এই ব্লগটি সন্ধান করুন

সমুদ্র সৈকতে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সমুদ্র সৈকতে লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯

আকাশ ছুঁয়েছে লোনা জল: জ্যোতির্ময়





যত দূর চোখ যায় ধূসর পৃথিবীটা মিশেছে গভীর নীলে ।
মোহনায় ম্যানগ্রোভ মাথা উঁচু করে সূর্য খোঁজে ,
লোনা জলে তখন ভীষণ জোয়ার ।।

যেদিকে তাকাও বালিতে হামাগুড়ি দেয় ভেসে আসা
তারামাছের মৃত দেহ । মুক্তা ভেবে ঝিনুক সাজায় স্বপ্ন ।

নাহ কাঁটাতারের বেড়া নেই ,নেই কোনো দেওয়ালি বিবেদ
যে আবর্জনা জমে রোজ শহরে ,লোনা জলে যায় সব ধুয়ে।
ট্রলারের লাল বাতি যখন সতর্ক সীমানায় জ্বলতে থাকে
আকাশ বেয়ে নেমে আসা তড়িৎ খেলে যায় তরঙ্গ ।
ঠিক তখন মন খারাপের মন খারাপ গুলো শব্দ সাজায় নিভৃতে ।।

শনিবার, ৬ এপ্রিল, ২০১৯

আচর

সেবার ঝিনুক কুড়োতে কুড়োতে
একটা বালির রেখায় পেরিয়ে যাই। আস্ত একটা পৃথিবীর মানচিত্র হয়ে কাঁটাতার বসানো ছোবল ।।

তারা মাছের মৃত দেহ তখন সুবজ আভায়
পা পরে ,বিঁধে যায় পা কাঁটায় কাঁটায় ।।

আমি স্রোত হই
তোমাকে ভিজিয়ে রাখি জিভের জলে ।।
 তুমি ভালোবাসো বলেই
তোমায় ছুঁয়ে আছড়ে পরি সানবাঁধানো পাথরে ।।

©জ্যোতির্ময় রায়

লোনা জল

আজ একটু ঢেউ এর কাছে গিয়ে বসবো আমি । আজ একটু তরঙ্গে  ভাসাবো আমার এ বিষাক্ত শরীর ।।

দুর্গন্ধ ছাড়ানো নালি দিয়ে মৃত ভালোবাসার ভ্রূণ উঁকি মেরে দেখে ,কতটা ফাঁদে রাখা পা ,মন কেমন ।।

কেন জানি না ফিরে ফিরে তোমার কাছে? বালির উপর কথা রেখে  ভুল নামের ডাকপিয়ন ।।

আমি জলের ধারে ধারে হেঁটে চলি "নীরবতা পালনে , তোমার দেওয়া শুকনো ক্ষত চিহ্নে  জল ভিজিয়ে দেই ।।

সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখি ....শুধু তুমি আর নেই ।।

©জ্যোতির্ময় রায়

সমুদ্র সৈকতে

এরপর কেটে গেছে অনেকটা বছর । কথা হয়না ,নাম ভুলে গেছি কবেই যেন ।।
তবে বালিয়াড়ির বুকে যখন ঘূর্ণি ঝড় ওঠে
 ধুলোয় স্নান সেরে নেয় ফিরতি মন ।।

তারপর আমি স্নান সেরে নিই নোনা জলে...
     ভালোবাসারা বড্ড একলা কেঁদে উঠে
      বিফল প্রত্যাশার আঙুল নেড়ে ।।

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

আড়ি


একটুকরো মেঘের কোণায় .... লিখছি ডাক নাম
বৃষ্টি হোক বা না হোক .... জল ছবিতে ভরে যায়
কবিতার খাতা ,ফাঁকা ক্লাস রুম সে দিন
মোবাইলের ফ্ল্যাসে জ্বলে উঠে তোমার মুখ ।
জানালার কাঁচ ভাঙে ... ভাঙতে দাও আরো
ভাঙ্গা আয়নায় মুখ দেখে নি এখন মাঝে মাঝে .... ।
হয়তো ভালই আছো ,আর জ্বালাবো না কোনো দিন ॥
গাল টিপে ,কিংবা চিমটি কেটে ,পেন বাক্সে থেমে গেল সব
এখন দেশলাই বাক্সে কথা জমাই
জড়িয়ে ধরে কান্নারা না হয় ... বাষ্পীভূত ... ॥

সমুদ্র সৈকতে



পড়ন্ত বেলা তখন ,আমরা সাত জন
জলের দেশে পাড়ি ,শহরে একঘেয়েমি ,ব্যস্ততা এবার আড়ি।
ঢেউয়ের পর ঢেউ ,বালির পর বালি
সূর্য তখন মাথার উপর ,শরীর ভাসিয়ে একটু
অবসর । আমি গল্প খুঁজি আরো নদীর খোঁজে
তাই স্বপ্নের তরঙ্গে একটা খোলা আকাশ খুঁজে চলি ।।

নোনা জল



রাতের সব তারারা এখন প্রহর গুনছে ,নীল মিশেছে নীলে, নিলে(nill) ।ঝিনুকের গল্পটা না হয় বলবো অন্য কোনোদিন ।।

বালির দাগে দাগে জল কেটে গেছে সীমানা ছুঁয়ে যাওয়া অবাধ্যতায় ।
গুটি গুটি পায়ে হেঁটে গেছি আমি জল ছুঁয়ে।।

তোমার ছুঁয়ে দেখার আস্পর্ধা গুলো তীব্র হিংস্র হয় ।আমার হাতের মুঠোয় তারা ভর্তি স্বপ্নের ভুলভ্রান্তি গুলো সত্যি হবার চেষ্টা করে ।।

ভেসে আসও তুমি তরঙ্গে ,ঢেউ হয়ে ।।