সন্ধ্যার আবছা অন্ধকার তখনও
নামেনি নদী পথে ।
বালিয়াড়িতে এক পা
এগিয়ে জীবন্ত স্বপ্ন গুলো ।।
ভিনদেশি মনে দিনগোনা ,
ছোট থেকে একদিন অনেকটা বড়
আমবাগানে খেলে গাছ-মাছ
শৈশবি স্মৃতির রং তুলি ।।
আজ কাল ফিরে যেতে বারণ
সে পথে ,আমলকি বন আর নেই ।
রাজপথ ধরে সেও পরিযায়ী
বন টিয়ার মতো ।।
নামেনি নদী পথে ।
বালিয়াড়িতে এক পা
এগিয়ে জীবন্ত স্বপ্ন গুলো ।।
ভিনদেশি মনে দিনগোনা ,
ছোট থেকে একদিন অনেকটা বড়
আমবাগানে খেলে গাছ-মাছ
শৈশবি স্মৃতির রং তুলি ।।
আজ কাল ফিরে যেতে বারণ
সে পথে ,আমলকি বন আর নেই ।
রাজপথ ধরে সেও পরিযায়ী
বন টিয়ার মতো ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন