারে ,যাতে ভুলে না যাই ।। "
"হুম "
"বিয়ে করবি আমায় ?"
"লাথি খাবি । ভাগ শালা ।।👿"
"একটা কথা বলি ,কিছু মনে করতে পারবি না কিন্তু বলে দিলাম "
"বল ,মনে করার হলে করবো "
"করবি করবি আমার কি ?"
"😒"
"আমি আসলে তোর প্রেমে পড়ে যাচ্ছিলাম আসতে আসতে ... তাই একটু দূরত্ব ।যাতে তোর প্রেমে না পড়ে যাই । বন্ধুত্বটা ঠিকে থাকে ,তাই একটু দূরত্ব ,রোজ তো কত প্রেম দেখছি হচ্ছে ,ভাঙ্গছে ,আবার ভুলে যাবে সব । আমি সেরকমটা চাই না ,তাই একটু দূরত্ব ... একটু দূরে চলে যাওয়া ... ।। "
(চলবে ...)
(সংক্ষিপ্ত)