রাতের আকাশটা আজ পরিষ্কার
ছায়াপথ বেঁয়ে আলোকবর্ষ দূরে
তোমার মনের বসত বাড়ি ।
টেলিষ্কোপে বার্তা পৌঁছায় ।।
আজ রাতের শহরে ল্যাম্পপোষ্টের
আলোয় শীতে জমে যাওয়া শরীর হাত পা সেঁকে
নেয় ..মনের অনুভুতি গুলি ।।
আমার সাহারার বুকে মরুদ্যানে
ক্যাক্টাস ফুল ফোটে ..।।
##
অলস সময় থমকে দাঁড়ায় চৌরাস্তার মোড়ে
চায়ে কাপে নুইয়ে পড়া বিস্কুটাও জানে
ঠোঁটের উষ্ণতা ।
তোমার কাছে মন ভালো করার নামে
ভাট বোকা ,ন্যাঁকামো ...।
সত্যিটা না হয় বুঝে নিও কখনো ।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন