যত দূর চোখ যায় ধূসর পৃথিবীটা মিশেছে গভীর নীলে ।
মোহনায় ম্যানগ্রোভ মাথা উঁচু করে সূর্য খোঁজে ,
লোনা জলে তখন ভীষণ জোয়ার ।।
যেদিকে তাকাও বালিতে হামাগুড়ি দেয় ভেসে আসা
তারামাছের মৃত দেহ । মুক্তা ভেবে ঝিনুক সাজায় স্বপ্ন ।
নাহ কাঁটাতারের বেড়া নেই ,নেই কোনো দেওয়ালি বিবেদ
যে আবর্জনা জমে রোজ শহরে ,লোনা জলে যায় সব ধুয়ে।
ট্রলারের লাল বাতি যখন সতর্ক সীমানায় জ্বলতে থাকে
আকাশ বেয়ে নেমে আসা তড়িৎ খেলে যায় তরঙ্গ ।
ঠিক তখন মন খারাপের মন খারাপ গুলো শব্দ সাজায় নিভৃতে ।।