সকাল গেল দুপুর গেল এলো রাত
ব্ন্ধু এসো মিলাই একসাথে হাতে হাত
অতীতকে নাহয় আজ যাই ভুলে
,স্মৃতিরা নাহয় আজ ধামা চাপা থাক
চলো ডাকি একটা নতুন স্বাধীন মুক্ত প্রভাত l
রং বদলানো এই বাস্তবতায়
চলো খুশির রং ছড়াই
বন্ধু এসো হাতে হাত আজকে মিলাইl
চিন্তার দিকপরিবতর্ন করে
নিজেকে বদলে ফেলি
চুপ চাপ বসে না থেকে
চলো একসাথে কাজ করি l
ঝড় উঠেছে সমাজ ধ্বংস মুখে
বদলে ফেলি কাণ্ডারী
হাল ধরি চলো আমার নিজে l
"সবার তরে আমার সবাই "
চলো আবার সেই গান গাই l
মুক্তি পাক মনের মুক্ত স্বাধীন ইচ্ছা
বন্ধু তোমায় দিলাম নববর্ষের
মুক্ত বৈশাখী শুভেচ্ছা ll
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন