এই ব্লগটি সন্ধান করুন

তারে আমি চোখে দেখিনি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তারে আমি চোখে দেখিনি লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

তোমার অভিমুখে



আমার শরীরে হাজার উল্কা পাতের ক্ষত ,
গলন্ত লাভায় কাগজের নৌকা ভাসাই ,
দালনা রোদে নিরব মন হাসে
দূর্বা ঘাসে বৃষ্টির ছোঁয়া পাই ॥
গভীর থেকে আরও গভীরে
আরও একটু নিচে কলশিতে রাখা জল ,
সিলিং ফ্যান ঘুম পারিয়ে গেছে
বারুদ কেন জ্বালায় ওরা বল ?
আমি নদীর মতো চলেছি বয়ে
মোহনার কাছে হঠাৎ বালুচর
কত আপন ছিল উষ্ণ চুমু গুলো ,
কথা বলার মুহূর্তরা হয়ে গেছে পর ॥
তবুও নদী হয়ে ,তোমার শহর বেয়ে চলি
আমার  পৃথিবীর বুকে তোমার রঙ তুলি ।
চাঁদের গায়ে এঁকে রাখা স্বপ্ন
তোমার কক্ষ পথ হয়ে ঘুরে 
গাইছি বুঝি গান আবার তোমার সুরে ॥

বুধবার, ৬ মার্চ, ২০১৯

ভালবাসি শুধু: জ্যোতির্ময় রায়





যত দূর চোখ যায়
একটা নীলচে পর্দা জানালায়
তুমি ছুঁয়ে দিলে আমার রং তুলি
লাল, নীল, হলুদ আবীরে সবুজ সিগন্যাল
চৌমাথা মোড়ে আর গাড়ি থামেনি॥
পারলে একটু মেঘ ধার দিও আমাকে
আমি দূর্বা ঘাসে বৃষ্টি হয়ে পড়বো
শিউরে উঠবে তোমার শরীর
আর একটু ছুঁয়ে দিতে ….॥

শুক্রবার, ১৮ জানুয়ারী, ২০১৯

তোর জন্য: জ্যোতির্ময়



         

তোর জন্য আমার আকাশে জ্বলে
হাজার সাঝ বাতি
তোর জন্য মনের ভিতর স্বপ্নের খেলনা ঘর পাতি ।
তোর জন্য ফোটে আমার মরুদ্যানে হাজার রকমের ফুল
তোর পৃথিবীতে জায়গা পাবো বলেই
তোর স্বপ্নেই মশগুল ।।
শূন্য ঘর আমার ছিল সাজানো একাকিত্বে ,
হঠাৎ এক আকাশ তারায় ভরে গেল ,তোর সান্নিধ্যে ।
পড়ে থাকা ছেড়া ডাইরিটা পেল  জীবন
কাঁচের খাঁচা ভেঙ্গে মুক্ত হলো যে মন ।।
তোর জন্য আমার তুলসী তলায় জ্বলে প্রদীপ
তোর জন্য বিপর্যস্ত জাহাজ পেরোলো অন্তরীপ ।
তোর জন্য সূর্য্যটা রোজ পুবের জানালায় উঁকি দিয়ে যায়
তোর জন্যই হয়তো আজ আরো কিছু তোকে
নিয়েই মন লিখতে চায় ।।

বৃহস্পতিবার, ৩ জানুয়ারী, ২০১৯

তারে আমি চোখে দেখিনি :জ্যোতির্ময়





তারে আমি চোখে দেখিনি
কিন্তু তার চোখে আমি চোখ রেখেছি ।
রাত পাখি প্রজাপতি হয়ে গেছে
আনমনে তার কথাই ভাবতে লেগেছি ।।
মনের গভীরে ..আমার সমুদ্রে জেগে উঠে প্রবাল দ্বীপ ,
অন্ধকার এই ঘরের ভিতর হঠাৎ জ্বলে উঠে প্রদীপ।।
মনে মনে ..রামধনু রঙ্গে ছবি আঁকছে যে মন ,
ভুলে যাই কথা ,কেন যে অযথা ?
প্রতীক্ষা যে আমার ,দেখা হবে তার সাথে কখন ??

বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

ভালোবাসি শুধু

ভালোবাসি_শুধু
 ************

   ©জ্যোতির্ময় রায়

যত দূর  চোখ যায়
একটা নীলচে পর্দা জানালায়
তুমি  ছুঁয়ে দিলে আমার রং তুলি
লাল ,নীল ,হলুদ আবীরে সবুজ সিগন্যাল
চৌমাথা মোড়ে আর গাড়ি থামেনি ॥
পারলে একটু মেঘ ধার দিও আমাকে
আমি দূর্বা ঘাসে বৃষ্টি হয়ে পড়বো
শিউরে উঠবে তোমার শরীর
আর একটু ছুঁয়ে দিতে .... ॥

বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০১৭

সবটুকুই_তো_তোমার_জন্য

সবটুকুই_তো_তোমার_জন্য
      
অসুস্থ শরীরের একি এ কিসের ক্ষত?
একি শরীরের বেয়ে নামছে কেন শুষ্ক নদী ?
আমার কাছে থাকত যদি যন্ত্রনা সব মাপার যন্ত্র  ।
নিকোটিনে মিশে গেছে স্বপ্ন ....।
অন্ধকারে জ্বলছে মৃত প্রেমের শরীর।
নস্টালজিক ..ছেঁড়া মৃত ডাইরি হাতে আজ কবি ।।
শব্দমালাও জানে ..হৃদয় নিংরানো অপ্রকাশিত শব্দের
যন্ত্রনায়..দূর্বা ঘাসের মাথায় জমে শিশির ।
কালো মেঘে হয় একপশলা বৃষ্টি ।
গলির ওই ল্যাম্পপোস্টের আলোয়
সন্ধ্যায় জমে আজো প্রেম ,
উষ্ণ চুম্বনে ,আলিঙ্গনে ,দু-চোখে জমে প্রচুর স্বপ্ন ।।
আজো এই অমবস্যার মাঝ রাতে
যুদ্ধ করি কার সাথে ,ভিজে গেছে পাশবালিশ ।
ভাঙ্গা আয়নায় দেখছি তোমার প্রতিচ্ছবি
বর্তমান অতীতকে  করে ছোট্ট ছোট্ট ভুলের নালিশ।।
ভাঙ্গতে গিয়েও পড়ছি ধরা ,
হারিয়ে যাচ্ছে নিজের সত্বা
প্রেমের ফাঁকা ফ্রেমে হারিয়ে গেছি ।
আকাশে ভুল করে ঢোকা শঙ্খচিল আমি তোমার
হারাচ্ছে একে একে সব
আরো কত কি আছে হারাবার ভাবছি ।
তাই "আকাশ বেয়ে নামছে নদী
আমার কাছে থাকত যদি যন্ত্রনা সব মাপার যন্ত্র ।।"

শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

কোনো না কোনো দিন

#কোনো_একদিন
        @জ্যোতির্ময় রায়
আর কতটা পথ বাকি?
আর কয় পা সামনে এগোলেই
বর্তমানেকে পেরিয়ে কয়েক আলোকবর্ষ
সামনে পৌঁছে যাবো আমি ?
জনসমুদ্রে মিশে যাওয়া সত্বা
খুঁজে আনে মৃত প্রেমের লাশের তদন্ত ।
যন্ত্রনাক্লিষ্ট মুখগুলি শব হবার অপেক্ষায়
শশ্মানের কাঠ গোরায়া দাঁড়িয়ে মুক্ত প্রাণ
গল্প শোনায় ..."চেয়েও না পাওয়ার বা
পেয়েও হারিয়ে ফেলার "
ফ্যালিয়রদের কাহিনী কজন শোনে বলো ?
অথচ সংখ্যায় এরাই বেশী ।
নিজের সত্বা হারিয়ে অন্যের গানে গলা মেলাই।
ইতিহাস তখনই ভূলে যায় এদের কথা ।
আমিও এই দলেরি লোক ।
চলছি ..ঝাপসা অন্ধকারে পথহারা বার
এরই মাঝে ..খুজি আজো তোমায় ।
হয়তো কোনো একদিন ..আবার দেখা হবে ।
কোনো স্টেশনে আধবা বাস স্ট্যান্ডে
অধবা জনস্রোতে ..আমি তখন
ওই ইতিহাসহীন কোনো কবিতায় মিশে যাবো ।।