এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

ম্যাগনেটিক:জ্যোতির্ময়



সব হিসাব মিলিয়ে দেখেছি।শেষ থেকেও
আড়াই চালে তোমার চেক মেট,জেনেও ।।

আমার পৃথিবীর মানচিত্রে জোছনা ছড়ায় আধখানা চাঁদ ।
গ্যালাক্সি ঘুড়ে দেখো ,সত্যি মিথ্যে।চলতে চলতে ফিরে আসা হঠাৎ ।।

সবার উপর রাগ দেখানো যায় ? প্রিয় না হলে !
অভিমান? মন খারাপ গুলো অক্সিজেন পায়।একটু পথ হেঁটে দিলে ।।

অন্য পৃথিবী সাজে জানি তোমার গল্পে রোজ'এ।
আমি'ত ভিনদেশি কবেই।জবান বন্দি রাখা বইয়ের পাতায় প্রচ্ছেদে ।।

কোন মন্তব্য নেই: