এই ব্লগটি সন্ধান করুন

এবং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এবং লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ৭ আগস্ট, ২০১৯

এবং

"এঁটো হাতে অভিমানকে সাজিয়ে পরিবেশন করছি
পৃথিবীর বুকে চুমু।নিখোঁজ হয়েছে যে রং
আগেও অনেক কিছু ছিল।শেষ।শুরুও বলতে পারো "এবং"।।






তারপর রাষ্ট্র কিনবো বলে পকেটে দু-টাকার মস্তানি তো আছেই।।

হম্ম 40 টা সিরিজ ও 1500+ লেখা লিখে যখন ভীষণ ক্লান্ত হয়ে অবসর নিলাম।তখন বয়ে গেছে ন-বছর তার সঙ্গে ।লিখবো না এমনি ভীষণ প্রতিজ্ঞা নিয়ে চুপ,নিখোঁজ হয়ে যাওয়ায়।আর একদিকে মাথার উপর আকাশ ভেঙ্গে পড়া, "চাকরি কৈ ? " এত টাকা দিয়ে পড়ে তবে কি লাভ?ভুলভাল কিছু প্রশ্ন  ,কেন?
"#এবং" অভিমান জমে জমে রোজ মরে যাওয়া কঙ্কাল।

তাই জমে থাকা অভিমান নিয়েই একবছর ভীষণ কেটে গেছে একা।দশ-বছরে পা  দিতেই নতুন করে শুরু হোক তবে ।

অনেক ধন্যবাদ অক্ষর সংলাপ পত্রিকা ও প্রকাশনকে সঙ্গে বিশেষ ভাবে আন্তরিক ধন্যবাদ উৎপল বল্লভ মহাশয়কে আমার লেখাকে একটা বই আকারে প্রকাশ করার সুযোগ দেওয়ার জন্য ।
আর তাকেও ধন্যবাদ ফের নতুন করে শুরু করার তাগিদ দেওয়ার জন্য ...

হম্ম এটাই প্রকাশিত প্রথম বই কিন্তু প্রথম নয় ..