রাতের সব তারারা এখন প্রহর গুনছে ,নীল মিশেছে নীলে, নিলে(nill) ।ঝিনুকের গল্পটা না হয় বলবো অন্য কোনোদিন ।।
বালির দাগে দাগে জল কেটে গেছে সীমানা ছুঁয়ে যাওয়া অবাধ্যতায় ।
গুটি গুটি পায়ে হেঁটে গেছি আমি জল ছুঁয়ে।।
তোমার ছুঁয়ে দেখার আস্পর্ধা গুলো তীব্র হিংস্র হয় ।আমার হাতের মুঠোয় তারা ভর্তি স্বপ্নের ভুলভ্রান্তি গুলো সত্যি হবার চেষ্টা করে ।।
ভেসে আসও তুমি তরঙ্গে ,ঢেউ হয়ে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন