চল একটু বৃষ্টির কাছে গিয়ে বসি ।মেঘেদের নরম মাংস খবলা খবলা হয়ে ঝরে পড়ছে যেখানে ,রক্ত গঙ্গায় স্নান সেরে নিক ভগবান বা আল্লার কোনো স্তুস্তিকারক ।তারপর ধুপ চন্দনে গা মুছে নেবো আমরা ।।
বৃষ্টি মানেই ইমোশন । পৃথিবীর মানচিত্রে কামড় বসায় যেখানে পৌরষ্য আভিজাত্য । দ্রাঘিমায় নেমে আসুক কাপড়হীন চাঁদ যাতে আচর দিতে কষ্ট না হয় কারো ।।
পৃথিবী কিন্তু কাঁদছে না ,সিগারেটের প্রেমীকি ছেঁকা স্তনের উপর ,তবুও মাগিটা হসপিটালে যায় ,স্বামীর রক্ত জোগারে ।। রাতের রজনীগন্ধার শরীরে তোমরা পোহাতি মেঘ এঁকে দিও ।।
রাস্তাটা চলন্ত সাপের মতো হাঁ করে থাকে । ষোড়সী মেয়েটা বেশ ডাগর লাউ পাতার মতো ।হায়নারা পিছু নেবে আর নিউজ হবে রোজকার মত।।
চলো আমরা বৃষ্টিতে গিয়ে বসি । তোমার ভরা নদীতে সাঁতার কাটি কিছুক্ষন । তুমি নাহয় ডাস্টবিনে ছুঁড়ে ফেল আমার দেওয়া প্রেম উপহার ,আমি ছেড়ে চলে গেলে এরপর ।। আবার বৃষ্টিতে গিয়ে বসো , দেখবে তুমিও বিক্রি হয়ে যাবে একদিন "এক রাতে কত ? " এর দামে ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন