আমি ফিরবো আর না কোনো দিন ,
ওই চাঁদের আলো কাঁচের গুড়োর মতো
অলিন্দ নিলয়ে শুধু গোলাপী থাবা ।
আপেক্ষিকতায় বেঁচে থাকা ,নিউরোনে সাইক্লোন ।
ঘুমহীন রাতে স্বপ্নের ইচ্ছা মৃত্যু ,
আমি ফিরবো না তাই আর
চশমার পাওয়ার গিয়েছে বেড়ে
ছাই রঙ্গা পৃথিবীর বুকে ,মৃত আমার শহর
বাষ্পীভুত অশ্রুর মেঘে বৃষ্টি হয় যদি
সবুজ পৃথিবী ধূসর হয় ,ভাঙ্গা তাজমহলে আমার
ডায়রী কাঁদে ... ॥
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন