এই ব্লগটি সন্ধান করুন

জুঁই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জুঁই লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ১৭ মে, ২০১৯

যাও কথা নেই আর



কি মনে হয় তোর ? মিথ্যে সব'ই ,আজগুবি ?
ভাবতে পারিস ।অপেক্ষায়।তুইও যেদিন একলা হবি।।

"এমনি করেই চলে যাবো" ,ওহো তোর বা তাতে কি?
চার চারটা বছর কিন্তু ভেবে দেখিস।কতটা জলে ভিজেছি?

জানি ,শেষ দিন, শেষ জ্বালানো ,শেষ বেঞ্চে বসা ,এসব তোর কিছুই যায় আসে না,
একদিন তুই ভীষণ একলা হোস,ভীষণ প্রয়োজনে আমায় পাবি না ।।

যাহ না ,দূর ভাগ আমার সামনে থেকে,দেখতে চাই না একটুও,
আমার আকাশ আমারই থাক,কষ্ট হবে না চলে গেলে একটুকুও।।

এখন আমি ভীষণ জেদী ,জানিস'তো,অভিমান আসেনা,
সব দরকার শেষ'ত ,কথা রাখার কোনো প্রয়োজন'ই না।।

রোজ রাতে চ্যাট জমে এখন কোনো না কোনো মেয়ের সাথে,
নাই হল কথা,চাই না, তাতে কি বার কার যায় আসে??

সোমবার, ৬ মে, ২০১৯

চুপ কথা



ঘুম পোড়ানো রাতের মত,শব্দগুলো নিঃস্তব্ধ থাক।
পুড়ছে হৃদয় ঝরো হওয়ায়,পথের মাঝে হঠাৎ কোনো বাঁক ।।

জীবন তখন অল্পদামি ,গোলাপ জলে মাখা ,
চোখের ভিতর চোখ খুঁজেছে ,হয়নি'ত দেখা ।।

এমনি করে পেরিয়ে আসা কয়েক শতাব্দী,
সন্ধ্যে হওয়ার আগেই ফেরার কথা ছিল,ফিরছি না আর আমি ।।

এখন শুধু বৃষ্টি মাপি ,ভীষণ মনের ওজন ।
মেঘ জমেনি আর,ভিড়ের মাঝে একাই আমি,ধোঁয়ায় আঁচে এই জীবন ।।

সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

জুঁই(৬)



সেকোনো এক ভীষণ অসুখে ,এখন কবিতারা শুধুই মৃত ,
কে ভুলে ,কেন ছুঁলে?পেন্সিলও বুঝি তাকে জানত ...।।

ভীষণ কঠিন আমিও,শীতের তীব্রতায়,শীতঘুমে ।
রাতের তারায় স্বপ্ন বেচা।ঘুম ভেঙেছে নিঝুম দুপুরে ।।

কোন সেআস্পর্ধায় তোমায় রোজ ছুঁয়ে দেখি আমি।
কোন সেগল্পে নায়িকা হও ফের? কে তুমি ?

হিসেব না হয় হবে।বিকেল কুড়োছে গৌধূলি রং...
বালির উপর পা দিয়েছে কেউ,নদীও ভাবেনি মিশেছে সাগর সঙ্গম...।।

জুঁই (৭)



পারলে লিখো কোনো দিন আমায় নিয়ে
যেদিন আমি  আর লিখবো না ,
সব চেনার মাঝেও যেদিন আমিও বড্ড অচেনা ।।

হয়তো আমি তখন ভীষণ সংসারী ,
তেল আনতে পান্তা ফুরোবে ,
কিংবা ছাদে শুকোতে দেবো বউয়ের শাড়ি ।।

হয়তো খোঁজ নেবে না কেউ ,
"অসভ্য"বলবে সেদিন পাস কেটে গেল ,
লিখো সেদিন ,চলে গিয়ে না ফিরে এলে ।।

রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯

জুঁই (৫)



বিকেলের রোদ এসে ছুঁয়ে গেছে জানলার কাঁচ'এ
হঠাৎ ঘুম ভাঙ্গে।ছুঁয়ে দেওয়ার সেই রেওয়াজে।।

আমি ভীষণ মধ্যবিত্ত।চাল আনতে পান্তা ফুরায় না ঠিকই ,
"পরের দিন বাজার কি হবে?"এটাতেই রোজ বাঁচতে শেখি।।

রোজ ঘুম ভেঙে যায় হঠাৎই খামখা মাঝ রাতে,
আজও 'মা'জল খেয়েই ঘুমিয়েছে,ছিলনা কিছুই শেষ পাতে ।।

ঘুমের ওষুধও হার মানে,স্বপ্ন দিতে সকালের কোনো রোদ্দুর।
আমার পৃথিবীর "মন ভালো'র" ক্রাইসিস।হার মানেনি কেউ।মিছিল এগুক যদ্দুর।।

রোজ ভালোবাসে ,আবার রোজই অভিমানে,ভেঙে ফেলে সব।
রোজই মদ খেয়ে বাড়ি ফেরে কেউ,রোজই আড্ডা দিয়ে যায় ,কৃষ্ণ ,যিশু মোহাম্মদ ।।

শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯

বেনামি চিঠি



বৃষ্টি ছুঁয়ে গেল আজও ইচ্ছে প্রদীপ ,
চোখে ঠোঁটে আস্কারা একটু না হয় ভিজে নিক ।।

বুকে ভিতর ঘর বেঁধে থাক "না বলা কথারা"
রোদে স্নান সেরে নিক না হওয়া প্রেম ,তারা ।।

হাত ধরে চলে যাক ছুটে বহুদূর
ঘুম নিক ছুটি, রূপকথার জাগুক রাতদুপুর।।

অর্থহীন ,শর্তহীন ,একাকী খুঁজেছি তবু 
প্রেমহীন প্রেমে পাইনি তাকে কভু ।।

সোমবার, ৭ জানুয়ারী, ২০১৯

সে কাজল চোখের মেয়ে :জ্যোতির্ময়






"সে'তো কাজল চোখের মেয়ে,মনখারাপি সন্ধ্যা
সে'তো বন-পলাশী'র ঠোঁটে।মন।নাছোড় বান্দা .."



সে তো ফাল্গুন কোনো হাওয়া ,হাসিমুখ মাখা
সে কোনো বিকেলে ঝালমুড়ি'র সাদে রাখা

সেতো নদীর মত বয়ে ,পাহাড় বুকে জল
সে ছোট্ট গল্পের মতই, আমার বার্বি ডোল।



বেবাক হাওয়া বইবে যেদিন ,ভিনদেশী মন জুড়ে
ভিতর ভিতর আঁকবি কি তুই মন ঘুরে ?

সস্তা দরে বিক্রি গেছে প্রেম,আবেগ বিক্রি করে
আমিও ছিলাম তাদের দলে ,এখন ভালোবেসে কে মরে?



রবিবার, ৬ জানুয়ারী, ২০১৯

মন কেমনের আসিয়ানা

হয়তো রোদ ছুঁয়ে যাবে
তোমার আঁচল ,মাপকাঠি ।
আমার শহর তখন দেওয়াল
ঘড়ির কাঁটায় চলমান ।।

আলোর নিচে কাঁপতে থাকা
ছায়া ,অন্ধকারে বন্দি মুখোশ ।
সান্তনা কিছু তখন আহত ঝিনুকে
অন্য ঠিকানায় খুঁজে ফেরা আস্তানা ।।

তবুও ডাক পিয়নে আসবে বেনামী চিঠি
হাঁটুর নিচে জল ,তবুও কাপড় বাঁচিয়ে চল ।
ইস্তিহারে বিকিয়ে যাবে "মন-কেমন"
দীর্ঘশ্বাসে উপস্থিতি হবে অন্তর্বর্তী শূন্যতায় ।।


মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮

জুঁই





"ভালোবাসি" এ কথা বলতে সাহস নেই তার। তাই মুখ বুজে সব সয়ে রই

কোনো এক শীতকাল যেন ,জড়িয়ে চাদর।বাড়ছে ভিতর ভিতর সে "জুঁই"

©জ্যো তি র্ম য়

সিরিজ (#জুঁই 30)

জুঁই



সে চোখে মায়া লেগে আছে।হারানো ভাষা যত
আমার শহরে শীত নেমে আসে।শীত ঘুম তার পুষে রাখে ক্ষত।

©জ্যো তি র্ম য়

("না পারা ছবি গুলো বুঝি এইভাবেই পেরে উঠি ...
        মায়ায় কিংবা না জানা টানে...)

সিরিজ #জুঁই(২৭)

বৃহস্পতিবার, ১৩ ডিসেম্বর, ২০১৮

ছুঁয়ে ছুঁয়ে দেখি





পুরোনো দিনের মুখ আজকাল বৃষ্টি ভেঁজা দেওয়ালে আঁকি ।
স্বপ্নরাও জ্বলে হয়ে অমাবস্যার জোনাকি ।।
ট্রামের লাইনে দাঁড়িয়ে আমিও হারাই বেনামী ইস্তেহারে।
ওরাও চলে যায় ,চেনা হতে হতে ,অচেনায় যায় ফিরে ।।

ভিড় ঠেলে আরও একটু পা ফেলে কাপড় বাঁচিয়ে চলা।
কথার পাহাড় জমতে থাকে ভিতরে ,তবুও হয় না বলা ।।
সময়টাও কেমন কেটে যায় হঠাৎ আসা কোনো জ্বরে ।
গুনতে গুনতে হিসাব ,চাওয়া পাওয়াও ,আবির ছড়ানো কাপড়ে।।

বালির উপর ছক কাটা কিছু দাগ ঢেউ এসে দেয় মুছে ।
দিন যায় দিন আসে ,আমিও চলেছি উড়ো স্বপ্নের পিছে পিছে ।।
এরই মাঝে মৃত স্মৃতিকেও আলমারিতে সাজিয়ে রাখি ।
চলতে চলতে ঝরে পড়া মেঘেকেও আঙুলে ছুঁয়ে ছুঁয়ে দেখি ।।

বুধবার, ১২ ডিসেম্বর, ২০১৮

এই শোনো



         
##
এই শোনো ..শুনতে পাচ্ছ কি ?
আমার ঘরে উড়ছে জোনাকি ,
দেখতে পাচ্ছ কি ?
তোমার চোখে মুখে ঠোঁটে 
গোলাপ ছুঁয়ে ,হারাচ্ছি রোজ আমিও যে
তোমার ভালোবাসায় ........।।

##
এই শোনো ..শুনতে পাচ্ছ কি ?
আমার সমুদ্র তীরে আছড়ে পড়ছে ঢেউ
মনের গভীরে ,ঘুম সাগরে ,
কাগজের নৌকা ভাসাচ্ছে কেউ ।
তুমিও গোপনে ,সব কিছু বুঝে নিয়ে ,দুরে চলে যাও ।
ভালোবেসে আমাকে ,কেন তুমিও মুখ লুকাও ??

##
যত কাছাকাছি থাকা যায় ,ভালোবাসা বেড়ে যায়
ইচ্ছে গুলো মেলেছে ডানা
তোমায় ছাড়া আমারও ,কিছুই যে ভালো লাগছে না ।
যদি রেখে দিতে পারো ,থেকে যেতে পারি
ফিরে যেতে দিও না ।।
এই শোনো ..তুমি শুনতে পাচ্ছ কি ?
ভালোবাসো বলে ,বলতে লজ্জা তুমিও পাচ্ছ কি?
না না  আর দুরে নয় ,কথা রেখে না জমিয়ে গোপনে
যত কথা আছে সব বলো ,যা আছে তোমার মনে ।।

মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

ভীতু



"ভালোবাসি " বলতেই কেমন ফ্যাকাসে হয়ে যায় ছবি গুলো...

তারপর দীর্ঘনিঃশ্বাস নিয়ে হারিয়ে যেতে থাকে
কথা ।

"প্রেমিক  নাকি ধর্ষক ?" চোখে জিভে জল তার
ফাঁকা রাস্তা ,শেষট্রেন কিংবা নরম শরীর "থাবা.."।

বিচ্ছেদে তাই চুমুর সাহস আঁকি, ভুলে যাওয়া রোগ
পুরোনো কাগজের ঠোঙা সে এক বিপ্লবী'র বিক্ষোপ।

তুমি ভেবে নাও কাপুরুষ।একঘরে।হয়ে যাওয়ার খুন
ভীষণ ভয়ে আঁকড়ে ধরে রাখা যেতে পারে
         ভিতর ভিতর শুধুই জ্বলে গেছে তার আগুন ..

সিরিজ #জুঁই(২১)

সোমবার, ১০ ডিসেম্বর, ২০১৮

জুঁই






"না চেয়েও অনেক লেখা হয়ে যায়
ভালোলাগা গুলো।না হওয়া ছবি কোনো তার।
কবিতা লিখছে কেউ ,ছবি এঁকেছে কেউ
               অন্যকারো প্রেমিকা'র "

জুঁই(৪)





নিছক আমি সংসারী নই ,একটু অগোছালো,
চোখের ভিতর চোখ মেলেছি ,এটুকুই বলতে পারো ।।

লোকের কথায় ধারধারী না ,একটু একগুঁয়ে,
পকেট খালি সর্বদা ,ছুটির দিনে কাটাই শুয়ে,শুয়ে..।।

তবে ,
আজকাল যেন কি হয়েছে ,মন কেমন আর নেই,
আঙুলে তার ঠোঁট ছুঁই,আঁকছি কি শুধুই ছবিতেই?

জুঁই(৫)





বিকেলের রোদ এসে ছুঁয়ে গেছে জানলার কাঁচ'এ
হঠাৎ ঘুম ভাঙ্গে।ছুঁয়ে দেওয়ার সেই রেওয়াজে।।

আমি ভীষণ মধ্যবিত্ত।চাল আনতে পান্তা ফুরায় না ঠিকই ,
"পরের দিন বাজার কি হবে?"এটাই রোজ বাঁচতে শেখি।।

রোজ ঘুম ভেঙে যায় হঠাৎই খামখা মাঝ রাতে,
আজও 'মা'জল খেয়েই ঘুমিয়েছে,ছিলনা কিছুই শেষ পাতে ।।

ঘুমের ওষুধও হার মানে,স্বপ্ন দিতে সকালের কোনো রোদ্দুর।
আমার পৃথিবীর "মন ভালো'র" ক্রাইসিস।হার মানেনি কেউ।মিছিল এগুক যদ্দুর।।

রোজ ভালোবাসে ,আবার রোজই অভিমানে,ভেঙে ফেলে সব।
রোজই মদ খেয়ে বাড়ি ফেরে কেউ,রোজই আড্ডা দিয়ে যায় ,কৃষ্ণ ,যিশু মোহাম্মদ ।।

জুঁই(৬)





সেকোনো এক ভীষণ অসুখে ,এখন কবিতারা শুধুই মৃত,
কে ভুলে ,কেন ছুঁলে?পেন্সিলও বুঝি তাকে জানত ...।।


ভীষণ কঠিন আমিও,শীতের তীব্রতায়,শীতঘুমে ।
রাতের তারায় স্বপ্ন বেচা।ঘুম ভেঙেছে নিঝুম দুপুরে ।।


কোন সেআস্পর্ধায় তোমায় রোজ ছুঁয়ে দেখি আমি।
কোন সেগল্পে নায়িকা হও ফের? কে তুমি ?


হিসেব না হয় হবে।বিকেল কুরছে গৌধূলি রং...
বালির উপর পা দিয়েছে কেউ,নদীও ভাবেনি মিশেছে সাগর সঙ্গম...।।

জুঁই(৭)





পারলে লিখো কোনো দিন আমায় নিয়ে
যেদিন আমি  আর লিখবো না ,
সব চেনার মাঝেও যেদিন আমিও বড্ড অচেনা ।।


হয়তো আমি তখন ভীষণ সংসারী ,
তেল আনতে পান্তা ফুরোবে ,
কিংবা ছাদে শুকোতে দেবো বউয়ের শাড়ি ।।

হয়তো খোঁজ নেবে না কেউ ,
"অসভ্য"বলবে সেদিন পাস কেটে গেল ,
লিখো সেদিন ,চলে গিয়ে না ফিরে এলে ।।

লক্ষ্মীটি







Reply of  লক্ষ্মীটি (দৃষ্টিকোণ)




তুমি কি খুব বিরক্ত করছো বলেছি কি তা তোমায়
হয়তো তোমার খুব প্রয়োজন  তাই লেগে থাকো চোখের তারায় ।।
তুমি বলে দিতে পারো আমায়
কেন মিশে যাও আলো ছায়ায় ।
আমারও মন ভাঙ্গে ,চোখে আসে জল
অভিমান আমারও তো হয়
       অভিমান আমার তো হয় ।।


যদি মিঠে ভরা কোনো শুকনো ফুল ,
যদি সব সত্যিই মিথ্যে হয় ভুল ,
লক্ষ্মীটি বলছি শুনো ঘাড় নেড়ে,
চলে যেতে পারো  তবে ছেড়ে ।।


এত কথা বলো, কৈ আমার ত কথা বলো নি ,
কেন চুপ থাকি সারাক্ষণ ?কৈ তুমি'ত একবারও বুঝতে চাওনি ।
তোমারই অভিমানে আমিও পুড়েছি ভীষণ রোদের ঝরে,
কৈ ছুঁয়ে'ত দেখলে না ,কতটা পুরেছি বাষ্পে স্নানের ঘরে ।।

তুমি কি বিরক্ত করছো বলেছি কি তা তোমায়,
চলে যেতে চাইলে চলে যেও ,যদি প্রয়োজন আর না হয় ।।

মেঘ



ভীষণ অসুখের মত মন খারাপি চায়ের কাপে চুমুক দিতে দিতে সেই ছেলেটাও সিগারেতে আগুন জ্বালায় আলতো ভাবে ।

হঠাৎ ঘুম ভেঙে যায় মিস কলে ।এক বছর ব্লগ লিস্টের ফোন নাম্বারটি ভেসে উঠে স্ক্রিনে ,চোখ মুখের ঝাপটায় ঘুম তবুও ভাঙ্গে না ।।

সেই মেয়েটি আজ আর জানালার বাইরে তাকায় না ।ভীষণ অভিমানে ,"মেঘের রিডে হারমোনিয়াম" বজায় অন্য সুরে। সবার মাঝে খোঁজে প্রথম ঠোঁট ছোঁয়ার মুখ ।।

ক্লান্তি গুলো এখন আর ভেজে না ,বিকেলের বৃষ্টিতে ভিজে ফেরেনি সেই ছেলেটিও আজ ।। বৃষ্টি ধরেছে উল্টো ছাতায় ।।