এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ২৬ মার্চ, ২০১৭

নীলাঞ্জনা তোমাকে (Nilanjana tomake )




একটি প্রেমের গল্প .... কবিতা আকারে



নীলাঞ্জনা তোমাকে
***************

উৎসর্গ : আমার প্রাক্তন প্রেমিকাকে ও তোমাকে

  জ্যোতির্ময় রায়

              (১ )
পুরনো অ্যালবাম থেকে হঠাৎ একটা ছবি মাটিতে পড়ে গেল ....ঝাপসা আলোয়
একটা মুখ ভেসে এলো
কিছু কথা ,কিছু ব্যাথা কিছুটা মধুর খেলা
আজ মনে পড়ে গেলো ...
অভির l
একটা সিগারেটের পুড়ে যাওয়া মুহূর্ত গুলো অনুভব করতে করতে ...একটা দীর্ঘ শ্বাস নিল সে .....

নাহ একটুকুও ভাবছি না
*******************

একটুকরো আগুন জ্বলছে
সিগারেটের ধোঁয়ার ফাঁকে
এস্ট্রেতে ছাই ভষ্ম জমে
নীলাঞ্জনা সত্যি বলছি ভুলে
গেছি তোমাকে l
স্নায়ুতে চলমান রক্ত প্রবাহ
অড্রিনালের ক্ষরিত হরমোন
একি এ কিসের উদ্দীপনা
অমাবস্যায়া কেন চাঁদ খুঁজে যে মন ?
আগুনে ঝলসানো হৃদয়টা
কেন কালবৈশাখী চায় ?
সব নিঃস্ব কেন আজ
চন্দ্রাকর্ষনের জোয়ার ভাটায় ?
কবিতা খুঁজে ভাষা কাব্যের ,
এ কেমন হ্যালোজীনেসন
স্বপ্ন হারায় জীবনের l
অ্যালকোহলিক মন ....মরীচিকায়
যাই দেখি ,মনে হয় যেন সবই অভিনয় l
হিস্ট্রি খাতার পাতায় গল্প ছড়ানো
মস্তিষ্কে অব্যক্ত ভাষার তরঙ্গ
আবর্জনা l
সত্যি বলছি নীলাঞ্জনা তোমাকে
একটুকুও ভাবছি না l

      (২)
লোকে বলে প্রথম প্রেম সত্যি ভুলা যায় না
কিন্তু কিভাবে সে প্রেম হয় ...কিভাবে ভাল লাগে তাকে ....কেন ভাল লাগে ...
কেউ কি বলতে পারে ?
নাহ ...হয়তো কিছু কথা মনে থাকে ..
কিছুটা ....হারিয়ে যায় স্মৃতির পাতায়
#হিস্ট্রি_ক্লাস
*************

অতীত এসে বর্তমানে গল্প শোনায়
আর ভবিষ্যৎ বর্তমানে লুকোচুরি খেলে l
হিস্ট্রি ক্লাসে বসে চুপচাপ
শাহাজাহানের শিল্পনির্দশন
"আজও যে কাঁদে তাজমহলে
শাহজাহানের মন "
নিঃশব্দ গল্প শুনছি
পাশের বেঞ্চে ..."তুমি" ও গো নীলাঞ্জনা
মাঝে মাঝে হাসির ঝিলিক
উপচে পড়া জোয়ারের মতো
আর আমি ,স্বপ্নে মশগুল
স্যারের গল্পে আমি শাহাজাহান
বেগম যে তুমি ও গো মমতাজ l
ইতিহাসের পাতায় ,
কি করে বলি তোমারি যে এই হৃদয়ে রাজ ?
ঘন্টা বাঁজে ,ক্লাস শেষ হয়
আমার হৃদয়ে গড়ে উঠে একটা
তাজমহল l

                        (৩ )
ছোটো বেলায় ভালোলাগা লোকটার মুখে হাসি ফোটাতে বা ইমপ্রেস করতে শুধু তার কাছেই সব বদমাশি ,দুষ্টুমি ...হারিয়ে যেত ...ভদ্র ছেলের মতো থাকতাম সব সময় ...
প্রথম প্রপোজ ...যখন করি তখন হল্কা ভয়
হল্কা উত্তেজনা ..একটা লজ্জা ...মনে পড়ে সেই সব দিন ?

প্রথম প্রপোজ
**************
টিউশন ছুটি অঙ্কের
সাইকেল নিয়ে আমরা কজন বন্ধু
নিতাম পিছু রোজ তোমার l
তোমরা শুধু মুচকি হেসে
ভেংচি কেটে যেতে
রাস্তায় প্রতিদিন সাইকেল নিয়ে
আমার হিরো সাজার প্রচেষ্টা বিফল
"যা চেন পরে গেল !"
হাসতে তুমি
ক্যাবলার মতো তাকিয়ে থাকতাম
ছোট্ট মনের বড় আয়নায়
ভেসে আসত তোমার মুখ রোজ
একদিন বিকেল বেলা ...
একটু ভয় ,একটু উত্তেজনা ...
বড় একটা দম নিয়ে...
.তোমায় প্রথম বলা
 তুমি রইলে শুধু চুপ .....l

          (৪ )
আচ্ছা কেউ কি বলতে পারে প্রেম কেনো হয় ?
কেউ কেউ আবার বলে প্রেম হয়ে যায় ..
কোনটা সত্যি ..কোনটা মিথ্যা ...সেটা জানি না ...তবে জানি ...
একটা অনুভব ...একটা অন্যরকম অনুভূতি ..যা মুখ ফুটে বলা যায় না l
#প্রেম_হয়_যে_কেন_?
************************

প্রেম যে কেনো হয় ..কেউ কি তা জানে ?
কেনো তার কথাই আনমনে পরে যে মনে ?
প্রেম যে আগুপিছু ..হায় ভাবে না কিছু
অনুভূতিরা খেলে যায় ...হৃদয়ের গোপনে l
কি যে হয় ,কেনো এমন হয় ?
খামখেয়ালে ভুলে যায় সব কিছু কেন যে মন ?
চুপি চুপি ক্রমশ বারে যে আকর্ষণ l
গল্প গুঞ্জনে ...যাই মিশে বারে বারে
ইচ্ছেরা ডানা মেলে যে আকাশে উড়ে l
এভাবে তুমি গল্পে এসে মিশে যে যাও
সারাদিন তোমাতে মজে যাই
রাতেরই স্বপ্নে তোমাকেই খুঁজে পাই l
আমাকেও তুমি একটু ভালোবাসা দিয়ে যাও l l
"পেরোবো দুজন মিলে পরীদের রাত
রেখে কাঁধে কাঁধ ,চোখে চোখ আর হাতে হাত
কি করে জানবো আজ সারদিন
তোমাতেই কতটা হয়েছি বিলীন l "
এ যে মন হামেশাই, তোমাকে কি করে বোঝাই
কি যে হয় ,কেনো যে হয় ..
খামখেয়ালে তোমাকে পরে মনে
হাওয়াতে ইচ্ছে উড়াই l "
প্রেম হয় যে কেনো কেউ কি জানে ?
প্রেম আগুপিছু ভাবেনা কিছু ...
এলোমেলো সব গুছিয়ে নি ..
পাগল এমন তোমাকেই ভাবে ..
বারে বারে তোমার দিকে তাকাই .
..........তোমারি টানে l


          (৫ )
যখন প্রথম প্রথম কাউকে ভালোলাগত
তাকে শাড়ি পড়ে দেখবো বলে সরস্বতি পুজোয় তার জন্য বসে থাকতাম কখন আসবে সে ...?
তার শাড়ি পড়ে বৌ সাজা দেখতে মন যেনো ব্যাকুল হয়ে যেত .....
মনে পড়ে সেই সব দিন ....?
হলুদ শাড়ীতে
**************

আজ সরস্বতী পুজো
অনেক দিনের একটাই প্রত্যাশা ,
তোমার শাড়ি পড়ে বৌ সাজা l
সকাল সকাল কনকনে ঠান্ডায়
স্নান ........অনিচ্ছায় ,
তোমার মধ্যাকর্ষণ টানে যে
মন তোমার কাছেই বারবার ছুটে যায় l
সকাল সকাল তাই স্কুলে তে আসি
আজ বলবোই "তোমায় আমি সত্যি খুব ভালোবাসি "
অমি বসে আছি স্কুলের বারান্দায় ,
কখন আসবে তুমি ?
রাস্তার পানে তাই চোখ দুটি বারেবারে চায় l
সবাই চলে এসেছে
শুধু তুমি আসোনি ,
তোমার জন্যই বসে আছি
অঞ্জলী যে এখনো আমার দেওয়া হয়নি l
বেলা যে ও গো বয়ে যায় ,
এখনও বসে আছি তোমার প্রতীক্ষায় l
রীনা ,বিনা ,দিপালী ,মৌমিতা ,
রুম্পা ,ঝুম্পা ,সান্তনা ,সঙ্গীতা l
সবাই এসেছে ,শুধু তুমি আসোনি ,
তোমায় দেখবো হৃদয় ভরে
তবে কি বিফল প্রত্যাশাখানি l
"কি রে মুখটা কালো করে কেন বসে ?
যদি সে আজ না আসে ?"
এমন সময় আমি অন্যমনস্ক
"নাহ্ আর যায় না যে থাকা "
হটাৎ হৃদপিন্ডে রক্ত চাপ বেড়ে যায়
সামনে তুমি ,আমি ভ্যাবাচ্যাকা l
কি একটা বলবো ভেবেছিলাম
মাথায় স্নায়বিক তরঙ্গে চুম্বকীয় আবেশ ,
ইসস্ ভুলেই গেলাম
তবে হলুদ শাড়িতে তোমায় লাগছিলো বেশ l l

(৬ )
মাঝে মাঝে এমন হতো ....তার সামনে দাঁড়ানোর সাহস যেনো উড়ে যেত
তাকে সেই প্রথম প্রেম পত্র পাঠানো ...আর তার নিস্তব্ধতা ....কেমন একটা দোটানা অনুভূতি ...হঠাৎ তার কথা না বলা ..

#একলা_বিকাল
*****************

গৌধূলি বিকেল ,আকাশে সিঁদুরে মেঘ
মনের ভিতর ধূসর মরুভূমি
"শূন্য "তোমার মনের গাণিতিক সমাধান l
নীল আকাশের সাথে কথা কই
সন্ধ্যা নামে , গরুর পাল নিয়ে আজও
বাড়ী ফিরছি ...শুধু ছন্দহীন কবিতায়
শালিক ফিরেছে বাসায়
নাহ্ ! বকও ক্লান্ত ,প্রতীক্ষায় থেকে থেকে
মাঠের শেষ প্রান্তে একটা সিঁদুরে
মেঘের আড়ালে সূর্য্যের বিদায়
"আজ পাঁচ দিন কথাহীন তোমার সাথে "
তুমি জেনেছ তাই ......
পেনবাক্সএ রেখেছিলাম চিঠি
" তোমায় ভালোবাসি "
তুমি নির্বাক ....আমি আর তোমার
সামনে দাঁড়াতে সাহস পাই না
তোমার থেকে কোন উত্তর নেই কেন ?
আমি বুঝি না l l



(৭)
কখনো কখনো ...এমন হয় যে প্রিয় মানুষটার সামনে যেতে লজ্জা লাগে
প্রপোজ করার পর তার সামনে দাঁড়াতে পারি না ...তখন কেউ একজন ইন্টারমিডিয়েট এর কাজ করে

#তোমার_উত্তরের_প্রতীক্ষায়
****************************

যতো দিন যায় আমার ডায়রী খাতাটা
আস্তে আস্তে ভর্তি হয় ,
তোমায় লেখা না পাঠানো চিঠি গুলো
আমার রোজ খেলনা বাক্স এ পরে রয় l
আজ চার মাস কথাহীন
নীরব মোদের পৃথিবী,
কতটা ভালবাসি একদিন
ঠিক বুঝবে জানি l
কাল যখন আমার সামনে দিয়ে গেলে ,
হৃদয়ে এলো ঝড় ,একটা ভয় মেশানো ভাললাগাতে আমায় ভরে দিলে l
তোমার কথা অনেকের কাছে
আমি করি জিজ্ঞেস ,
এখন তাই জয়ন্তীই আমাদের ইন্টারমেডিয়েট l
কত চিঠি পাঠাই তার হাতে
সে বলে তুমি পড় কিন্ত নো রিপ্লে ,
অপ্রকাশিত যন্ত্রণায় তাইতো হৃদয় জ্বলে l
আর কতো দিন বলো থাকবো
তোমার উত্তরের প্রতীক্ষায় ?
কত দিন কত রাত যে ওগো
একলাই চলে যায়.......l

(৮)
প্রিয় মানুষটার সাথে কি ঝামেলা করে ঠিক থাকা যায় ?
যায় না নাহ্ !....কেউ পারে না থাকতে
তাই .....
#নতুন_করে
*************

গাণিতিক সমস্যা গুলি যেমন সচ্ছ
সমাকলনের প্রমাণ ....
নির্দিষ্টের মধ্যে লুকিয়ে থাকে নির্দিষ্ট মান l
ত্রিকোণোমিতির sin,cos ,tan θ (থিটা )
উপপাদ্যটা বুদ্ধির খেল কিন্তু সোজা l
আমি গাণিতিক জগতে বিদ্যমান
বাস্তবে দ্বিঘাত সমীকরণের মান
চেয়েও না পাওয়া,কিংবা অন্য সমাধান l
"ম্যাথটা করে দে না "
পুরনো এক স্বর এলো কানে
তুমি যে সামনে থাকবে সেটা কে যানে ?
সমপাদ্যের সূক্ষ মানে গন্ডগোল l
আঠারো মাস পর কি তোমার হৃদয়
গলে হলো অবশেষে জল ?
আমি ভূগোলের জোয়ার ভাঁটার অন্তরে
করেছি ভুল ,সেটাতো চব্বিশ ঘন্টায় দু বার হয় ,
ম্যাথ করে দিলাম চটপট তোমায় খাতায় l
তুমি "thank u "বলে যাচ্ছিলে চলে
এতো দিন পর কি নিমজ্জিতমান হিমশৈল কি গেল তাহলে গলে ?
"ওই শুন না .." ..".কি .....?"
ইসস ...আবার গেলাম ভুলে
"পাগোল "বলে গেলে চলে ....
নতুন নয় পুরনো সুর কিন্তু নতুনত্বে ভরা ,
হৃদয়ের হালকা ভয় মেশানো অনুভূতিরা ,
আবার দিল বুঝি নতুন করে ধরা l l


(৯)
বেনামী চিরকুট
**************
পর্ণমোচীর পত্র ফলন শেষ,
আকাশে টুকরো কুয়াশার আবেশ l
কোকিল ডাকে যে কহু সুরে,
তুমি আছো যে প্রিয়া আমার পুরো হৃদয়টি জুড়ে l
মনের মৃত অরণ্য যে পেল জীবন ,
ফুলে ফুলে ভরে গেছে সারা বন l
গান পেল সুর ...মনের কবিতায় এলো ছন্দ ,
"কি গো ?
কি ভাবছো এতো ? তোমার মনে কি
আমায় নিয়ে চলছে এখনো দ্বন্দ্ব ?"
অভিকর্ষ টানে বেঁধেছো যে আমায় তুমি ,
নাহ্ ! ছুটে যেতে পারি না মুক্ত বেগে আমি l
শিরায় শিরায় মধ্যাকর্ষণ তরঙ্গের প্রবাহ তোমার ,
সত্যি বলছি
তোমায় ছাড়া কাউকে ভাবি না আরl
তোমার চুম্বকীয় টানে আবেশীত যে মন ,
হালকা ভয় মেশানো অনুভূতিরা খেলে হৃদয়ে ,
পাশে দিয়ে যাও তুমি যখন l
আমার পেন বাক্সে বেনামী চিরকুট উদ্ধার,
"পাগলামি করছো কেন তুমি আবার ?"
"আমি ছিলাম তোমার ,আছি এখনো তোমার "
আমার মনে ফাল্গুনী পূর্ণিমার আগমন ,
এতো দিন পর ভাষা পেলো বুঝি মন l
"আরে একি ?এটাতো তার হ্যান্ডরাইটিং না "
মনে আবার তৈরী হলো আর একটা ধোঁয়াশা l l


(১০)
হোলি এর সময় প্রিয় মানুষটাকে রং মাখানোর একটা ইচ্ছা থাকে l তার নরম গালে রং মাখিয়ে ভালোবাসার রঙ্গে রঙ্গিন হতে চায় মন
#হোলি_হে
**********
এলো রে রংএর বাহার
জানালা বন্ধ ,দরজা বন্ধ
চুপটি করে বসে কেনো প্রিয়া আমার
রাধা তুমি ,কৃষ্ণ আজ যে আমি
রং মাখাবো তোমায় যে আজ
বসে আছো কেন হয়ে অভিমানী ?
সব কিছু আজ খুশির রংএ দেবো রাঙ্গিয়া ,
প্রেমের রংএ ভরিয়ে দেবো ওগো আজ কে দুনিয়া l
মন আজ যে মাতোয়া ..বসন্ত উৎসব ,
এসো ওগো প্রিয়া অভিমান ভুলে সব l
 আর বসে না থেকে এসো
একটু রং তোমায় লাগাই
মোদের এই ভালোবাসার পৃথিবীটাকে
আরও রঙ্গীন করে সাজাই l
এই নাও রং ,আমায় মাখাও বেলা বয়ে যায় যে ,
প্রাণ খুলে ,হাসি মুখে বলো হোলি হে l l

(১১)
কখনো কখনো এমনও সময় আসে প্রিয় মানুষটাকে ছেড়ে দূরে চলে যেতে হয়
কিছু করার থাকে না ...তখন শুধু একটাই সান্তনা ..দিয়ে প্রিয় মানুষের মুখে একটু অশ্রু মিশ্রিত হাসি দেখতে চায় ...আর বলা হয়
#অপেক্ষা_করো
******************

তুমি ভালো থেকো ,ডায়রি খাতার পাতায়
আমি অন্ধকার আকাশের ঘুমঘুম জ্যোতিষ্ক
তোমার কক্ষপথে বিচরন l
মাধ্যমিক পরীক্ষাটাও শেষ
বাবা বললেন মেদিনীপুর যাও
বাড়ীতে আর রাখা যায় না
একটু শুধরে আসবে ,গুরুকুল জীবন l
তোমায় প্রতিদিন জ্বালানো আর
অগ্নি বাষ্পের নির্গতন তোমার চোখে
অসম্ভবের ....কিছু ভালোলাগা
মনে বসন্ত ডাকে "পাগল একটা "
আজ অবসান ...হয়তো গল্পটা এখানেই শেষ l
তুমি ভালো থেকো ...নিয়ে আমাদের
চাঁদ আকাশের গল্প ..
সঙ্গী শুধু স্কুলের স্মৃতি
আমি নিরুদ্দেশ l
কিন্তু তুমি যে ব্লাড সার্কুলেশনের
জোয়ার ভাঁটার বর্তমান ...আর থাকবেও
ফিরে যদি আসি কখনো
দেখা হবে l
আর হ্যাঁ মাঠে যেও কিন্তু
বিকালের গোধূলি সন্ধ্যায়
হয়তো আমায় পাবে ....অনুভবে l
মেঘের আড়ালে হারিয়ে যাবো
বেঞ্চে যে নাম লিখেছিলাম
ওটাই কথা বলবে দেখো ..আমার
শুধু তুমি ভালো থেকো
বৃষ্টিতে ভিজে ...নিয়ে অভিমান মিছে মিছে
কোনো এক কাক ভোরবেলায়
ফিরবো ...একদিন
তুমি অপেক্ষা করো l l

(১২)

#কেমন_আছে ?
*****************

দিন কাটে ,রাত কাটে ,সময় যে বয়ে যায়
নিমেষেই কত কথা গল্প হয়ে যায় l
সেই কবে ...কতো দিন দেখিনি
আমাদের সেই পশ্চিমের মাঠ
আচ্ছা এখনো কি গোল্লাছুট খেলে
বরবউ খেলা হয় ? আম গাছ থেকে
পরে গিয়ে দীপুর যে হাত ভেঙ্গে ছিল
গাছমাছ খেলা ..ঠিক হয়েছে ?
দূপুর রোদে শিমুলডাঙ্গায় মাছ ধরতে যেতাম
মায়ের বুকুনি ..তবুও ঘুড়ি উড়ার নেশা ...
ডাংগুলি হাতে ....এখন সব ঝাঁপসা l
মনে কি পড়ে তোমার কখনো আমাকে ?
আনমনে ভুল করেও একবার ?
ক্লাসের লাস্ট বেঞ্চে বসে করতাম ডিস্টার্ব
বিরক্তকর ...সেই অংকের স্যার ক্লাস নেয় ?
স্পোটের সময় ক্লাস নাইনয়ের ছেলেদের
সাথে সে কি মারপিট ফুটবল খেলায় কেমন আছে ক্লাসের বেঞ্চগুলি
পরীক্ষার একমাত্র সম্বল l
লোহাগঞ্জের চৌরাস্তায় এখনো দাঁড়াও ?
অপেক্ষা করতে আমার জন্য ..
এখনো করো ?
তুমি কেমন আছো ?
নিশ্চই মোটা হয়ে গেছো আগের থেকে ?
চুলে ফিতে এখনো বাঁধো ..লাল ফিতে ?
সরস্বতী পুজোয় শাড়ি পড়েছিলে এবার ?
হলুদ শাড়িতে তোমায় কিন্তু দারুণ মানায় l
কেমন আছে আমার টগর ফুলের বাগান ?
ফুল ফোটে ?প্রজাপতি আসে মধু খেতে ?
মায়ের কোলে মাথা রেখে অনেক দিন ঘুমাইনি জানো ?
বাবা যে পড়তে না বসলে ধমক দিতো
আর আমি তো কেঁদে একাকার ..
মায়ের কাছে করতাম নালিশ
বাবাকে বকে দিতো ....
অনেক দিন মা কে নালিশ করিনি l
কেমন আছে তোমার ভুলু ...?
এখনো কি কামড়ায় আগের মতো ?
কালবৈশাখী ঝড়ে আম কুড়াতে যাও ?
ইসস্ সেবার মাথায় আমের ডাল ভেঙ্গে পড়েছিল
সে কি ব্যাথা ...বিছানায় ছিলাম তিনদিন l
আজ এই বৃষ্টির দিনে খুব ভিজতে ইচ্ছে করছে
আমার কয়েক ফোঁটা অশ্রু বৃষ্টিতে মিশে গেছে
স্মৃতির পাতায় ....
কেন জানি না মাঝে মাঝে
আমার ভিতরে অঝোরে বৃষ্টি হয় l

(১৩)
আমি_ফিরেছি
*****************

দেখতে দেখতে পাঁচ পাঁচটা বছর কেটে গেল
তুমি হয়তো ভুলেই গেছো আমায়
আমার অস্তিত্বের যে নির্দশন
আজ হয়তো ধুয়েমুছে গেছে ...বৃষ্টির জলে l
আমি বাস্তবটাকে কল্পনায় আঁকছি
বদলে যাওয়ার .....নিশ্চই বদলে গেছে সব ?
লোহাগঞ্জের সেই চৌরাস্তার মোড়ে
নিশ্চই জমজমাট হয় এখন ?
অনেকদিন পর বাড়ি যাওয়ার আনন্দটাই আলাদা
কল্পনারা মেঘের আড়ালে জমে
"টুপটাপ করে বৃষ্টি পরে
আমার ধানদূর্বার মাথায়
 আমি শিউরে উঠি খেঁজুর পাতার মতো
কালবৈশাখী ঝড়ে যেমন কাঁপে l "
চারটায় বালিচকে ট্রেন ..
জিনিসপত্র যা নেওয়ার নিয়েছি
আস্তে আস্তে সূর্য্য বিদায় জানাল
আমি স্মৃতির আধখানা চাঁদ হয়ে
সন্ধ্যায় উঠছি ...সরেসরে যাচ্ছে
মাঠ গাছপালা বাড়িঘর ....সময়টা তো
অনেকটা বয়ে গেছে ....সবার অলক্ষ্যে l
হাওড়াতে দাদা এসেছিল ...সেও বাড়ি যাবে
আমায় দেখে জড়িয়ে ধরলো
"অনেক বড়ো হয়েছিস তো
সেই ছোট্ট বেলায় দেখেছিলাম "l
নটায় শিয়ালদহে ট্রেন ...গৌড় এক্সপ্রেস
ট্রেনে ভিড় ভালই ছিল জেনারেল কোম্পর্টমেন্ট
যায়গা পেয়েছিলাম বসার ...
চোখ লেগে এসেছিলো ..ক্লান্ত ছিলাম
অনেক কাজ করেছিলাম যে l
"উঠরে ..মালদা এসেছি "
চোখ মুখে জল দিলাম ...
পুব আকাশে সূর্য্য উঠেছে ...
ট্রেনের চিমনীর ধোঁয়ায় আকাশটা
পরিষ্কার দেখলাম ...পাখি উড়ছে ট্রেনের
সঙ্গে পাল্লা দেওয়ার বিফল প্রচেষ্টা l
গঙ্গারামপুর স্টেশন ..দাদাকে বললাম
"ঠিক যায়গা তো ?" সব যে অট্টালিকা
ট্রেগারে চেপে চল্লিশ মিনিট ..
"একি এটা কোথায় ?এটা কি সেই চৌরাস্তার মোড় ?"
চিনতে পড়লাম না ...বদলে গেছে সব
পা রাখলাম ...বাবা এসেছিলো নিতে
বাবাতো অবাক "এক নম্বর দুষ্টু ছেলেটা
কি করে এতো শান্ত হলো ?
সাদা পোশাকে ,মাথায় এতো বড়ো টিকি
থাকলে কে চিনবে বলো ?
চেনা রাস্তা ..সেই আমের বাগান নাহ্
সেই পশ্চিমের মাঠ ...
সব একই আছে শুধু বদলে গেছি আমি l
আমায় পেয়ে মায়ের চোখে জল আনন্দধারা
পাড়ার অনেক লোক জমে গিয়েছে বাড়ীতে
"বেশ মানিয়েছে সাদা পোশাকে
সন্ন্যাস নাকি ?
"নাহ বাহ্মচর্য ..."
ভিড়ে মাঝে ছিলে কি না মনে নেই
আসলে চিনতে পারিনি তোমায় ...l

(১৪)
#হঠাৎ_দেখা

পথ চলতে চলতে ....আজ রাস্তা ঠিকানাহীন
চলেছি অচিন ঠিকানায়
মৃত স্বপ্নের লাশ হাতে নিয়ে
স্মৃতিরা পুড়ে গেছে কবে তপ্ত রোদে
" নাহ আর বৃষ্টি হয়নি কখনো
ভিজেনি আর বৃষ্টিতে ...আমার মরু উদ্যান l "
লিটমাস পেপারের রং বদল
pH মিটারে মেপেছি জীবন l
আণবিক সামঞ্জস্যতায় সমবায়বতা
ঠিক থাকার দুর্নিবার সংগ্রামে l
পাঁচ বছর হিমবাহের সঙ্গে মিশে ছিল
ভালোবাসা ....নাহ শুষ্ক বাতাসে
বাষ্পীভূত হয়নি আর আগের মতো
শুষ্ক নদীর শেষ চিৎকারে
হঠাৎ তোমার দেখা ....
টুপটাপ শব্দ শুনতে পেলাম
চোখের কোনায় বৃষ্টি দু ফোঁটা l
আমার হঠাৎ পরিবর্তনে l
স্বর্ণ লতা এসে জড়িয়ে ধরলো
আমায় ....কিছু বুঝার আগে l


(১৫)
তোর জন্য

তোর জন্য আজ প্রদীপ জ্বালালাম সন্ধ্যা বেলায় ,
ভুল করে তোর যেন পথ না হারায় ।
তারারা বাজায় আজ সানাই শর্বরী ,
তোর জন্য পাঠালাম মেঘের তরী ।
তুই আসবি বলে পথ চেয়ে যে থাকি ,
গৌধূলি বেলায় মেঘের আড়ালে তোরই ছবি আঁকি l
তোর জন্য ঘাট থেকে জল এনেছি আমি ,
পাখির ডাকে শুনতে পেলাম তোর আগমনী l
তোর জন্য বৃষ্টিতে ভিজতে ভালো লাগে ,
অঙ্গে অঙ্গে মোর তোকে ছোঁয়ার অনুভূতি জাগে ।
তোর জন্য কতো বার বৌ সাজি গোপনে ,
তোর জন্য কোকিল ডাকে ,ফুল ফোটে যে মনে ।
আমার আকাশ হারিয়ে সাজিয়েছি তোর আকাশ খানা ,
তোর জন্য ইচ্ছেমতীর বাঁকে মেলেছি আজ ডানা ।

(১৬)
#তুমি_ও_আমি_মিলে

চলো আজ তুমি ও আমি মিলে
পাখা মেলে যাই দুজনে উড়ে
রূপকথার দেশে কিংবা অচিন ঠিকানায়
চাইলেও কেউ যেন মোদের খুঁজে না পায় l
চলো আজ রামধনু রং এ যাই মিশে
ওই সাদা মেঘে চলো যাই ভেসে
তুমি খেঁজুর পাতা হও আমি বাতাস
আমি যখন বইবো তুমি মাথা নাড়বে
তোমার অনুভবে আমি নেবো দীর্ঘশ্বাস l
কিংবা গ্রীষ্মের তপ্ত দহনে ফুটবে তুমি চম্পা হয়ে
আমি ওগো স্রোত হবো ...
তোমার বুকে যাবো বয়ে l
বাদল ধারায় ঝরবে বলো বৃষ্টি হয়ে তুমি
তপ্ত দিনে আসবে বলে অপেক্ষাতে থাকবো আমি l
কান্না হাসির মজার দেশে
থাকবো মোরা ভালবেসে
ভালবাসায় ভুলে যাবো যন্ত্রণা গুলো সব
তুমি আর আমি মিলে
চলো পেরিয়ে যাই আজ এই ছায়াপথ l l

(১৭)
ভালোবাসা  কি অপরাধ
*****************
কাউকে ভালোবাসা কি অপরাধ ?
কেন ট্যেরা চোখে দেখে তবে সমাজ ?
তোমার আমার সম্পর্কটা জানাজানি হয়
তোমার দাদা লোকজন নিয়ে এসে
আমায় ধমকি দিয়ে যায় l
বাবা আর বাবু বলে ডাকে না
মাও কেমন চুপচাপ ..
যেনো করেছি কোনো গুরতর অপরাধ l
তোমায় ভালোবেসে ...
বিকাল বেলায় মাঠের দিকে যাই
তুমি আর আসো না ..
তোমায় নাকি ঘরে বন্ধ করে রেখেছে
তোমায় ছাড়া ওগো থাকা যে আর যায় না l
সন্ধ্যা নামে সূর্য্য ডুবে ...
নিদ্রাহীন কাটে যে রাত ..
অজান্তেই হয় যে প্রভাত l
তোমার জানালার কাছে সেই রাতে
যখন গেলাম তুমিও নিদ্রাহীন
তোমার পিঠে দেখালে রক্তের দাগ
আমায় শিহরিত করল
ভালোবাসা কি সত্যি অপরাধ ?

(১৮)
অপেক্ষা করো একটু
**************
পালিয়ে যাবো বলে করলাম পরের রাতে
তুমি হয়তো জানালা ভেঙ্গে এসেছিলে
আমার জন্য অপেক্ষাও করেছিলে
আমি ছিলাম নিরুদ্দেশ
চাকরিটা হয়ে গিয়েছিলো
বাবা জোর করে সকাল বেলায়
মায়ের দিব্যি খাইয়ে .
দিল পাঠিয়ে কলকাতায় ...
সবকিছু হলো এক নিমেষেই শেষ l
আমি আসবো ফিরে ..
এক মাসের মধ্যেই
গুছিয়ে নেই সবকিছু
তুমি না হয় অপেক্ষা করো
আমার জন্য আর একটু l l

(১৯)
#অপেক্ষা_করেছিলাম
আমি অপেক্ষা করেছিলাম
একটা হিমালয়ের জন্য ..
আমি অপেক্ষা করেছিলাম
একটা সিঁদুরে মেঘের জন্য ...
সূর্য্য ডুবেছিল ...গৌধূলি বেলায়
দিনশেষে নেমে এসেছিলো আঁধার l
আমি অপেক্ষা করেছিলাম ..
একটা আশ্রয় ...একটা নিদ্রাপূর্ণ রাতের
তোমার আমার পৃথিবীতে ছোট্ট একটা আকাশ
সাত সমূদ্র তেরো নদী পেরিয়ে এসেছিলাম
একটা নীল পদ্মের জন্য ...l
একটু ভালোবাসা পাবো বলে .
মনের ইচ্ছার স্বধীনতা ...l
তুমি এলে না ..
আমি তবুও বসেছিলাম স্টেশনে ..
তুমি আসবে বলে ....আসোনি
বৃথা প্রতীক্ষা আমার l
অশ্রু বাষ্প হয়ে উড়ে গিয়েছিলো
 মস্তিষ্কে স্নায়বিক আন্দোলনে
শিরাউপশিরায় হয়েছিল সুনামি
না তবুও তুমি আর আসোনি l
তবুও অপেক্ষা করেছিলাম আমি l l

(২০)
#ঝাঁপসা_কাঁচে

ঝাপসা কাঁচে শিশিরের প্রলেপ
আয়নায় প্রতিচ্ছবি ...ডিমলাইটের
আলোয় দেখলাম একটা সমুদ্র
আমি হাতড়ে বেড়াই ডুবুরীর বেশে
মুক্তা খুঁজি ...প্রবাল কীটে.....l
সবটা গুছিয়ে ভবিষ্যৎ কে করেছি
স্বপ্নের তাজমহল ...স্বপ্ন দিয়ে l
বাড়িতে ফেরার পথে ...
তোমার ঝাপসা মুখটা দেখি
একটা বিয়ের গাড়ির জানলার আড়ালে
আমারি ভুল ছিল সেদিন তোমায় কথা দিয়ে
নিরুদ্দেশ হয়েছিলাম আমি
ঝাঁপসা আলো ...ঝাঁপসা পথ
সেদিন কিছুই ছিল না যে আমার
আজ আছে ..শুধু তুমি নেই
মুখটা আজও তাই ভাসে কাঁচের
শিশির ভেজা ঝাঁপসায় l l

(২১)
ভালোবাসার মানুষটি যখন কথা রাখে না ,যখন প্রিয় মানুষটা কথা দিয়ে ছেড়ে যায় ,ভালোবাসাটা তখন কিন্তু থাকে না
একটা দম চাপা অভিমান তখন হিমালয় বা চীনের প্রাচীর হয়ে যায়  তারপর
যেখানে সে নেই
************
যেখানে খোলা আকাশ ,যেখানে একলা বাতাস
গায় বেঁচে থাকার গান l
যেখানে আধমরা এই মনটা ফিরে পাবে প্রাণ l
স্মৃতির পাতায় লিখে রাখা সব কথা
পড়লে মনে দেবে না যে আর ব্যাথা l
স্বপ্নরা আর দেখাবে না তার মুখ
কোথায় গেলে পাবো বলো এই সুখ l l
জানালা জুড়ে রোদের খেলা
সূর্য্য কবে ডুবে গেছে, বয়ে গেছে বেলা l
শিশিরে কণায় মিশে গেছে মন
আমিও ভুলে যেতে চাই তার মতন l
বিকালের সেই একসাথে চলা
চোখে চোখ রেখে না বলা ,কথা বলা l
এমন এক ঠিকানায় মন হারিয়ে যেতে চায়
সারা পৃথ্বী খুঁজলেও যেনো সে আমায় না পায় l
যে রূপকথায় জমে না মেঘ
চোখে আসে না জল
যেখানে সে নেই এমন একটা গল্প বল
মনে যেনো না পরে তাকে
চোখে যেনো না আসে আর জল l l






(২২)

এর পর দু বছর কেটে গেছে
অভি আর বিয়ে করেনি
টুকরো স্মৃতির মাধুর্যতা নিয়ে আছে
ভালোবাসা কিন্তু মরেনি
বাবা ,মা অনেক বার বিয়ে দেওয়ার
চেষ্টা করেছিল ...নাহ রাজি করানো যায়নি l
গ্রাম থেকে একবারে কলকাতায় চলে এসেছিলো I
তার কথায় সে নীলাঞ্জনাকে ছাড়া
আর কাউকে ভালোবাসতে পারবে না .l
একদিন ......

#বদলে_ফেলেছি_রং

রাস্তায় জমাট ...ভিড়ে ..কাগজের নীড়ে
মুখ খুঁজি ...একটা মুখ
গড়িয়া হাটের মোড়ে বা ঢাকুরিয়ায়
শুকনো পাতায় শিশিরের কণা
বেনামী চিঠির ভাঁজে গল্প লেখা
তোমার সাথে এভাবে হবে যে দেখা
আমি ভাবিনি ...আমি ভাবতেও পারিনি l
প্রথমে তোমায় চিনতে পারিনি
চোখ গেছে জ্বলে ..একদিন অশ্রু ফেলে ফেলে
পুরোনো ক্যানভাসে তোমার ছবি
এখনো তোমার চোখটা যে আঁকা হয়নি
তোমার চোখ আঁকতে গেলে
এক শ্রাবণ মেঘ লাগবে ...l
আজও পড়ে আছে ...ওভাবেই l
আমি বদলে গেছি জানো ..
অন্য কোনো রং এ আবার ছবি আঁকতে শিখেছি ...l
(২৩)
যখন প্রেম একদিকে আর অন্য দিকে পরিবার ,একদিকে স্নেহময়ী মা এর আচল অন্য দিকে
প্রেমিকার চুমু …….. কোন দিকে যাবে বলো তুমি ?
#কিছু_করার_ছিল_না_আমার
****************************

ফের ভাইরাসের আক্রমন
ফের আক্রান্ত শ্বেতরক্তকনিকা
তাও কি ইমিউনোসিস্টেমে ভারস্যাম ঠিক আছে ?
তবে সাইক্লোনটা ব্লাডব্রেন বেরিয়ারে
সোডিয়াম -পটাশিয়াম পাম্প ব্লক ..
নিউরোনে ..ইলেকট্রিক শক ..।
অতীতটা ফের ...বাস্তবতায় শব্দ তরঙ্গ ।
সাপ লুডো খেলছে ..দফায় দফায় পদস্খলন ।
তবুও নীলাঞ্জনা ..ভুলতে পারিনা তোমায় ।
ভাবছো তুমি ...ধোকা দিয়েছি আমি
দুরে সরে গেছি ..কেন্দ্র থেকে অনেটা দুরে।
প্রতিদিন খয়ে খয়ে চকমকি পাথর
জ্বলেছে আগুন ..গভীরে
নাহ্ ..বোঝাতে তোমায় পারবো না
শব্দমালা ..নেই বোঝা বার
আমার কিছু করার ছিল না সেদিন
হিসাবটা বদলে গিয়েছিল দ্বিঘাত সমীকরনে
সত্যি-মিথ্যার অংকটা না হয় মিলিয়ে নিও
যদি আনমনে কোনোদিন মনে পড়ে আমায় ।।



(২৪)
#আবার_ভুল_করি
********************************
কেমন আছো ?
ভুল করে কখনো আমায় মনে পড়ে?
একবারও মনে পড়েনি ?
জানো তোমায় ছেড়ে এই কলকতায়
এসে নিজেকে জানতে পেরেছি
আমি ফিরে তো গিয়েছিলাম তোমার
 কাছে ..না তুমি ফিরে আর আসোনি
ঠিকই করেছো ..ভবঘুরে পাগলটা
আজ অনেকটা মানুষ হয়েছে ।
এই জনস্রোতে মিশে গেছি এট লাস্ট।
নাহ্ গো আর চলন্ত বাসে উঠতে বা
লোকাল ট্রেনে ঝুলতে কষ্ট হয় না
মেট্রোর দমচাপা ভিড়ে ঠিক নিজের জায়গাটা
করে নেই রোজ ..এই সময়ের হাইওয়েতে ।
অপিসে অনেক কাজ ব্যস্ত জীবন ।
হ্যাঁ জানো ঠিক তোমার মতোই
জয়িতা ..খুব কথা বলে ..।
জয়ি বলেই ডাকি আমি
বাপ-মা নেই দুই বোন আর এক ভাই
ভাইটি ছোট্ট, ক্লাস ফাইভ
মনে আছে তোমার ক্লাস ফাইভের কথা
তোমার পেন বাক্সটা এখনো আমার ড্রয়ারে ।
আমার সাথেই কাজ করে তবে ..জুনিয়র ।
মাঝে মাঝে ভুল হয়
"নীলাঞ্জানা" বলে ডেকে ফেলি তাকে।
ঠিক তোমার মতো অভীমানি চোখে
আমার দিকে তাকায় ...আবার ভুল করি তখন।।



(২৬)
প্রেম যয় ,প্রেম আসে ….. আবার ভালো লাগে কাউকে ,ভালোবাসে ফের অতীত কে ভুলতে
ভুলে কি কেউ যায় বলো …… ?
ঠিক তোমার মতো
হ্যাঁ গো ঠিক তোমার মতোই জয়ি
জোড় করে রাখি পড়িয়ে দিয়েছে আমায়
ঠিক দশটা বছর পিছনে
তুমি সেবার রাখি পড়াবে সবচেয়ে দামী
রাখিটা এনেছিলে ,তেমনি জয়িও এনেছিল
আর খুব শক্ত করে বেঁধে ঠিক তোমার
কথা গুলোর পুণরাবৃত্ত
"এই যে রাখিটা পড়ালাম ...
কেন জানো ?
কেন ?
কোথাও কখনো যদি হারিয়ে যাই
যদি কোনো দিন তুমি আমায় ভুলে যাও
কমসে কম আজকের এই দিনটায়
তোমার হাতে যখনি কেউ রাখি পড়াবে
আমায় মনে পড়বে ।"
হ্যাঁ তোমায় তো সব সময়ই মনে পড়ে আমার
আজ জয়ি সেই জায়গাটা করে নিল ….. ।






(২৭)


বেশ ভালো আছি

হ্যাঁ গো খুব ভালো আছি আমি
কেমন আছো তুমি ?
আমায় মনে পড়ে ?ভুল করেও কখনো ?
জানো আমার স্বামী খুব ভালো মানুষ
তুমি যে সেই ছোট্ট বেলায় পুতুলটা দিয়েছিলে
জন্মদিনে ..এখনো অক্ষত ।
বিয়ের পড় নিয়ে এসেছি সেটাকেও
ও সব জানে ..তোমার কথা ।
সেই তোমার হারিয়ে যাওয়া
আমি প্রতীক্ষায় স্টেশনে ,পালিয়ে যাওয়ার জন্য
নাহ্ তুমি তো আসো নি
আমি অপেক্ষা করেছিলাম তবুও ।
ফিরে তো আর আসোনি তুমি কথা দিয়ে ?
বাবা বিয়ে ঠিক করল ,আমি না করিনি
কার ভরসায় থাকবো বলো ?
যে কথা দিয়েও ,কথা রাখে না ,
তাকে ভরসা করা কি যায় ?
আজ ভালো আছি ,
আজ নতুন জীবনের ছবি রোজ আঁকি
ছোট্ট সংসার ,তিন জন সদ্যস
তুমিও তো বলতে আমাদের ছোট্ট একটা
সংসার হবে ,তুমি আমি আর একটা ছোট্ট সোনা ।
ঠিক তেমনি তোমার মতো করেই সাজানো
ও হ্যাঁ আমার একটা ছোট্ট সোনাও আছে
নাম দিয়েছি অভি ..তোমার ডাক নাম
আমার দেওয়া ..,নিশ্চয়ই তোমারও
ছোট্ট সোনা হয়েছে ,ছেলে হলে নীল
আর মেয়ে হলে অনি , তাই তো ?
নাকি নীলাঞ্জনা রেখেছো নাম ?
নাহ্ কেন রাখতে যাবে বলো ?
ভালো তো তুমি বাসোনি আমায়
যে ভালোবাসে সে কি কখনো ছেড়ে যায়?

(২৮ )
দশ বছর পর ……..
আবার একদিন

#ডাক_নাম
অনেক দিন পর দেখা হলো হঠাৎ,
শিয়ালদা স্টেশন এ ভিড়ে মাঝে
হঠাৎ ,একটা খুব চেনা হাত ছুঁয়ে গেল ।
মৃত সেই চেনা স্পর্শ গুলোর জীবাশ্মে ঘাস ফুল ॥
ভুল হল বুঝি আমার ,পুরোনো অভ্যেস যায়নি বুঝি এখনো ??
দেখলাম সেই পুরোনো তুমি
এই নতুন আমিকে ফের ডাকলে ,ডাকনামে .....
তুমি শুধলে "কেমন আছি আমি ?"
বল্লেম ভালো আছি আগের থেকে অনেক
"চশমাটা পাল্টাও নি এখনো "
"নাহ ! এখনো সব দেখতে পাই পরিষ্কার
চশমার আড়ালে সব, চলে যাওয়া দিন গুলিও ॥"
তুমি চুপ করে রইলে শুধু ,
আমি বল্লেম " বিয়ে করেছি ,একটা ছেলেও আছে "
নাম রেখেছি "অপু " তোমার দেওয়া ডাক নাম
ঘড়ির দিকে তাকিয়ে বললে "ট্রেন চলে এসেছে,যাই ??"
যাবার বেলায় বলে গেলে " ভালো থেকো অপু "
ভিড়ের মাঝে আস্তে আস্তে হারিয়ে গেলে
দার্জিলিং মেল ,দশটা দশ ..... ॥


(চলবে )
সংক্ষিপ্ত …

কোন মন্তব্য নেই: