এই ব্লগটি সন্ধান করুন

তুমি যে আমার ওগো লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
তুমি যে আমার ওগো লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০১৯

তোমার অভিমুখে



আমার শরীরে হাজার উল্কা পাতের ক্ষত ,
গলন্ত লাভায় কাগজের নৌকা ভাসাই ,
দালনা রোদে নিরব মন হাসে
দূর্বা ঘাসে বৃষ্টির ছোঁয়া পাই ॥
গভীর থেকে আরও গভীরে
আরও একটু নিচে কলশিতে রাখা জল ,
সিলিং ফ্যান ঘুম পারিয়ে গেছে
বারুদ কেন জ্বালায় ওরা বল ?
আমি নদীর মতো চলেছি বয়ে
মোহনার কাছে হঠাৎ বালুচর
কত আপন ছিল উষ্ণ চুমু গুলো ,
কথা বলার মুহূর্তরা হয়ে গেছে পর ॥
তবুও নদী হয়ে ,তোমার শহর বেয়ে চলি
আমার  পৃথিবীর বুকে তোমার রঙ তুলি ।
চাঁদের গায়ে এঁকে রাখা স্বপ্ন
তোমার কক্ষ পথ হয়ে ঘুরে
দূরে আরও হয়তো কাছে
গাইছি বুঝি গান আবার তোমার সুরে ॥

মঙ্গলবার, ২ এপ্রিল, ২০১৯

গল্প হবে ?

কিছু মিঠে রোদ্দুর দেবে ? গায়ে মাখবো আমি ।বিকেল বেলার প্রাসাদী আল্লাদের মতো বিস্কুট গুলো নুইয়ের পড়ুক নোংরা করা জলে ।।

কবিতা ভালোবেসে অনেকে হয়তো ভাবতেই পারে খুব কাছের মানুষ ।মনের কথা গুলো কেমন বলে দেয় অনায়াসে । আসলে এর বাইরে যে চোখের আড়ালে মরে যাওয়া প্রেম সে খোঁজ নিতে যায়নি কেউ ।।

হমম ,রোজ ভাবি আরো একবার খুব শক্ত করে একটা কষিয়ে চড় মেরে বলবে "ফাক ইউ" ।সব মিথ্যে ,সব মন গড়া । এত চুদুর বুদুর কেন তবে ওই মেয়ে গুলোর সঙ্গে ।। আমি নির্বাক চোখে জিভের ডগায় আঙুলে কামড় দিয়ে বলব "ও সব মন গড়া "।।

আসলে কেউ পারফেক্ট হয় না ,আমি অযথা ছককাটি "নিশ্চই এবার পাবো " দি পারফেক্ট লাভ "।তাই চুলকানি গুলো বেড়ে যায় ভালো করে জেনে নিতে গভীরতা ।।

কোনো অস্তিত্ব নেই তোমার বাস্তবে । হমম তোমাকে নিয়ে কবিতা লেখা যায় ,হাজার হাজার কবিতার স্রোতে কিংবা ড্রইং খাতা জুড়ে তোমার পায়ের ছাপ । মানে এই না তুমি উপন্যাস এর মহানায়িকা হয়ে গেছো ।।আগে গল্প হও ,তবেই এসো ।।


শনিবার, ৩০ মার্চ, ২০১৯

তুমি কি আমার হবে?



সন্ধ্যায় মৃদূ বাতাস ,
গৌধূলির আগমনে
সূর্য্য বিদায় জানায়
নদীর জলে ভাসমান নৌকাখানি একলা ....দাঁড়িয়ে
শালিকও বাসায় ফেরে
আমি ভেসে যাচ্ছি নদীর স্রোতে
ডুবে যাচ্ছি আরো গভীরে
"বৃষ্টি বৃষ্টি তুমি এসো ..
ভিজাও আমায় ...নতুন করে "
আমি যে মিশে যাচ্ছি  নতুন
অপরূপ অসম্ভবে.....অনুভবে l
বলো তুমি কি আমার হবে ?
আজও কি আমার হবে ?

গ্রীষ্মের উত্তপ্ত দিনে হঠাৎ শীতলতায়
মিশে ছিলে ,মিশে আছো ...
ছবি আজও আঁকি তোমার কবিতায় l
অতীত আসে আর হাতছানি দেয়
ডায়রী খাতার ছেঁড়া পাতায়
আজও তোমার পেন্সিলে আঁকা ছবি
তবে হঠাৎ মরু ঝড়ের আগমন
মৌসুমী বায়ু করেছে প্রতাবর্তন
সব ঠিক আছে ..মনটা একটু বদলে গেছে
লীন তাপে হিমালয়ে ধ্বংস ঝুলন্তপ্রপাত
নিদ্রাহীন কেটেছে জানি তোমারও অনেক রাত l
অনেক দিন ঘর ছাড়া যে বেদুঈন
তবে কি আসবে ফিরে ?
ওগো সাহসীনী এই হৃদয় জুড়ে
বলো না তুমি কি আমার হবে ?
আবার নতুন করে তুমি কি
                আমার হবে ?

শুক্রবার, ২৯ মার্চ, ২০১৯

পিছু টান



সামনে এঁকে বেঁকে ওই মৃত্যুর বালিয়াড়ি
তাতে দিগন্তের গৌধূলি সাজ
সিলিং ফ্যানের ঘুমপাড়ানী .... মন ঘুমাও একটু ।
ধান জমি আলে টুপ টাপ বৃষ্টি রাম ধনু আঁকে
যে শিকলে বন্দী ছিল গাঙ চিল
মুক্ত ডানা  .... নীল রঙ ভীষণ প্রিয় যে ॥
প্রশ্নটা তোলা থাক ... থাক না ওই চাঁদে
কলঙ্কটা শোভা পায় বুঝি ,প্রেম ?
ফেলে আসা পথে কিছু ছায়া
যোগ বিয়োগে হিসাব মেলায় .... ॥

বুধবার, ২৭ মার্চ, ২০১৯

তোমার যে খুব প্রয়োজন



একবার চোখ বন্দ করো
মন তুই থাম ....অনেক ছুটেছিস
মরীচিকার পিছু পিছু ...
এবার একটু ভিড়তে প্রবেশ কর
শুনতে পাচ্ছ হৃদপিন্ডের ধুকধুক শব্দ
রক্ত সঞ্চালন ....শির উপশিরায় ...
একটা গভীর দীর্ঘশ্বাস নাও ..
বুঝতে পারছো নিজেকে .....?
অনুভূতিগুলো যে ইশারা করছে তোমায় ছোঁব বলে
পেরেছ ধরতে ...?
কেনো কাঁদো ?
কি পেলে ?  .....নিশ্চই হারিয়ে ফেলেছিলে
তোমাকে ?
প্রতিবিম্বটা কে উগরে ফেলে
তুমি "শুধু তুমি " কে আবার ডাকো
আবার জাগো ....
তোমাকে যে জাগতে হবে আজ ..
বিশ্ব যে বড় স্বার্থপর ...
আগুন জ্বলছে ,অমানুষিকতা যে আজ রাজত্ব করছে ..
তাইতো  তুমি শুধু "তুমি " এর যে খুব প্রয়োজন ....

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

তোমাকে ভালোবেসে



নতুন ,আরো একটু নতুন করে বাঁচতে শেখা ..... ।
অক্ষাংশ থেকে আমার সূর্য এখন দ্রাঘিমাংশে
এক টাকাতে শুরু ষোলো টাকায় শেষ
পুরোনো ফ্লাশ ব্যাক নেই ,আছি বেশ ॥
সাহারায় বসন্ত উৎসব যন্ত্রনা দিয়ে
কিছু জল ছবি এঁকেছি তোমায় নিয়ে .....
                  এখন ॥
তোমার অভিমান গুলো আলপিন
দীর্ঘশ্বাস , হয়তো কিছুটা কার্বন মোন অক্সাইড
বৃষ্টিতে যায়নি গোলে তাজমহল ....... ।
অভিকেন্দ্রীক আমি বিঁধে গেছি তোমার
রাখা ক্যাকটাস সিগন্যালে  ....... ॥

শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮

তুমি যে আমার



রাতের আকাশটা আজ পরিষ্কার
ছায়াপথ বেঁয়ে আলোকবর্ষ দূরে
তোমার মনের বসত বাড়ি ।
টেলিষ্কোপে বার্তা পৌঁছায় ।।
আজ রাতের শহরে ল্যাম্পপোষ্টের
আলোয় শীতে জমে যাওয়া শরীর হাত পা সেঁকে
নেয় ..মনের অনুভুতি গুলি ।।
আমার সাহারার বুকে মরুদ্যানে
ক্যাক্টাস ফুল ফোটে ..।।

##
অলস সময় থমকে দাঁড়ায় চৌরাস্তার মোড়ে
চায়ে কাপে নুইয়ে পড়া বিস্কুটাও জানে
ঠোঁটের উষ্ণতা  ।
তোমার কাছে মন ভালো করার নামে
ভাট বোকা ,ন্যাঁকামো ...।
সত্যিটা না হয় বুঝে নিও কখনো ।।

মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮

যদি বলি তোমায়


চায়ের কাপে নুয়ে পড়া বিষ্কুট ..
সময় ছুটছে ইন্টারনেটে..মন হয়েছে দল ছুট ।
চমশার আলাড়ে স্বপ্ন সম্ভার ..
যদি বলি তোমায় ,আঁকছি ছবি তোমার ।
আমার গভীরে ,সবটা জুড়ে রয়ে গেছো যে আমার,
জানি তোমার মনের ঘরে কিছু পাথর জমানো ,
ভাঙ্গতে চাইছি তাই ,ভেঙ্গে ফেলে পাহাড়।
ভালোবাসা হয় না এমনিতে  ...
ভালোবাসা ..শিরায় উপশিরায় অনুভুতির খরস্রতে।।

##

পর্ণমোচীর পাতায় লিখে রেখেছি তাই নাম
ঝড়ে পড়বে জানি একদিন
এখন  মিডিল ক্লাস ছেলেদের নেই যে ভালোবাসার দাম ।।
ভালোবাসা জানি টাকায় উড়ে ,
তাইতো ভালোবাসা আজকাল অকালেই কত মরে ।।

##
যদি বলি তোমায় ,ভালোবাসি
যদি বলি খুব মিষ্টি তোমার ঠোঁটের ওই হাসি
কাজল কালো চোখে ..চেয়ে থাকতে ইচ্ছে করে ।
  ন্যাকামো হয় না বলো?
তুমি যেমন, ভালোবাসি তোমায় সেরকম করে ।।

রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

তোমায় ভালোবেসে





     

কাল বা পরশু  তুমি অবশ্যই বুঝবে
কেন পৃথিবীর বুকে ক্ষত বিক্ষত ভঙ্গিল পর্বতের
উত্থানে ..ভুমিকম্পে শিউরে উঠে শরীর ?
চাঁদহীন আকাশের বুকে নামে অমব্যসার গাঢ় অন্ধকার ?
 সময় বদলে গেছে ..বদলে গেছে চারিদিক
অভিনয় মানেই  এখন  বেঁচে থাকা ।।
অভ্যেসে দাস আমিও,আসলে যে পাল্টে
যায় না কিছুই বদলে ফেলাই বেঁচে থাকা ।।

একাকিত্বের ঘুমহীন রাতে ..হয় না প্রভাত
যন্ত্রনাগুলোকে  ওভারলেপ করে নিকোটিনের আবেশ ।।
মুক্ত এ মন ,বদ্ধ সিলেবাসে ,দেয় স্লোট এক্সাম
ঝাঁপসা আলোয় পথ খুঁজি,কই পথ পেলাম??
ভবিষ্যৎটা  মরিচীকা ..তবুও চলা ।
      তোমায় ভালোবেসে ..।।
বদলে ফেলে ..বদলে নেওয়া
হাসি খুশির আর মিষ্টি অভিমানের অভিনয়ে ।।

শনিবার, ৮ ডিসেম্বর, ২০১৮

তোমাকে এভাবেই চাই




         

হ্যাঁ তোমাকে এভাবেই চাই ,যেমনটা আছো
আমার পৃথিবী জুড়ে ...।
টুকরো স্মৃতির নস্টালজিক মন
ঢাকুরিয়া লেক বা সায়েন্সসিটি ,
ইকোপার্ক কিংবা ভিক্টোরিয়ার বাগানে
উষ্ণ চুম্বনে ..আলিঙ্গনে  জমে প্রেম ।।
       ক্ষণস্থায়ি অভিনয় ।
নাহ্ গো ওটা আমার চাওয়া নয়।।

আমার জানালায় কাঁচে কুশায়ার ভোরে
রোজ শিশির জমে ..শিউরে উঠে ক্লান্ত শরীর
 দূর্বা ঘাসে ছুঁয়ে যায় আমার গভীর ।।
রং বদলানো বাস্তবতায় ,মৃত্যুর অভিযান
ঘুনধরা সমাজের বুকে ,বোকাবাক্সে আটকে প্রাণ ।।
 ঘুমহীন রাতে হতাশার হাতছানি
ঝাঁপসা আলোয় ,ভাঙ্গা আয়নাখানি ।।
 ঘড়ির কাঁটায় ,থমকে যে গেছে  সময় ।।
অনুভতিগুলো যখন আরো অনুভবময়
অব্যক্ত কথাতে ..কবিতার খাতাতে।।
কাছে কিংবা দূরে শত সহস্র বছর জুড়ে
 ঠিক এভাবেই তোমাকে আমি চাই ।।

মঙ্গলবার, ৪ ডিসেম্বর, ২০১৮

বুঝে নিতে হয়





     

সব কথা কি কখনো মুখে বলা যায় ?
প্রবালদ্বীপের অবস্থান সমুদ্রে কতটা গভীরতায়?
জানো কি ?
আগ্নেয়গীরির অগ্রে যে হিরক খনি
মৃত পৃথিবীতে মরিচীকার হাতছানি ।
ক্ষুধার্ত হায়নার মুখে হরিণীর মাংস ।
তুমি ও আমি ..সবাই টাইম মেশিনের
চাকায় আটকে ..সবাই যে খুব ব্যস্ত ।।

এখন অন্তর জালকের জড়িয়ে যায় পাঠানো চিঠি।
একসাথে ..একাকিত্বে উষ্ণতা বাড়ায় অনুভুতি ।।
সব কথা জমে গভীরে ..
নদী হয়ে ভেজায় আমার পৃথিবী ।
সব কথা কি মুখে বলা যায় ?
কিছু কিছু কথা জীবন পথে চলতে চলতে
ও গো বুঝে যে  নিতে হয় ।।

সোমবার, ৩ ডিসেম্বর, ২০১৮

তুমি যে আমার ওগো



তুমি যে আমার ও গো তুমি যে আমার
কথায় অযথায় তুমি যে আসো আলোচনায়
প্রতিটি গান যে ওগো তোমারই কথা গায় ।।
জীবন মরুর মাঝে  ,এসো গো বধু সাজে
একা একা আমি আছি এখনো জেগে যে ।।
মৃত সভ্যতার বুকে ..একমুঠো সুখে
নেই কিছুই তুমি ছাড়া আর
    ...হারিয়ে ফেলছি সব ,যা হারাবার ।।
তুমি যে আমার ,ও গো তুমি যে আমার ।।

নিঃসঙ্গতায় কাটে প্রহর ,লাল নদীতে প্রবল
জলস্রোত , ভেসে যায় ,ছেড়া পালের নৌকা
স্বপ্নরা থমকে দাঁড়ায় পথ হারিয়ে ,
অন্ধকারে জোনাকির পায় কি দেখা ?

তবুও ..তুমি যে আমার ওগো তুমি যে আমার
স্বরনে স্বপ্নে ,একলা এই মনে
শুধু তোমারি অভিসার ।
তুমি যে আমার ও গো তুমি যে আমার ।।
তুমি আমার জীবনে আসি ,বাজালে ওগো বাঁশি ।
নিকোটিনের আবেশেও ও গো তোমায় ভালোবাসি ।।
মৃত বিবেকের রাজ্যে ,আগ্রাসী নৈরাজ্যে
গান গাইছি বদলে গিয়ে
 বদলে ফেলার ..।।
  তখনও ছিলে ,এখনো আছো কবিতা তুমি আমার
শুধু তুমি যে আমার ওগো ,তুমি যে আমার ।।



০৩/১২/১৬