এই ব্লগটি সন্ধান করুন

এবং ব্যক্তিগত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
এবং ব্যক্তিগত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ২৯ এপ্রিল, ২০১৯

এবং ব্যক্তিগত (১০)


Saturday, April 29,



এবার আমি ভালোবাসতে ভুলে যাবো
এবার আমি প্রেমের গান ভুলে যাবো ।
আমার চিতায় পুড়ে যাক যন্ত্রনা গুলো ভালোবাসার
অভিনয় "ভালো থাকার " ॥
আমার শরীরে উৎসেচকে জারণ-বিজারণ ,
আধানহীন সাবস্টিটিউ ,তোমার বিজ্ঞাপনে হোক আমার মরণ ॥
নতুন সূর্য উঠুক বা নাই উঠুক ,সঙ্গী রাত
ঠিক আগের মতোই ,পৃথিবীর মানচিত্রে হয়ে  যাই না হয়  বাদ ।।
পাশবালিশে অশ্রুর বন্যায় ,আমার কাগজের নৌকা ,
আমার ডাইরীর শেষ পাতায় থাক আমার মৃত্যু আঁকা ॥

শুক্রবার, ২৬ এপ্রিল, ২০১৯

এবং ব্যক্তিগত (৩)




আমি  ফিরবো আর  না কোনো দিন ,
ওই চাঁদের আলো কাঁচের গুড়োর মতো
অলিন্দ নিলয়ে শুধু গোলাপী থাবা ।
আপেক্ষিকতায় বেঁচে থাকা ,নিউরোনে সাইক্লোন ।
ঘুমহীন রাতে স্বপ্নের  ইচ্ছা মৃত্যু ,
আমি ফিরবো না তাই আর
চশমার পাওয়ার গিয়েছে বেড়ে
ছাই রঙ্গা পৃথিবীর বুকে ,মৃত আমার শহর
বাষ্পীভুত অশ্রুর মেঘে বৃষ্টি হয় যদি
সবুজ পৃথিবী ধূসর হয় ,ভাঙ্গা তাজমহলে আমার
ডায়রী কাঁদে ... ॥

এবং ব্যক্তিগত (৫)





আমার মন্ত্রী খোঁয়া গেছে এবার
তোমার চেক মেট ।
আড়াই চালে জেগে উঠা পিথাগোরাসের উপপাদ্যে
আমার আপেক্ষিকতা ।
শ্রীধর আচার্য্যের সুত্রে মেলেনি সমাধান ।
হৃদ পরমাণু থেকে বিলীন পসিটিভ আধান ।।
ভুল ফের ভুল !আমি নিউটনের তৃতীয় সুত্রে
খুঁজেছি ক্যাকটাস ।
গোলাপী রঙের অস্তিত্ব নেই বুঝিনি
ছক কাটা বর্গক্ষেত্রে আটকে গেছে ফানুস ... ॥

বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০১৯

এবং অচেনা হলাম


আমার মৃত দেহে তোমার নোটিশ বোর্ড
বিজ্ঞাপনে বারুদ জ্বলে ।
পৃথিবীর মানচিত্রে ডাইনেশরের  থাবা ,
বৃক্ষ ফসিলস দিয়ে আঁকা চাঁদ ।
নীল তিমি পস্টিক মোড়া চাদর গায়ে
ইতিহাস শোনায় ,টাইটানিকের গল্প .... ।
তাজমহলে কাঁদে শাহজাহান ।
আমার সৃষ্টি আবর্জনায় "হৃদ টুকরো "।
গলিত লাভায় .... আমি ফের ডাইরীর শেষ
পাতায় ... এক পা বারালাম .... ॥