এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ১২ এপ্রিল, ২০১৯

বেনামি চিঠি



বৃষ্টি ছুঁয়ে গেল আজও ইচ্ছে প্রদীপ ,
চোখে ঠোঁটে আস্কারা একটু না হয় ভিজে নিক ।।

বুকে ভিতর ঘর বেঁধে থাক "না বলা কথারা"
রোদে স্নান সেরে নিক না হওয়া প্রেম ,তারা ।।

হাত ধরে চলে যাক ছুটে বহুদূর
ঘুম নিক ছুটি, রূপকথার জাগুক রাতদুপুর।।

অর্থহীন ,শর্তহীন ,একাকী খুঁজেছি তবু 
প্রেমহীন প্রেমে পাইনি তাকে কভু ।।

কোন মন্তব্য নেই: