#স্টেশন
© জ্যোতির্ময় রায়
একটার পর একটা ট্রেন চলে যায় ।
সাইরেন বাজে ,চেনা অচেনা মুখের
খোঁজ। ব্যস্ত সবাই ,রেড সিগন্যালে
আটকে থাকে লাল ওড়না ।
নিকোটিনের ধোঁয়ায় আকাশে কালো মেঘ।
সকাল হয় ,ট্রেন চলে যায় দুরে আরো দুরে।
বৃষ্টির বিকেলে রামধুন হীন ছবি ।
ইস্পাতের আগুনের ফুলকিতে
ঘাম শুকিয়ে যায় ।চায়ের দোকানে আড্ডা।
সময় কাটে । সমীকরণ মেলে না ।
ইনফিনিটি ইকুয়্যালটু জিরো সব শেষে ।
আবার ট্রেন থামে ,ব্যস্ত সবাই ।।
২২/০২/১৭
© জ্যোতির্ময় রায়
একটার পর একটা ট্রেন চলে যায় ।
সাইরেন বাজে ,চেনা অচেনা মুখের
খোঁজ। ব্যস্ত সবাই ,রেড সিগন্যালে
আটকে থাকে লাল ওড়না ।
নিকোটিনের ধোঁয়ায় আকাশে কালো মেঘ।
সকাল হয় ,ট্রেন চলে যায় দুরে আরো দুরে।
বৃষ্টির বিকেলে রামধুন হীন ছবি ।
ইস্পাতের আগুনের ফুলকিতে
ঘাম শুকিয়ে যায় ।চায়ের দোকানে আড্ডা।
সময় কাটে । সমীকরণ মেলে না ।
ইনফিনিটি ইকুয়্যালটু জিরো সব শেষে ।
আবার ট্রেন থামে ,ব্যস্ত সবাই ।।
২২/০২/১৭
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন