এই ব্লগটি সন্ধান করুন

এবং চুমু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এবং চুমু লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ৩০ মে, ২০১৯

গোলাপি ফসিলস


এরপর ফিরে যাওয়া

না ফেরানোর দিব্যি খেয়ে আঙ্গুল ছুঁয়ে থাক

সব চাওয়া পাওয়া
ভীষণ চাহিদায় নেই প্রয়োজন তার আর কোনো

অঙ্কের যোগ বিয়োগ গুন ভাগ না হয় করে নিও

ভীষণ মন খারাপ করুক ,ভীষণ একলা হোস

আমি ফিরবো না আর এ পথে

দিও অজুহাতের দোষ ।।

মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০১৯

তবুও প্রেম


কিছু মিঠে রোদে ভিজেছে সে,ভীষণ মন খারাপে।
আমাদের না হওয়া সে প্রেম,বৃষ্টি'ই আজও জ্বর মাপে ।।

নিউজ হয়নি সব কথা ,আদরে রাখে তাদের বহু যত্নে।
নিরবতায় বাড়ে রাত ,অভিমানে।তবুও বৃষ্টি চেয়েছে, মেঘহীন শ্রাবণে ।।

আজকাল পোশাকি  ভালোবাসা জাকিয়ে বসে,চুপটি বাস টার্মিনাস,
দেশ বিক্রি গেছে কবেই। ভোট ব্যাংকে জমা সাম্প্রদায়িক দাঙ্গা। পাবলিক খায় বাঁশ ।।

 
রোজ ধর্ষিত হয় কেউ না কেউ ,নিউজ হয় না ।
ধর্ম আর প্রসাশন ল্যাংটো নাচে বাঈজী খানায় ।।

শিশুটি হয়তো পাচার হবে আজ রাতে।তবুও সিদ্ধ হবে ডাল ভাত ।
ঝড় উঠুক,মাঝি তবুও ফেলবে জাল ,দাম নেই তবুও হবে চাষ আবাদ ।।

এই ভাবেই বদলে যাওয়াকে নিতে হবে মেনে,
ব্রেক আপ হবেই ,তাই বলে কি প্রেম যাবে থেমে ??


রবিবার, ২১ এপ্রিল, ২০১৯

বো কাঠে



বারণ ছিল ।বারুদের বোমায় মনকেমনের মিছিল...
ধর্মের ওমে ,ঘামের গন্ধ নেই তার।পথ ভুলেছে শঙ্খচিল ।।

সে এক না হওয়া প্রেমের মত।স্থির,ভীষণ জ্বরে...
ধর্ষক তো মন'ই।পতুল খেলায়,তোমায় ডেকেছিল বড় আদরে ।।

নিকোটিনে ক্যাপাচিনো।রাক্ষসি কোনো বিষপানে
বিক্রি গেছে ভোট প্রতিশ্রুতির বিজ্ঞাপনে ...।।

রোদকুয়াশার স্বপ্ন কিনে দশফুটে দশ হাত বাড়ি ।
আঙুল গুনছে অন্তর্যামী ,আজ ভাব কাল আড়ি ।।

মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

একটি প্রেমের কবিতা লিখবো বলে

আজকাল প্রেমের কবিতা লিখতে পারি না আর । ভীষণ জ্বরে পারদ বেড়েছে আগুন ছোঁয়া । সিগারেটটা এরপর আপন খেয়ালে ....
"বেঁচে আছি কি'না ?" ছুঁয়ে ছুঁয়ে দেখে আঙ্গুল দেওয়ালে ...।।


ভাবি একটা জবরদস্ত প্রেমের কবিতা লিখবো ,
ঠোঁটেঠোট রেখে ,কলমের ডগায় গোলাপ ,
চাওয়া পাওয়ার হিসেব পুরোনো,মনে থাকবে প্রথম আলাপ ।।

আয়না গুলো ভাঙতে থাকে ,আমার চোখে
এক মুটো রোদ্দুর সস্তা বেশি ,মিঠে সকাল বেলায় ।।

আজকাল আর প্রেমের কবিতা লিখতে পারি না আমি ,
মিছিলে যেন হেঁটে যাই ,পান্তা ভাতের চাহিদায় ।।
জানি না কেন এমন হয় ? প্রেম লিখতেই "ওভার কেন গেম " হয় ??

©জ্যোতির্ময় রায়

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

শুধুই তার জন্য



রাত্রি যত ঘণীভূত হতে থাকে ততই পারদ ছুঁয়ে দেখে মনে ওজন ।প্রথম প্রেমের মতোই ঠোঁটে লেগে থাকে সিগারেট আর ধোঁয়ায় খুঁজে দেখা মুখ গুলো ফ্যাকাসে হয় ,ছাই রং এ ।।

যে মেয়েটির ঠোঁটে প্রথম ঠোঁট ছুঁয়েছিল সেই মেয়েটি বৃষ্টির মতো ছুঁয়ে দেখে আজও আমায় ।
আমি গর্ভবতী হই তারপর । পোহাতি মনের রক্তস্রাবে কবিতার জন্ম হয় একটার পর একটা ।।

যার সাথে সব কথা বলা যায় ,যার কাছে যেমন হাসা যায় কাঁদাও যায় অনায়াসে ,যাকে জ্বালাতে ইচ্ছে করে ,যখন তখন গাল ঠিপে কিংবা চিমটি কেটে, রাগ দেখানো কিংবা অভিমানে পাহাড় ছুঁয়ে দেখে জীবাশ্ম । তাকে নিয়ে উপন্যাস লেখা যায় ,পাতারপর পাতা ।অন্য আকাশে নীহারিকার মত জ্বলতে থাকে সে গল্প কবিতায়।।

দেখা নেই ,জানা নেই ,হঠাৎ ভালো লাগা মেয়েটির চোখ আঁকতে এক শ্রাবন মেঘ দিও তুমি । আমার আঙুলে ছুঁয়ে দেখে রোজ তার গালের ওই তিল ঠিকে "ভালো আছে কি সে ? " রোজ ডাল ভাতের সংসারে সংসারী হয় মন তখন । না পাওয়াকে পাওয়ার বাসনায় ঘুমের ঘরেই রং তুলিতে ফুটে উঠে ঝলসে যাওয়া আবছা আবছা মুখের দাগ ।।

ওসব সবই হয়তো কল্পনা ,কিংবা ভীষণ বিষপানে আসক্তি ,নেশায় টলমল করতে করতে রাস্তা পেরোনো ,ট্রাফিকে দাঁড়িয়ে পিছনে ফিরে দেখা মানেই ,শেষ পর্ব ।যে মেয়েটি আঁকছে আমায় রোজ মনের ভিতর ,বাড়ছি আমি তিলে তিলে ,কিংবা যে মেয়েটি অপেক্ষায় থাকে আমার সারা শরীর ছুঁয়ে দেখার আস্পর্ধায় ,ঠিক তার জন্যই রোজ আমি একটু একটু বাঁচি ,সঞ্চিত করি আমার হারিয়ে যাওয়া আমাকে ,শুধুই তারজন্য মহাকাব্য লিখবো আমি শেষ পর্যন্ত ।।

মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

বৃষ্টি ও মেঘেরা





চল একটু বৃষ্টির কাছে গিয়ে বসি ।মেঘেদের নরম মাংস খবলা খবলা হয়ে ঝরে পড়ছে যেখানে ,রক্ত গঙ্গায় স্নান সেরে নিক ভগবান বা আল্লার কোনো স্তুস্তিকারক ।তারপর ধুপ চন্দনে গা মুছে নেবো আমরা ।।

বৃষ্টি মানেই ইমোশন । পৃথিবীর মানচিত্রে কামড় বসায় যেখানে পৌরষ‍্য আভিজাত্য । দ্রাঘিমায় নেমে আসুক কাপড়হীন চাঁদ যাতে আচর দিতে কষ্ট না হয় কারো ।।

পৃথিবী কিন্তু কাঁদছে না ,সিগারেটের প্রেমীকি ছেঁকা  স্তনের উপর ,তবুও মাগিটা হসপিটালে যায় ,স্বামীর রক্ত জোগারে ।। রাতের রজনীগন্ধার শরীরে তোমরা পোহাতি মেঘ এঁকে দিও ।।

রাস্তাটা চলন্ত সাপের মতো হাঁ করে থাকে । ষোড়সী মেয়েটা বেশ ডাগর লাউ পাতার মতো ।হায়নারা পিছু নেবে আর নিউজ হবে রোজকার মত।।

চলো আমরা বৃষ্টিতে গিয়ে বসি । তোমার ভরা নদীতে সাঁতার কাটি কিছুক্ষন । তুমি নাহয় ডাস্টবিনে ছুঁড়ে ফেল আমার দেওয়া প্রেম উপহার ,আমি ছেড়ে চলে গেলে এরপর ।। আবার বৃষ্টিতে গিয়ে বসো , দেখবে তুমিও বিক্রি হয়ে যাবে একদিন "এক রাতে কত ? " এর দামে ।।

এবং চুমু

একটা নিষিদ্ধ রাত দিও আমায় । বৃষ্টি ভেজা গন্ধ রুমালে চোখ মুছে নেব ।।

বড্ড বেশি ভীতু আমি কিন্তু ভিতরে ভিতরে যখন অন্তঃসত্ত্বা হই তখন শুধুই দু চোখে বিষবাষ্পএ ফুটন্ত জঠরে কথার ভ্রূণ গুলো ছুঁড়ে মারি আবর্জনায় ।।

এবং মৃত



রাতের শরীরে শিশির জমেছে আজ ।আধখাওয়া চাঁদের গায়ে হলুদ-চন্দনে মেতে ওঠে কলঙ্ককারীরাও ।।

অভিমানে সেই চলে যাওয়া ।বিষ মিশতে থাকে বাতাসে এরপর ।টুকরো টুকরো করে ঝরে পড়ে তারাদের মিছিলে ভালোবাসারা শুয়ে থাকে শীতঘুমে ,ঘুমে ভেজা চোখের পর্দায় ।।

রক্তস্রাবের পর প্রসব করেছে কবিতারা ...


বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

এবং চুমু



মিছিলে পথে হেটে দেখো প্রিয়তমা, হাত..
ধরো বলছি না ,শহর বারুদহীন।
তুমিও লুকিয়ে লুকিয়ে কাঁদো,ফুটপাত
     ধর্ষণ,আবীর লাল,বুকে রক্ত জমাট।ভায়োলিন।

পৃথিবীর বুকে সে ক্ষত রেখে "ভালো আছি "হামোসাই..
-স্কুল পালানো প্রেম নয়'কো ,চুমু বলে অপবাদ
দিন কেটে গেছে বারো আনা,তবে "কেন চাই?"
  তুমি বলো সশস্ত্র সংগ্রাম,আমি হয়ে যাই ইসলামাবাদ ।

(সংক্ষিপ্ত)

©জ্যোতির্ময়

এবং চুমু

ভোটের বাজার ,নোটের জোরে নিউজ  শুধুই অভিনেতা।নেতা'ই।
এম এ করা সেই ছেলেটা'র সব অক্ষর ,কাঁদছে কি আর?
   আমিও তাও সেক্সি পজের গ্যামার ভোট জেতা'ই...।

এবং চুমু

আমি মিছিলের ভিড়ে ,আমি মোমবাতিদের কান্নায়
আমি মরে যাওয়া জীবন্ত কবরে কবরে
              কোনো একদিন বারুদমুখী।

তুমিও "ভীষণ ভালো আছি" লিখেছো ফেসবুক ওয়ালে
            পড়ছি না প্রেমে ,নিয়েছো ঝুঁকি ।।

#এবং_চুমু


এবং চুমু

রংহীন এক বসন্ত ,ঘুমহীন সে চোখ
মেরুহীন দন্ড ভীষণ,যুদ্ধ না হয় হোক ...!

রাজপথ তার সরীসৃপ,বীর্য ছুড়ছে প্রেমিক ,
কন্ডোম তো এখন মনে'ই।বিবেক।তুমি রাজনৈতিক।

#এবং_চুমু