এই ব্লগটি সন্ধান করুন

শনিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৯

ইকুয়্যাশন (Equation :জ্যোতির্ময়

#ইকুয়্যাশন (Equation)

        © জ্যোতির্ময় রায়

কাটাকুটির খেলা ।
ভাঙ্গা কাঁচের জানালায় রোদ আসে ,
কক্ষ পথে নেই কোনো ইলেকট্রন ।
ছায়া মাঝে শুধুই ছায়া ,পরমানু বিস্ফোরণ ।
মুখোশ ধারী আত্মারা বারুদের গান ভুলে গেছে
ইট বালি গুলো পুড়ছে দধিচীর হাড়ে ।
রক্ত গোলাপ ফুটে সাহারায় ।
হিসাবে ফের ভুল হয় ।
শূন্য থেকে ইনফিনিটি হঠাৎ নির্দিষ্ট সমাকল ।
সময়ের হাতছানিতে চেনা অচেনা শুধুই ফসিলস্।
মেলে না উত্তর ,মন খারাপ সবার ।কান্না লুকিয়ে হাসে ।
তাজমহল ভেঙ্গে যায় তুবও ভালোবাসে ।।

২৩/০২/১৭

কোন মন্তব্য নেই: