এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২ মার্চ, ২০১৯

আমার কথা (১৫)



           

ওই যে রাস্তাটা চলে গেছে
কোনো অজানা ঠিকানায় ,একদিন ঠিক
আমিও চলে যাবো ওই পথ ধরে ... ॥
মরছি তো একটু একটু করে রোজ আমিও
জীবন্ত লাশের সারিসারি ,মোমবাতি মিছিল ॥
"ভালো থেকো মন "ব্যর্থ প্রচেষ্টাটুকু না হয়
লুকোনো থাক ডায়েরি এর পাতায় .......
আমি হয়তো কিছুই দিতে পারবো না তোমায়
তবে স্বপ্ন যেমন রোজ ঘুম ভাঙ্গায় আমার
মাঝ রাতে খুঁজি জোনাকি ....
কেউ হয়তো হাতটা ধরবে এবার
কেউ ধরে না ,মারিচিকার হাতছানিতে
এক পা সামনে এগিয়ে যাই.....
আমি ওই টুকুই করে যাবো 
তোমার মৃত স্বপ্ন গুলোর জীবন দান
নতুন করে আবার বাঁচতে শেখা  ,বেঁচে থাকা
লামপোস্টের আলো জ্বলুক বা নাই জ্বলুক
এই পথ আমি পেরোবই জানি একা একা ......... ॥

কোন মন্তব্য নেই: