অনেকদিন পর লিখছি তোমায়
নীলচে খাম সমান্তরাল রেখায়
অন্য নামের চিরকূটময় ছোঁয়া ।।
বেশ ছিল ,পাঁচ সিকের গল্পগুলো।
তারপর অনাদরে ঘাস হয়েছিল পশ্চিমী মাঠ,
দু একটা দূর্বায় সুযোগ সন্ধানী ফড়িং ।।
বেলা শেষের গান তখন রেডিওতে,
ছুঁয়ে ছুঁয়ে দেখা লোমকূপ
চুমুতে শিহরণ ,ধোঁয়াশা এক বিকেলে
ঝালমুড়ির মত ফুরিয়ে যাওয়া রাত্রি।।
হ্যাঁ আবার লিখছি তোমায়
আমার পশ্চিমী মাঠের বুকে সবুজ ঘাসে
প্রথম ভালবাসার গোলাপ ছুঁই
আগুনে সেঁকে নেওয়া হাত পা ।
©জ্যোতির্ময় রায়
নীলচে খাম সমান্তরাল রেখায়
অন্য নামের চিরকূটময় ছোঁয়া ।।
বেশ ছিল ,পাঁচ সিকের গল্পগুলো।
তারপর অনাদরে ঘাস হয়েছিল পশ্চিমী মাঠ,
দু একটা দূর্বায় সুযোগ সন্ধানী ফড়িং ।।
বেলা শেষের গান তখন রেডিওতে,
ছুঁয়ে ছুঁয়ে দেখা লোমকূপ
চুমুতে শিহরণ ,ধোঁয়াশা এক বিকেলে
ঝালমুড়ির মত ফুরিয়ে যাওয়া রাত্রি।।
হ্যাঁ আবার লিখছি তোমায়
আমার পশ্চিমী মাঠের বুকে সবুজ ঘাসে
প্রথম ভালবাসার গোলাপ ছুঁই
আগুনে সেঁকে নেওয়া হাত পা ।
©জ্যোতির্ময় রায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন