এই ব্লগটি সন্ধান করুন

আমার কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আমার কথা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৯ মে, ২০১৯

এখন আমি


আমার কথা ৭

5/28/2016
11:27 PM

#এখন...আমি
***************

জ্যোতির্ময় রায়

জানালাটা অনেকদিন বন্ধ ছিল
ধূলো জমে গেছে অনেকটা
ভাঙা কাঁচের আঁড়াল দিয়ে
মাঝে মাঝে সূয্যালোকের প্রবেশ
একলা ঘরের অন্ধকার যদি কমে
জমে গেছে জল ...সেই তুষার যুগে
আর গলেনি ..গলাতে কেউ পারেনি
পারবেও না ........।
হিমালয় যে কঠিন পাথরে তৈরী
হাজার নদী ঝড়না হয়ে পরুক না কেন
মরুভুমিতে অতো সহজে যে বৃষ্টি হয় না।
হঠাৎ পথ চলতে চলতে আজ কালাহারির মরু
পথে পদার্পন ..ফিরে তাকাইনি
"প্রয়োজনটা" আজ শেষ
একদিন খুব ছিল ....
গল্পটা যে শেষ হয়ে গেছে ...।
নতুন একটা গান ধরেছি নতুন সুরে
হৃদয়টাকে বদ্ধ করেছি পাথরে ...।

শুক্রবার, ১৯ এপ্রিল, ২০১৯

আমার কথা (১৬)



আমি বেরসিক ,আমি প্রেমিক নই হয়তো
হয়তো প্রেম পায় না আমার
আবেগে ভেসে গেছে তীরে বাঁধা যে নৌকাখানি
গোলাপ সাজানো সজ্জায় প্রেমের লাশ ... ।
আমার বুকে একমুটো ভাতের স্বপ্ন সাজানো
বেঁচে থাকাই যথেষ্ট ,বাউল মন ... ।
বারুদের গন্ধ অতিপরিচিত ,ফেরমেন মিশে যায় ঘামে ॥
যদি ভালোবাসো আমায় ,কষ্ট পাবে
হিসাব আমি বুঝি না চাওয়া পাওয়ার ,
আমি মুক্ত আকাশ সাজাই একটা পৃথিবী বানাবো বলে ।
    তবুও বারবার আমি কাঁচের খাঁচায় আটকে যাই ,
আমার মাঝে আমিকে রোজ ট্রাম বাসের ভিড়ে হারাই ॥

রবিবার, ১৭ মার্চ, ২০১৯

বেশ ভালো আছি



বেশ ভালো আছি এখন
রক্ত উঠে মুখে ,ঘামের গন্ধে পারফিউম ....
নিকোটিনে প্রহর কাটে ,ঝাঁপসা পৃথিবী
চশমায় আটকে থাকে আমার আকাশ ॥
দীর্ঘশ্বাসে ঝেড়ে ফেলি অভিমান ...
ভালোবাসি তবুও
শিউরে উঠে শরীর মাঝে মাঝে ,
নস্টালজিক মন ,হিমালয়ের গায়ে ফসিলস ॥
বেশ ভালো আছি এখন
   থার্মোমিটারে নীল ঠোঁটের  উষ্ণতা
বাড়তে বাড়তে জ্বর একশো চার .... ॥

শনিবার, ২ মার্চ, ২০১৯

আমার কথা (১৫)



           

ওই যে রাস্তাটা চলে গেছে
কোনো অজানা ঠিকানায় ,একদিন ঠিক
আমিও চলে যাবো ওই পথ ধরে ... ॥
মরছি তো একটু একটু করে রোজ আমিও
জীবন্ত লাশের সারিসারি ,মোমবাতি মিছিল ॥
"ভালো থেকো মন "ব্যর্থ প্রচেষ্টাটুকু না হয়
লুকোনো থাক ডায়েরি এর পাতায় .......
আমি হয়তো কিছুই দিতে পারবো না তোমায়
তবে স্বপ্ন যেমন রোজ ঘুম ভাঙ্গায় আমার
মাঝ রাতে খুঁজি জোনাকি ....
কেউ হয়তো হাতটা ধরবে এবার
কেউ ধরে না ,মারিচিকার হাতছানিতে
এক পা সামনে এগিয়ে যাই.....
আমি ওই টুকুই করে যাবো 
তোমার মৃত স্বপ্ন গুলোর জীবন দান
নতুন করে আবার বাঁচতে শেখা  ,বেঁচে থাকা
লামপোস্টের আলো জ্বলুক বা নাই জ্বলুক
এই পথ আমি পেরোবই জানি একা একা ......... ॥

শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

আমার কথা (১৬)






আমি বারবার তার প্রেমে পড়ি ,কখনো অভিমানে ,অভিযোগে বলি "ভীষণ ঘৃণা ,কাফন সাজিয়ে রাখি ,আমার কবরে জলজ্যান্ত আস্ত মানুষটা বলে উঠে আমি কেউ না কারো ।

ভুল প্রেমে পড়ার অভ্যেসে বাসর সাজিয়ে রাখছে তখন রোজের অফিস ফেরৎ চোখ । চোখে মুখে জল ঝাপটা দিয়ে যখন ঘুম চোখে নেব বলে মায়া জড়াই ,ঘুম বলে " মিথ্যে সে অজুহাত" ভীষণ অভিনয়ে হেসে হেসে উঠে আয়না ।

তবুও ঘৃণা হয় ,ঘৃণা সিগারেট ধরিয়ে চুমু বলে উপমা দেয় যখন ,ঘৃণা হয় যখন হঠাৎ বলে উঠে ভালোবাসি অজানা অচেনা কাউকে "প্রেমিকা" ভেবে  ।

অথচ ভীষণ ভাবে নষ্ট হয়ে যাওয়া মন-আমি ভীষণ প্রিয় ,ভীষণ ভালোবাসি তাই নিজেকেই বারবার ।

জানি এই নষ্ট হয়ে যাওয়া মানুষটা এমন কোনো কাজ নেই যা পারে না ,আর পারবে না ,জুতো সেলাই থেকে বেদ পাঠ সবই করে ,প্রেমিকার জন্য অপেক্ষা ,আর ভালো রাখার মানুষ গুলোকে হাসি হাসি মুখে আগলে রাখতেও ভীষণ অভিনেতা। অথচ পাথর বুকে আঁচড়ে পড়ছে খরস্রোতা ...

©জ্যোতির্ময়

নিজেকেই আঁকালম তাই ,নিজেকে ভালোবেসে ফের । অনেক দিন পর একটু চেষ্টা



ম্যাগনেটিক:জ্যোতির্ময়



সব হিসাব মিলিয়ে দেখেছি।শেষ থেকেও
আড়াই চালে তোমার চেক মেট,জেনেও ।।

আমার পৃথিবীর মানচিত্রে জোছনা ছড়ায় আধখানা চাঁদ ।
গ্যালাক্সি ঘুড়ে দেখো ,সত্যি মিথ্যে।চলতে চলতে ফিরে আসা হঠাৎ ।।

সবার উপর রাগ দেখানো যায় ? প্রিয় না হলে !
অভিমান? মন খারাপ গুলো অক্সিজেন পায়।একটু পথ হেঁটে দিলে ।।

অন্য পৃথিবী সাজে জানি তোমার গল্পে রোজ'এ।
আমি'ত ভিনদেশি কবেই।জবান বন্দি রাখা বইয়ের পাতায় প্রচ্ছেদে ।।

শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯

আমার কথা(১৪)

#আমার_কথা(১৪)

               © জ্যোতির্ময় রায়

সময়টা ঠিক বয়ে যাচ্ছে
এঁকে-বেকে ,দু একটা বালুচর ।
আমার শরীরে অনুভুতি গুলি হয়তো মৃত ,
পারদ স্তম্ভে একশো চারের জ্বর ।।
হিসাব খাতায় শুধুই যোগ বিয়োগের ভুল
আমি আমাকে হারিয়ে ফেলছি হয়তো
স্বপ্ন দেখি সাহারায় নাকি ফুটবে ফুল ।।
ভাষা গুলো গভীর থেকে আরো গভীরে
      বানায় প্রবাল প্রাচীর ,
আমি গল্প খুঁজি শূন্য আকাশে
কাগজের নৌকা পায়নি কো এখনো নদীর তীর ।
এলো মেলো চিন্তার আঁচর কাঁটি দেওয়ালে
আমার কাছে চাঁদ এখনো ঝলসানো রুটি
স্মৃতির জীবাশ্ম গুলো শুধুই কথা বলে ।
 চাওয়া-পাওয়ার  হিসাবটা এখনো ক্রিটিক্যাল ,
মিথ্যা গুলো এখনো সত্যির কাছে কথার ধার চায়
বাস্তবতার ঝাঁপসা অন্ধকারে  করছি ইন্ট্রিগাল
যতই খুঁজছি নিজেকে ,হারাছি ততই
 এক পা সামনে ফেলে দু পা পিছনে ফিরে মন কেন যায় ?

শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯

আমার কথা :জ্যোতির্ময়



   

##
আমার আকাশে চাঁদের অস্তিত্বটা  মরিচীকা
পাহাড়ের কোনো নির্জন উপত্যকায় যে নদী
বয়ে চলে ..সমুদ্রের টানে
একশো চারের জ্বরটা যে শুধু পারদস্তম্ভটাই জানে ।
চশমা খুলে দিলেই আর একটা পৃথিবী
ঝাঁপসা অন্ধকারেও সত্যি গুলো বেরোয়
প্রশ্ন গুলো ....শূন্য আকাশে উত্তর কুড়োয় ।।
চাঁদ তো অমবস্যায় থাকে না
তারারা কিন্তু তবুও জ্বলতে থাকে ।।
পথ দেখাক বা না দেখাক জোনাকি ।।

##
মেঘ সরিয়ে উঁকিও মারে সবিতা
জমাট বাঁধা কথা গুলো হঠাৎ দেখি হয়ে গেছে কবিতা ।
 মৃত অশরীয়রা গল্প শোনায় রোজ
মন মাতে নেশায় ,নতুনত্বের খোঁজ ।।

শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

আমার কথা



            জ্যোতির্ময় রায়

##
হ্যাঁ আমি ভবঘুরে ,আমি একটা বদ্ধ পাগোল ।
কথার মাঝে বলি কথা ,বকি আবোল তাবোল ।।
ভিত্তিহীন যুক্তিবাদ আমার কাছে মৃত ।
বর্তমান মানে বেঁচে থাকা ।
না গো আমি কবি হতে চাইনি কখনো
তবুও কথা গুলো কবিতা হয়ে যায় ।

#
আমার ভালোলাগে কথা নিয়ে খেলতে
কথার ফাঁকে কথা ..তবুও হয় না বলা
কতকিছুই না ভাবতে থাকে মন
চলতে চলতে থমকে দাঁড়াই ,হয় না আর চলা ।
গভীরের যে যন্ত্রনাটুকু তোলপাল করে সমুদ্র
সুনামীতে ধ্বংস হয় পৃথিবী ।
বলা হয় না মুখ ফুটে ,লাল নদীতে হয় জোয়ার ভাঁটা।
কি করবো বলো ?
প্রশমিত করে ভাট বোকা ।।

#জানি আমি বিরক্তিকর ,
জানি সোজা কথা সহজ ভাবে বলি ,
তেল মারতে আমার ভালোলাগে না
ভিতরের গভীরতা কি এমনি মাপা যায় বলো ?
               কখনো যায় না  ।।
কাঁচের খাঁচায় আটকে গেছি আমি
    ভেঙ্গে গেছে ..আয়না ।।

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

আমার কথা

#আমার_কথা(২৬)

©জ্যোতির্ময় রায়

স্বপ্নরা আজকাল মুঠো ভর্তি শুকনো গোলাপ ,
বৃষ্টির ছোঁয়ায় তাজমহল আঁকে ড্রইং বোর্ড ।
শ্যাওলা জমানো দেওয়াল বেয়ে সর্পিল ভাস্কর্যে
মোমবাতি জ্বলে উঠে মাঝে মাঝে "ইচ্ছে ডানায় ".. . ।।

কিছু নরম উষ্ণতা গুলো শরীর ছুঁতে চায় ,
চুমুতে চুমতে শিউরে উঠে বুঝি লোম ?
গভীরতা মাপতে গিয়ে চোরাবালির পথ উঠে জেগে
প্লাবনে ভেসে গেছে আমার ম্যানগ্রোভ ।

পাহাড়ের পর পাহাড় ,নির্জন উপত্যকায় প্রেম খুঁজি
সামনে পা ফেলতেই হিমালয় জেগে উঠে শুধু ।
অভিমান গুলো তখন কাছে আসার থেকে দামি বেশি,
ছেলে মানুষী প্রেমীকি আদর ছুঁয়ে রেস্তুরাতে জ্বলতে থাকে মোমবাতি রাত ।।