এই ব্লগটি সন্ধান করুন

অচেনা পথিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অচেনা পথিক লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৪ এপ্রিল, ২০১৯

বর্ষবরণ




সকাল গেল দুপুর গেল এলো রাত
ব্ন্ধু এসো মিলাই একসাথে হাতে হাত
অতীতকে নাহয় আজ যাই ভুলে
,স্মৃতিরা নাহয় আজ ধামা চাপা থাক
 চলো ডাকি একটা নতুন স্বাধীন মুক্ত প্রভাত l
রং বদলানো এই বাস্তবতায়
চলো খুশির রং ছড়াই
বন্ধু এসো হাতে হাত আজকে মিলাইl

চিন্তার দিকপরিবতর্ন করে
নিজেকে বদলে ফেলি
চুপ চাপ বসে না থেকে
চলো একসাথে কাজ করি  l
ঝড় উঠেছে সমাজ ধ্বংস মুখে
বদলে ফেলি কাণ্ডারী
হাল ধরি চলো আমার নিজে l
"সবার তরে আমার সবাই "
চলো আবার সেই গান গাই l
মুক্তি পাক মনের মুক্ত স্বাধীন ইচ্ছা
বন্ধু তোমায় দিলাম নববর্ষের
মুক্ত বৈশাখী শুভেচ্ছা ll

শুক্রবার, ৫ এপ্রিল, ২০১৯

মনে কি পড়ে


"মেঘ কোথায় যাও ?"
হিমালয়ে নাকি মৌসুমী বায়ুর
প্রতাবর্তন বঙ্গোপসাগরে ?
"বৃষ্টি হয়েছে ?...ভিজেছে আমার
মরু উদ্যান ...একটু ?
বৃষ্টি হলে আমার জানলায় জল জমে
ঝাপসা হয় আকাশটা ....
শুষ্ক ধান দুর্বা শিউরে উঠে আচমকা

ভালোবাসা যে অসম্ভব ইচ্ছার
মুক্তি ,খোলা রূপকথার দেশে
মেঘের ভেলায় উড়ে বেড়ানো
পাশে থাকা ,একটু শুধু খেয়াল
ক্লান্ত মনের একটু পাশে দাঁড়ানো l

কথা অযথা জমেছে কবিতায়
মাঝ রাতের ফোন আজ নিশ্চিতে ঘুমায়
হাজার তারার মাঝে খুঁজছি
অজানা প্রশ্নের উত্তরে ...
উল্কা খসে পড়ে যায়
মনে কি পড়ে আনমনে আমায় ?
       ভুল করেও একবার ?
কি করবো বলো ?
বেসেছিলাম যে ভালো  তোমায়
স্মৃতিরা  মনের জানলায় এসে দাঁড়ায়
                  যে বারবার l

শনিবার, ৩০ মার্চ, ২০১৯

আমি হেঁটেছি


               
রং মশাল ....অন্ধকারপথ
দুহাত বাড়াও ....ছোঁব তোমায় l
বৃষ্টি ভেজা বিকেল ..আমরা দুজন রাস্তায় l
ছাতাটা উড়িয়ে দিয়েছি হাওয়ায়
"বৃষ্টি ও বৃষ্টি তুমি এসো ...
ভিজবো আজ সারাক্ষণ এই বর্ষায়
এক অসমাপ্ত গল্প ....স্মৃতি পাতায় l

 ঢাকুঁড়িয়া লেক ...কিংবা সায়েন্সসিটিতে
ক্যামেরার ফ্ল্যাশ লাইটে ঝলসে উঠা হাসি মুখ
তোমার অনুভবি ঠোঁট দুটি
আমায় আলিঙ্গনে ,উষ্ণ চুম্বনে
তোমার স্বপ্নগুলি পেত ভবিষ্যৎ  l

গ্রীষ্মের দুপুর তপ্ত রোদে সান গ্লাস চোখে
গাল দুটি পুড়ে গেছে সস্তার রোদ্দুরে
মেলেছি ডানা ,চলো যাবো আজ উড়ে
অতীতে .....স্মৃতির পাতায় l

পাঁচ মিনিটের লেট ....
শাস্তি প্রদান ....তোমার আদালতে
এক ঘণ্টা অপেক্ষায় ...
মধুর অভিমান সুরে ...আবদার
"চলো না যাই আজ সিটিসেন্টার "
 কিংবা ফোনে গল্প শুনানো
"ঘুম আসছে না চোখে "
আজ সবই কল্পনায় ...
বেঁচে আছে সব শুধু কবিতায় l

কম্পাসের কাঁটায় দিক নির্ণয়
মেঘমোল্লার দেশ কোথায় ?
রামধনু উঠে দেখো মেঘের আড়ালে
হঠাৎ রং বদলে বর্তমান ...
 আমি শুনেছি ...বুঝেছি
তোমায় ,তোমার ভালোবাসায়
    চুম্বকীয় আবেশ l
হেঁটেছি অনেকটা পথ হাত ধরে
    অতীতে স্মৃতির পাতায় l

বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০১৯

রং পেন্সিল

রং পেন্সিলে আজও
 মন যে তোমার ছবি আঁকে ,
স্মৃতি গুলো বারে বারে
আমায় পিছন ফিরে যে ডাকে l
আঁধার ঘনিয়ে আসে
মেঘ জমে আকাশে
অঝোরে বৃষ্টি হয় ,
পৃথিবী যে রঙ্গমঞ্চ
শুধু করি তাই বাঁচার অভিনয় l
তবুও তোমাতেই  পরে আছে যে  হৃদয় ,
রাত শেষে যদি আবার
তোমার সাথে দেখা হয় l

             অচেনা পথিক

শুক্রবার, ১ মার্চ, ২০১৯

আবদার



গ্রামে ফেরিওয়ালা এসেছে
অনেক ধরণের চুড়ি ,মালা
চুল বাঁধার ফিতে,নেলপালিশ ,
ছোটোদের খেলনাপাতি  ,চিরুনী
সেভটিবিন ,আরো অনেক কিছু
রকমারী জিনিসে ভরা তার দোকান
গ্রামের প্রায় সব মহিলা
বিশেষ করে মেয়েরা  দলবেঁধে
ঘিরে ধরেছে তাকে
কেউ বা চুড়ি,কেউ বা চুল বাঁধার
 ফিতে ,কেউ বা সেভতিবিন
নিচ্ছে বোতাম না থাকা
জামায় লাগাবে বলে

"মা মা আমি ওই পুতুল টা
নেব !দাও না !"
ভিড়ের এক কোণে বসে থাকা
ছোট্ট মেয়েটি তার মা বলল
"না ওসব নিতে হয় না  মা
তোর তো বাড়িতে ভুলু আছে৷"
"না ওটা নো্ংরা  ....আমি নেব "
বলে কান্না শুরু করল
"চ এখান থেকে "
টেনে হিঁচড়ে নিয়ে গেল তাকে
সেতো জানেনা
দিন আনা দিন খাওয়া
দিন মুজুরের জন্য যে
ওসব নয় ...
একশো টাকা দিয়ে কিনলে যে
কাল ওদের  না খেয়ে থাকতে হবে ...

অচেনা পথিক
27/12/15

বুধবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৯

হৃদয়ে রাজত্ব

হৃদয়ে রাজত্ব
************

"তুমি না খুব দুষ্টু "--হৃদয়ের পুরো স্থানটাই
রানীর মতো দখল করে বসে আছো
আর আমার অলিন্দ নিলয়ের
কপাটিকার মতো শুধু রক্ত প্রবাহ অপরিবর্তনীয় l
মাঝে মাঝে কি হয় ?
"আমি তোর সাথে কথা বলতে চাই না ,
তুই আমাকে ফোন করবি না "
আমি বুঝি না ......

কয়েক ঘড়ি যেতে না যেতেই
সেলফোনে মিস্ কল এর
লিস্ট দেখে চমকে যাই l
কখনো আবার মিষ্টি হাসি হেসে
বলো "তোর দারা কিছু হবে না "
যেন অপ্রত্যাশিতের প্রত্যাশিততা l
হৃদয়ের পুরো স্থানটা আবার পূর্ণ হয়
গভীর থেকে  যখন অভিমান সুরে বলো
"আজ এসো না !তোমার তো সময়
নেই আমার জন্য ,"
আজ না এলে কোনো দিন দেখা করবো না "
প্রতিটি ভাবনায় যার অবস্থান
তাকে সময় দেওয়ার কি আছে ?
তবুও বুঝেও না বুঝার ভান করো l
আর কয়েকটা কবিতা লিখে ফেলি l
                                 অচেনা পথিক
                               (জ্যোতির্ময় )

সোমবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৯

হৃদয়ের গোপনে





হৃদয়ের গোপনে
**************

আজ তুমি চোখের আড়াল ,
গান তাই ভুলে গেছে সুর
অন্ধকারে খুঁজি তোমায়
 তুমি যে আজ বহুদূর l
পথ শেষ চলার ....দুজনে
ভুলে যাই বারবার তোমায় ,পারি না
তুমি যে রয়েছো হৃদয়ের গোপনে l

স্মৃতির পাতায় আজও স্বপ্নরা
দেখো খেলে যায় ,
চোখ বন্ধ করলে আজও মন
তোমাকেই দেখতে যে পায় l
কতো কথা বলি আজ আনমনে,
হটাৎ কেন এসেছিলে আমার জীবনে ?
ভালবাসা আছে আজও ,
শুধু অনুভূতি গুলি নীরব ,
কথা ছিলো এক সাথে পেরোবো ছায়াপথ l
গোপালের কাঁটায় বিঁধে গেছে আসা,
চাতকের মতো খুজে মন আজ ভালবাসা l
ব্যস্ত জীবন ,একলা  এ মন
ডায়রী খাতায় ,আঁকে ছবি তোমার ,
আয়না ভাঙ্গে কতো
আলোআঁধারে তোমার  প্রতিচ্ছবি
ভেসে আসে যে বারবার l
 কবিতা যে  ছন্দহীন ,সুর নেই যে আজ  গানে ,
ভুলে গেছি তোমায় আমি কতো বার
তবুও আছো তুমি  আমার হৃদয়ে
 আজও  গোপনে l

                      অচেনা পথিক
                    (জ্যোতির্ময় )

শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

ইকুয়্যাশন (Equation :জ্যোতির্ময়

#ইকুয়্যাশন (Equation)

        © জ্যোতির্ময় রায়

কাটাকুটির খেলা ।
ভাঙ্গা কাঁচের জানালায় রোদ আসে ,
কক্ষ পথে নেই কোনো ইলেকট্রন ।
ছায়া মাঝে শুধুই ছায়া ,পরমানু বিস্ফোরণ ।
মুখোশ ধারী আত্মারা বারুদের গান ভুলে গেছে
ইট বালি গুলো পুড়ছে দধিচীর হাড়ে ।
রক্ত গোলাপ ফুটে সাহারায় ।
হিসাবে ফের ভুল হয় ।
শূন্য থেকে ইনফিনিটি হঠাৎ নির্দিষ্ট সমাকল ।
সময়ের হাতছানিতে চেনা অচেনা শুধুই ফসিলস্।
মেলে না উত্তর ,মন খারাপ সবার ।কান্না লুকিয়ে হাসে ।
তাজমহল ভেঙ্গে যায় তুবও ভালোবাসে ।।

২৩/০২/১৭

শুক্রবার, ২২ ফেব্রুয়ারী, ২০১৯

স্টেশন :জ্যোতির্ময়

#স্টেশন

         © জ্যোতির্ময় রায়

একটার পর একটা ট্রেন চলে যায় ।
সাইরেন বাজে ,চেনা অচেনা মুখের
খোঁজ। ব্যস্ত সবাই ,রেড সিগন্যালে
আটকে থাকে লাল ওড়না ।
নিকোটিনের ধোঁয়ায় আকাশে কালো মেঘ।
সকাল হয় ,ট্রেন চলে যায় দুরে আরো দুরে।
বৃষ্টির বিকেলে রামধুন হীন ছবি ।
ইস্পাতের আগুনের ফুলকিতে
ঘাম শুকিয়ে যায় ।চায়ের দোকানে আড্ডা।
সময় কাটে । সমীকরণ মেলে না ।
ইনফিনিটি ইকুয়্যালটু জিরো সব শেষে ।
আবার ট্রেন থামে ,ব্যস্ত সবাই ।।

২২/০২/১৭

দেখা যদি হয়

দেখা যদি হয়
************

সন্ধ্যা নামে যেখানে
একলা আকাশ সেখানে
থমকে দাঁড়ায় l
কত আশা ভালোবাসা
 এক পলকে কেন যে হারায় ?
কথা ছিল এক সাথে
পেরিয়ে যাবো ছায়াপথ ,
বাঁচবো ভালোবেসে
হাতে হাত রেখে করেছিলে শপথ l
আজও আছে ভালোবাসা
 শুধু হারিয়ে গেছে ঠিকনা ,
উড়ে গেছে পাখি বহুদূরে
        মেলে ডানা l
না ফেরার ঠিকানায় ....
তবুও যদি রাত শেষে
আবার তোমার সাথে দেখা হয় l

রং পেন্সিলে আজও
 মন যে তোমার ছবি আঁকে ,
স্মৃতি গুলো বারে বারে
আমায় পিছন ফিরে যে ডাকে l
আঁধার ঘনিয়ে আসে
মেঘ জমে আকাশে
অঝোরে বৃষ্টি হয় ,
পৃথিবী যে রঙ্গমঞ্চ
শুধু করি তাই বাঁচার অভিনয় l
তবুও তোমাতেই  পরে আছে যে  হৃদয় ,
রাত শেষে যদি আবার
তোমার সাথে দেখা হয় l

             অচেনা পথিক
                (জ্যোতির্ময় )

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী, ২০১৯

হৃদধ্বনি :জ্যোতির্ময় রায়

#হৃদধ্বনি
************

        ©  জ্যোতির্ময় রায়

আমি বাঙ্গালি ,বাংলায় কথা বলি ।
মনের ভাষা গুলো শব্দ হয়
বর্ণ মালার  পথ ধরে এক পা দু পা রোজ চলি ।।
সেই প্রথম আমার বলতে শেখা
সেই আমার শ্লেট পেনসিলে প্রথম লেখা।
সেই প্রথম মায়ের মুখে হাসি
বাংলা আমার হৃদধ্বনি, তোমায় আমি ভালোবাসি ।।

শত-শত তাজা-তাজা প্রাণ
রেখে গেছে আমার ভাষার মান ।
গাইতে নির্ভয়ে  হৃদয়ের ভাষায় গান।।
বারুদ ,বোমা, মিছিলে বুকে লেগেছে গুলি ,
বিশ্বের শ্রেষ্ঠ মধুর ভাষায় আমি কথা বলি ।।
জানি না কি জাদু ভাই বাংলা গানে
চঞ্চল মন শান্ত হয় গান শুনে ।
হ্যাঁ আমার গর্ব ,আমার ভালোবাসা
আমার না বলা কথাগুলো পায় যে ভাষা
সে হলো আমার হৃদধ্বনি বাংলা ভাষা ।।

শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

আপেক্ষিকতা

আপেক্ষিকতা
************

ঝলসানো পাতায় সালোকসংশ্লেষ
বিষবাষ্পের অন্তরালে সাদাকালো মেঘ ,
চিরকুট পরে আছে ডাস্টবিনে l
অবহেলায় ...দূরত্ব প্রেমে
আকাশের নীলে সিগারেটের ছাই ,
"তাজমহলে নাকি আজও শাহজাহান কাঁদে "
ধূসর মরুর মাঝ পথে পুড়ে যাওয়া কল্পনায়
পকেট খালি ,   এস্ট্রে থেকে
জ্ঞানী ছেলেটাই পোড়া বিড়ি খুঁজে খায় l

কারখানার সাইরেন বাজে
চাহিদার রাজ্যে ...চাকরি পাবার
সপ্ন আছে অনেক ,নেই শুধু ভাষা কবিতার l
ক্রীতদাসের শরীরে কালকেউটের ছোবল ,
বিষাক্ত শরীরে অক্লান্ত নেশা "কিছু পাবার "l

অভিনয় ভরা বিশ্বমঞ্চে বাঁচার তাগিদ ,
চক্রবূহ্যে ফেঁসে গেছে বিশ্বাস ,
নির্ভরতার আখড়া পেতে নদীর বাঁকে
বাদাম চাষ ..হটাৎ বন্যা l
ছায়াপথে অভিকর্ষী্য় তরঙ্গে কম্পমান জ্যোতিষ্ক ,
টাইটানিকের অভিযান
বাতাসও উষ্ণ হয় ,আপেক্ষিক আদ্রতায় l
অজান্তে ঝরে পরে ফুল
বাষ্পীভূত হয় অশ্রু কণা ,
সময়ের সাথে সাময়িক হয়
কল্পনায় কিংবা বাস্তবে মিশে থাকা  চেনা অচেনা l l
   

                          অচেনা পথিক
                           (জ্যোতির্ময় )

শুক্রবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৯

ভালো কি বাসবে আমায় ?




কবিতার ভাষা হয়তো আমার নেই
ছন্দ হারিয়ে গেছে
গোলাপের কাঁটায় আমার হাত বিদ্ধ
আমি শিশির ভেজা ঘাসের উপর
ঝলমলে রৌদ্রে বাষ্পীভূত হওয়া
শিশির বিন্দু .....
অথবা বলতে পারো
গল্পের সমাপ্তে্ না পাওয়ায়
যন্ত্রণা ...কিংবা আনন্দ অশ্রু
শাপলার পাতায় তো জল জমবেই
বৃষ্টির .....আবার ঝরেও যাবে
সাদা বক্ বাসায় ফিরতে চায় ..
আর ফিরেও আসে ..
.ঘন কালো মেঘে আকাশ
যে আচ্ছন্ন  ...বর্ষা বাদল দিনে
হৃদয়ে জমানো মেঘে
জানলায় মুখ বাড়িয়ে চাইলেই
তুমিও দেখতে পাবে
প্রতিদিন .....সূর্য্য ডোবার সময়
গৌধূলির আলো আঁধারে খেলা
আমার এই ভাঙ্গা মনে আকাশে
তোমার চোখের  গ্রীষ্মের তপ্ত রোদে
দেখো সেদিনও মরে যায়নি
আমার রুক্ষ্ম গোলাপ চারাটি
কেনো জানো ..তোমার
হৃদয়ে জমতে থাকা মেঘে যে
বৃষ্টি এসেছিল ...সেদিনও
আমি পাহাড়ের চূড়ায় বরফ হাতে
দাঁড়িয়ে ছিলাম ...তোমার পানে
 চেয়ে ...শুধু ভালো বাসি বলে
বলো না গো ..তুমি কি
ভালোবাসবেনা আমায় ....আবার
স্বর্ণলতার মতো ?

                    অচেনা পথিক

ভালোবাসি



বসন্তের আগমন ,
 সৌরভে ভরে যায় আম্র মুকুলের গন্ধে 
আমার হৃদয়ের উঠোন l
সবুজের আড়ালে নেড়া মাথায়
শিমুল ফুল উঁকি মারে  ,
আর পড়ন্ত বেলায় দক্ষিণা বাতাস
কোকিলের গানে আচ্ছন্ন করে l
"না গো আমি কোকিলের মতো
ডাকতে পারি না "
তবে তোমার তরে ...গ্রীষ্মের চাতকের
মতো প্রতীক্ষা আমার ,
তুমি যে ছন্দ ওগো জীবনের
আমার লেখা কবিতার l l

মৌসুমী বায়ু বার্তা আনে ভালোবাসার ,
অভিমান ভরা সুর যেন হায় কাছে আসার l
হয়তো ভাবছ তুমি
    বড্ড পাগল আমি l
"পড়াশুনায় মন না দিয়ে
মন শুধু থাকে পরে অবাস্তব চিন্তায় "
কি করবো বলো ,অ্যালকোহলের মতো
মিশে গেছো যে শিরায় শিরায় l l

"আয়নায় মুখ দেখলে তুমি পাগল
হয়ে যাও আমার মতো
তোমার প্রতিবিম্ব "
বাস্তব আর কল্পনা যে এক ওগো
আজ  আমার কাছে
মন যে লোহার খাঁচায় বদ্ধ l
       পড়াশুনার চাপে ...
উষ্ণতা যে আজও ওগো থার্মোমিটারেই মাপে l
তবুও হৃদয়ের সব অংশ জুড়ে ,
তুমি যে আছো আমার মনের জানলা ঘিরে l
তুমি যে মেঘলা আকাশের  চাঁদনী আমার
তারা তো আছে ,থাকবেও রাশি রাশি ,
সত্যি বলছি তোমায় আমি বড্ড ভালোবাসি l l
     

              অচেনা পথিক
             ( জ্যোতির্ময় )

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

মিশে গেছো

মিশে গেছো
***********

ঘড়ির কাটার টিকটিক শব্দে
চলতি পথে .....ভিড় রোজকার
লোকাল ট্রেনের এক ইঞ্চি যায়গার
জন্য হাতাহাতি ....মেট্রোয় চলমান
জন সূমদ্র ...প্রতিদিনের গল্প
কম্পিটিশনের লড়াই তো
বেঁচে থাকার .....l

নাহ্ গো আমিও আর
নদীর বাঁকে বসি না
আর সবুজ মাঠে আকাশ দেখিনা
পুরোনো অভ্যেস
তবুও ভবিষ্যতে অতীত মিশে যায় l

ল্যবোটরিতে চুপচাপ বসে organic
Reaction করাকে নাহয় বাদ দিলাম
 SLOT EXAM তো লেগেই আছে
বিরক্তকর ....একঘেয়েমি জীবন
বদলে গেছে বর্তমান বিবর্তনে l

অন্ধকার তো আছে আর থাকবেই
সারাজীবন ...চলতি পথে
নদী বয়ে যায় যাবেই ....l
সময়ের সাথে সাথে তুমিও
সাময়িক হয়ে গেছো কবে
স্মৃতির পাতায় ...
তাই আজ মিশে গেছো কবিতার ভাষায়
.....অজান্তে l l

       অচেনা পথিক
     ( জ্যোতির্ময় )

বুধবার, ৩০ জানুয়ারী, ২০১৯

অস্তিত্ব


******

শুষ্ক নদীর চর ....শূন্যতায় ভরা
        .......অন্ধকূপ l
বালুকারাশিতে গোপনে ছবি
আঁকি ....স্মৃতির পাতায়
ঢেউ এসে মুছে দিয়ে যায় প্রতিদিন
চোরা বালিতে হারিয়ে যায়
অতীত একে একে l

তাল পাতার বাঁশি বানিয়ে সেই শৈশবে
ভাঙ্গা গলায় গান
আজও ভেসে আসে
পোড়া ইটের মতো ক্ষুদার রাজ্যে
এক মুঠো খুদে চাল ভাজা ...একবেলা l
ডিমলাইটের আলোয় রাত কাটে
ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্ন l

"আমি বাঁচতে চাই " ডানা কাটা
পাখির শেষ চিৎকার
মরীচিকার পিছু পিছু ছুটে চলা
"ফিরে পাবো বলে তোমায় "
কল্পনা প্রবণ বাস্তবতার ঘুণ ধরা
অভিনয় ....গল্পে বর্তমান যে l
তবুও ডুবে যায় না মনের টাইটানিক
 সামনে আরও সামনে ....মৃত্যুতে  পদক্ষেপ ...
অন্ধকার ঘরে প্রদীপের
আলোক জ্যোতি বিদ্যমান l

                    অচেনা পথিক
                       ( জ্যোতির্ময় )

রবিবার, ২৭ জানুয়ারী, ২০১৯

চার দেওয়ালে :জ্যোতির্ময়




           


জমছে কথার পাহাড় ,
রাত জাগা দুটি চোখে হাজারো স্বপ্নের বাড়ি ,
শূন্য  রাস্তাটা চলে গেছে বহু দূর ,
নিস্তব্ধ ল্যাম্পপোস্ট গুলি পাহারাদার সারি সারি ।।
কাঁচের খাঁচায় বন্দি জীবন
হিসাব খাতার জটিল সমীকরণে ।
ভিতরের ছেলেমানুষিটা তবুও মরে না
পক্ষীরাজে চেপে রোজ তেপান্তরগামী ।।
পূর্বের জানালাটা খোলা থাকে
সূর্য্যটা রোজ ছুঁয়ে যায় সকাল ।
ওদের  ইঁদুর দৌড়ের ব্যস্ত জীবন
আর আমি পর্দা ঘের বেলকনিতে বসে
চশমা আটি শক্ত করে ।
সামনের ঝাপসা অন্ধকার গুলো পরিষ্কার হয় আস্তে আস্তে ।।

শুক্রবার, ১১ জানুয়ারী, ২০১৯

আনমনে



  হালকা বাতাস ,স্বল্প ছোঁয়া
বৃষ্টি ভেজা এই রাস্তায় ¦¦
  মুক্তা হয়ে ঝরে পড়া বৃষ্টির  জল
দূর্বা ঘাসের মাথায়
 কাদা মাখা ওই কৃষকটি  আনমনে
গাইছে গান...........
 চাতকের কণ্ঠে ডেকে আনা বৃষ্টিতে
দেখো সবাই ভিজিয়ে নিয়েছে প্রাণ
  দু -একটা শাপলাও  ফুটেছে ওই বিলে
সাদা বক মাছ ধরে ,মাছরাঙা ঝুপ করে
  পরে আসে জলে .....
ঘুঘু পাখিটা  দেখ্ ঘুমসুটি মেরে বসে
  আছে বাসায় ...,ফিঙে পাখিটা জলে
কেঁচো খুঁজে খায়
   থম থমে ধান জমি আছে প্রতীক্ষায়
কবে আসবে চাষা ,পাবে প্রাণ তাতে হায়
     আমি শুধু বসে বসে চারিদিকে দেখি
মেঠো রাস্তাটা চলে গেছে এঁকেবেঁকে
দূর থেকে আরো দূরে .......
যেখানে আমার প্রিয়া বসে
আছে আমার ছবি ধরে ...
বৃষ্টির সাথে  খেলছে সে আজও
   রূপকথার  রুপপোরীর মতো তার হাসি
আমার  জীবন নৌকা খানি যাছে
   যে তার  প্রেমের সাগরে ভাসি  ....
বসে আছি আমি তাই  এখনও
  উড়ো চিঠি লিখি তার নামে
জমে আছে মনে  যত কথা জমানো .....

        অচেনা পথিক