এই ব্লগটি সন্ধান করুন

অজ্ঞাত অচেনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অজ্ঞাত অচেনা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১০ মে, ২০১৯

আত্মকেন্দ্রীক





আমি প্রেমিক তুমি জানো
আমি অচেনা পথিক ... ধূসর মরু পথ
যাত্রা শুরু পাদদেশ থেকে
সমতল ,মালভূমি ,পাহাড় ,গিরি খাত
নদী নালা ... আমার শরীরে ।
উদ্বাস্তু মন হারায় রোজ মানুষের ভিড়ে .... ॥
অভিনয় ,সময়ের হাতছানি ,মুখোশ পড়া
কিছু কালো পতাকায় "মন খারাপের সিগন্যাল "
আমি "আমাকে" খুঁজি 
মৃত্যুর আগে ... ॥

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

এবং শেষ থেকে



পাহাড়ের গাঁয়ে মৃত ফসিলস জেগে উঠে ,
অর্কিড জড়িয়ে থাকে শিলা লিপি ।
বদলে যায় প্রেমের সংজ্ঞা ,হৃদয় ভাঙে ,
আছড়ে পরে ঢেউ সমুদ্র তীরে ,
কাঁচ ভাঙ্গা ফটো ফ্রেমে দু এক ফোটা বৃষ্টির ক্ষত চিহ্ন ,
গভীর চোরা বলিতে চাওয়া পাওয়া ,
তলনা খুঁজে পায় না ভালোবাসা ,
বালিশের নিচে রাত কাঁদে ।
এবং জানালায় রোদ আসে ,
নেগেটিভ স্লোপে গোলাপ ফুটতে থাকে .... ।।

বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯

ভীষণ প্রিয়

#ভীষণ_প্রিয়
   **********
                  জ্যোতির্ময় রায়

মনে মনে আজও তোমায় মনে পরে
ভাষা গুলি কবে জানি গেছে মরে
এই জেলখানা জুড়ে
পুরনো ক্যানভাসে ..আধখানা ছবি
শূণ্য ঝুলে আছে ..l
ভুলে গেছো জানি ..আমাকে তুমি
ঝরে গেছে পাতা গল্প খাতায়
কল্পনারা তবুও রূপকথা শোনায়
তোমার ঠোঁট দুটির ..আলতো ছোঁয়ায়
আজও কি বাজে বাঁশি নকশীকাঁথায়?
ভাঙ্গা আয়নায় ....মুখটা দেখে নিয়ো
মনে একটুও পরে কে ছিল
তোমার ভীষণ প্রিয় ?

ডানা গেছে খসে হালকা বাতাসে
ঘর বাঁধা পাখি আজও কি বসে আছে ?
কালো মেঘে আজ ভালোবাসা উড়ে
সাদা বক ওই যায় ভেসে দূরে
আমার এই মনে কথা জমে আছে
মাঝ রাতে কি এখনো রিংটোন বাজে ?
ভালোবাস আছে ..কথা শুধু নেই
ভুলে গান কবে যেন সুর ..
তুমি আমি আজ হয়ে গেছি বহুদূর l
ভাঙ্গা আয়না ...মুখ দেখে নিয়ো
মনে কি পরে কে ছিল
 তোমার ভীষণ প্রিয় ?

সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯

মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে





নদী .... আর কত বইবে বলো ?
সেকেন্ডের কাঁটা চশমায়  আটকে গেছে ;
আমার ব্যালকনি তে কিছু গোলাপ ফোটে ,
আর এক পা সামনে ফেলতেই ....
একটা ক্যানভাসে ফুটে উঠে কিছু জল ছবি
ক্যালেন্ডারে দাগ কাঁটা হয় ,তারিখ বদলায়
   মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে
হিসাব মেলায় চাওয়া পাওয়া ... ॥

পুরোনো প্রেম


ওই যে দূরে ওই লাল সিঁদুরে মেঘ ,
মরামের  রাস্তায় জমে থাকা বৃষ্টি কণা
ওই যে দূর্বা ঘাসের শহরে শিশিরের আলপনা ॥
হিমালয়ের বুক পকেটে রাখা  ফসিলস থেকে গোলাপ  ফুটে
রিংটোন হয়ে যায় কথা
সমুদ্রের ঢেউ আছড়ে পড়ে ফের  অযথা ॥
ব্ল্যাকবোর্ড হয়ে উঠে রঙিন ক্যানভাস ... ॥

বুধবার, ১০ এপ্রিল, ২০১৯

কালবৈশাখী



বসন্ত তো ফিরে গেছে
কত ফুল ফুটে ছিল না ?
 সেই কবে অজান্তে ঝরে গেছে ফুল
কর্কটক্রান্তি রেখায় সূর্য্যের প্রদর্শন
"নাহ আর থাকা যায় না জ্বলছে
শরীর ...জ্বলছে সব ...নদী শুষ্ক "
জলীয় বাষ্প যেমন লীন তাপে
অবস্থার পরিবর্তন ....সমাজেও
মিশে গেছে কয়লা কালো ধোঁয়া
আর অ্যাসিড বৃষ্টি হয় মাঝে মাঝে
গ্রীষ্মের দহন তাপে পুড়ছে রাত
নিদ্রাহীন  তনুর দুচোখে আতঙ্ক অশনি সংকেত ...
একটা ধূসর আবছায়া ...
"এই বুঝি আমার পালা .."l

আকাশে মেঘ পুড়ে গেছে ...
মৌসুমী বায়ু মুখ ফিরিয়ে চলে গেছে তবুও একটাই প্রত্যাশা
কালবৈশাখী আসবে ....
উড়ে নিয়ে যাবে সব ...রাস্তায় অনেক ধুলো
কলায় কালো আবর্জনা নিয়ে যাবে
হিমালয়ে ...আর শীতল মেঘে হবে বৃষ্টি l l

সোমবার, ৮ এপ্রিল, ২০১৯

বসন্ত শেষে :জ্যোতির্ময়





আজ ফের বৃষ্টি হল ,রাম ধনু আঁকা সিঁদুরে মেঘে
আজ ফের কচু পাতায় জমেছে জল
দূর্বা ঘাসের গা ছুঁয়ে ,খেঁজুর পাতা বাতাসে ,শিউরে উঠে শরীর ।
কাঁচা আম আর লবণ লঙ্কা গুড়ো ... !
তোমার মিষ্টি ঠোঁট আর রেশমী চুল ...
উষ্ণ কিছু চাওয়া ,কিছু নিরব অভিমান
বৃষ্টি ... তুমি এলে ... স্তব্ধ হয়ে যাওয়া শব্দে ফের দিলে প্রাণ ... ।।

মঙ্গলবার, ১৯ মার্চ, ২০১৯

নিকোটিন কবি :জ্যোতির্ময়


আমার শহরে শুধু সভ্যতার ধ্বংসাবশেষ  ,
ছুটছে মানুষ ,ছুটছে সময়, সেকেন্ডের কাঁটা
চশমায় আটকে গেছে যেন ॥
সোশ্যাল মিডিয়ায় ভাব সম্প্রসারণ
হিমালয়ে প্রেমের ফসিলস
গঙ্গোত্রী আছড়ে পড়ে পৃথ্বীর শরীরে,
ব্যস্ততার মাঝে ,ছক কাটা জীবন ॥
চিমনীর ধোঁয়া জানে পোড়া ইটে ঘামের গন্ধ ।
যৌবন চুমু খায় ফের মাঝে মাঝে
অন্তঃসত্বা মন ,নীল খামে আঁকে প্রেম ॥
রাত্রি গুলো পরিষ্কার দিনের থেকে
স্বপ্নরা এক পা দু পা করে সামনে এগোয়
আগুন জ্বলতে থাকে ,এস্ট্রেতে মহাদেব
জাগুক বা নাই জাগুক ,ব্ল্যাক ক্যানভাসে
ভাসতে থাকে কিছু  পুরোনো ছবি ....
নিকোটিন মিশেছে রক্তে ,সাইন্যাপস ব্লক
না হয় হলাম নিকোটিন কবি ...... ।।

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

এরপর আমি :জ্যোতির্ময়

এরপর আমি মেঘ ছুঁয়ে থাকবো ফের ।
তোর চোখের রোদ্দুরে ফিরতে সেদিন বারণ
ভুল করে ঢোকা আমি শঙ্খচিল,মুসাফির
জোছনায় স্নান করবে রাত,আবেশিত মন ।।
 দিগন্ত রাঙা হবে তোর হাসি হাসি আলপনায় ।।

এভাবেই ভালোবেসো তবে খেলার ছলে ,
অভিমানে বানাবো পাহাড় ,ঠোঁট ছুঁই ঠোঁটে
করিডোরে বেপরোয়া স্রোত ভিজবে তিল ,হাঁটুজলে।
আস্পর্ধারা উস্কানি দেবে রাত ,শরীর? নাকি কিছু না বলা কথা যেতে যেতে ?
তবুও নষ্ট হবার ভয় ,আমি নষ্ট হবো তবে আর একটু ,ভালোবাসায় !


শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯

শুধু তোমারই প্রতীক্ষায় :জ্যোতির্ময়



দীর্ঘ প্রতীক্ষিত কল্পনার ভাব মূর্তি
    এগিয়ে যাওয়ার
এক পা দু পা করে ....আরো দূরে
আরো অনেক দূরে ...চলে যাওয়া
পথে পরে থাকা সারি সারি
মৃত্যুর স্তূপ ..ক্ষতচিহ্ন
ভালবাসার ...অথবা কিছু স্বপ্নের
আজ বাস্তব প্রতিমূর্তি
এক কঠিন সত্য ...
    "একাকি পথ "
অমাবস্যার ঘোর কালো অন্ধকার
ঠেলে প্রদীপ হাতে
নিয়ে যাওয়ার  সামিল ..
এক ছন্দময় অন্ধকারে্ ...
অপ্রকাশ্য  আর্দনা্ত
"আমায় please একটু সুযোগ
দাও ...আর একটি বার
ভালবাসার "
শুধু তোমাকে ফিরে পাবার ....
সিগারেটে টান ...আর সাথে
ধোঁয়াশা স্বপ্নের
হাতছানি তো সর্বদা আছেই ......
তবুও শুধু তোমারি প্রতীক্ষা
ফিরে পাবার সোনালী স্বপ্ন .........

মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৯

এবার আমি



এবার আমি তাল গাছ হবো
আকাশে মাথা উঁচু ।
শহর সাজবে আলোয় আলোয়
আমিও স্বপ্ন বিক্রি করবো সস্তায় কিছু ।।

এবার আমি হিমালয় হবো
মেঘ ছুঁয়ে রোজ,
বিজ্ঞাপনে মুখ ঢাকবো না আর
 এবার শুধু নিজের নিজেকে খোঁজ ।।

এবার আমি "আমি'ই" হবো শুধু
তোমার  শহরে শুধু রাখবো চোখ।
সীমানায় প্রাচীর থাক ,ওভাবেই,
এবার আমি নীরব শুধু ,নেই কোনো বিক্ষোপ ।।

এবার আমি আরও একটু চাইবো তোমায়
নিখোঁজ হওয়া গল্প কথায় ।
শ্বেত পাথরে স্বপ্নবাড়ি
আমার বিচে খোলা যখন ইচ্ছে করো পায়চারি ।।

এবার আমিও ইথার মাখাবো কথায়
বুঝে নিও সংকেতে
রাত্রি ক্লান্ত জঠরের ছায়ায়
ভালোবাসবো ঠিকই ,গা ভেজানো রোদে ।।


(০১/০১/১৮)

শুক্রবার, ২৮ ডিসেম্বর, ২০১৮

ছেলে বেলা

সন্ধ্যার আবছা অন্ধকার তখনও
নামেনি নদী পথে ।
বালিয়াড়িতে এক পা
এগিয়ে জীবন্ত স্বপ্ন গুলো ।।

ভিনদেশি মনে দিনগোনা ,
ছোট থেকে একদিন অনেকটা বড়
আমবাগানে খেলে গাছ-মাছ
 শৈশবি স্মৃতির রং তুলি ।।

আজ কাল ফিরে যেতে বারণ
সে পথে ,আমলকি বন আর নেই ।
রাজপথ ধরে সেও পরিযায়ী
 বন টিয়ার মতো ।।

রবিবার, ২৩ ডিসেম্বর, ২০১৮

হে বীর



তুমি জানো তোমার মাঝেও
রক্ত আছে ?আর সেটা লাল
তুমি কি জানো তোমার মাঝেও সেই
ক্ষমতা আছে বিশ্ব জয় করার ?
এই তো কদিন হলো তুমি
তাড়িয়ে ছিলে ইংরেজ
রক্ত সেদিনও ছিল
আজও আছে
শুধু রক্তের মধ্যে সেই ত্যাজ্ টা নাই
আজ তুমি মিছিল দেখলে বলো
বেকার সময় নষ্ট
অথচ সেই মিছিলেই  হয়তো তুমি
দিয়েছিলে প্রাণ
ফাটিয়ে ছিলে গলা
দিয়ে স্লোগান
আজ দেখ তোমার দেশে
মা বোনের চোখে জল
হিংস্র পশুর মতো ছিঁড়ে খেয়েও
দিব্যি ঘুরে বেড়ায় আজ
পায় না অপরাধীরা শাস্তির ফল
কৃষকের রক্ত চুষে খায়
শ্রমিকের হাঁড় আরো চায়
হে বীর তুমি আজ কোথায় ?

রাস্তায় আজও মাতৃ হারা
শিশুর কান্না
আজও অনেক গ্রাম আছে
হয়না যেখানে দুবেলা
টিক ভাবে রান্না
ভোট সময় আসে কত জন
শহর থেকে ছুটে
ভোট হয়ে গেলে আবার সেই
গ্রামের  অন্ধকারই জোটে

আজও  মিছিল হয় ,আজও রক্ত ঝরে সাধারন মানুষের
স্লোগান আজও দেওয়া হয়
কিন্তু পরিবর্তন আর হয় না

হে বীর তোমার রক্তে আছে
সে ত্যেজ ...আছে সুভাষের
রক্ত ..তুমি জেগে উঠো তাই
মেদিনী কাঁপাতে
তোমার মা বোন কে বাঁচাতে
আগ্নেয়গিরির মতো
যদি না কাপুরুষ হও .......


অচেনা পথিক
23/12/15

শুক্রবার, ২১ ডিসেম্বর, ২০১৮

অনেকটা দিন পর




কেমন আছো মাধবীলতা ? কতটা সুখে ?
শেষবার ছায়াপথ হাঁটতে চেয়েছিলে ,তারাদের ভিড়ে
সস্তার স্বপ্ন গুলো গল্প আকাশ কিনেছিল বিজ্ঞাপনী অসুখে ।
আজকাল শিশির ছুঁয়েছে শরীর ,পারদ উষ্ণতা মাপে ধীরে ধীরে ।।

মন খারাপ হয় ? রোজকার চায়ের কাপে
টা'এর আবদার,জং-ধরা সিন্দুকে ।
শিকল পায়ে।আলোকবর্ষ দূরে উড়ে যাওয়ার গল্পে
তুমি বেঁধে দিতে চোখ।আজ ভালো আছি এই অতি অল্পে ।।

হঠাৎ কি মনে করে ফের ,ঘরে ফেরার গান ?
তুমিই তো চেয়েছিলে আমাদের গল্পের অবসান ।
আজ দূর থেকে আরো দূরে আমিও বদলে ফেলেছি ডাকনাম।
তুমিও বদলে ফেলো ঠিকানাও ,অপেক্ষা আর কেউ করবে না
        রং বদলে ফেলেছে নীল খাম ।।

সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮

সামনে আরও সামনে



এরপরও কিছু বাকি আছে ,এরপরও
শব্দমালা ..ঠিক হারায় ।
ছায়াপথ ..বলোতো তোমার শেষ কোথায় ?
মেঘের আড়ালেও সূর্য্য উঠে মনে রেখো
হয়তো চাঁদ নেই ,হয়তো আজ অমবস্যা
তো ..জলকাঁদা রাস্তায় কি থেমে গেছে পা দুটো?
জীবন মানেই তো চলা
নদীও বয়ে চলেছে ঠিক তেমনি ।
সাহারার বুকে মিশর সভ্যতা।
অতীত থেকে বর্তমানে ,তার পর ভবিষ্যৎ
আবর্তনশীল ..স্বপ্ন দেখি ,স্বপ্ন ভাঙ্গে আবার
নতুন স্বপ্নে বাঁচা ..এগিয়ে চলা, সামনে আরও সামনে ।
অমব্যসায় চাঁদ নেই  তো কি হয়েছে ?
অন্ধকারই তো আলোর অস্তিত্বকে প্রকাশ করে।।