এই ব্লগটি সন্ধান করুন

ওরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
ওরা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২২ মার্চ, ২০১৯

ওরা (১৩)



ওরা চাকরি করে না
ওরা পরিবারে সব কিছু সামলায়
রোজ সবার আগে ওঠে ,
ঘর ঝাড় দেয় ,পুজো দেয়
সবার বেড টি ওদের দায়িত্ব ।
ওরা সবার জন্য  আলাদা আলাদা রান্না করে
অফিস টাইমের আগে খাবার করে রেডি  ,
টিফিন সাজায় ....
বাসন মাজে ,সবার ঘামে ভেজা কাপড় কাঁচে
ওদের ঘাম শরীরেই শুকায় ..... ।
শরীর খারাপ হয় না কখনো ... ।।
স্বামী অন্য মহিলা নিয়ে পার্টিতে যায়
ওরা আড়ালে চোখের জল মুছে
পণের টাকা অসুস্থ বাবা দিতে পারে না
মদ খেয়ে স্বামী  রাতে মারে
ওরা মুখ বুঁজে থাকে শুধু ............ ।

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

ওরা(১০)



     

ওরা ভিড় ট্রেনে ,কিংবা ভিড় বাসে
কিংবা কোনো অলি গলিতে ,স্টেশনে
চাঁপা কিংবা খাঁকি গলায় চেঁচায়
ঝাঁলমুড়ী কিংবা বাদাম ভাজা
মানিব্যাগ কিংবা মুখোরোচক কিছু
ছোটদের খেলনা ,নিত্যপ্রয়োজনীয় বই
পেপারের বিজ্ঞাপন থেকে রোগ মুক্তি, সবই
চিপসের প্যাকেটে স্বপ্ন বেচে ।।
খিস্তি খায় ,তবুও ভিড়ে ঠেলে
হাসি হাসি মুখে রোজগারের চেষ্টা
ওরা বৃষ্টির জল শরীরে শুকায়,
ওদের ঘামের গন্ধে স্বপ্ন জমে
ওরা ভিড় ট্রেনে কিংবা লোকালয়ে
স্বপ্ন বিক্রি করে রোজ ..... ..... ॥

শনিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৯

ওরা(৭)

#ওরা(৭)

     
    © জ্যোতির্ময় রায়

ওরা ওই চিমনির ধোঁয়ার গতিপথ জানে
মাটির ছাঁচে ইট বানায়
মাটি পুড়তে থাকে ,লাল হয় রং
মাঠ ফাটা রোদ ,ঝলসে যায় শরীরও।
অথবা হাঁড় কাঁপানো শীতেও
কাদা দোলাতে কোদাল ,
ঘাম ছুঁয়ে পড়ে কাঁচা ইটে ।
যত দিন যায় স্তরে স্তরে ইটের পাহাড় উঁচু হয় ।
স্বপ্নরা আকাশ ছোঁয় ।
হঠাৎ বৃষ্টি ,স্বপ্নের পাহাড় ভেঙ্গে পড়ে ।
মালিক গোলে যাওয়া ইট নেয় না ।
   

১৫/০২/১৭

শুক্রবার, ১ ফেব্রুয়ারী, ২০১৯

ওরা (৩) : জ্যোতির্ময়

#ওরা(৩)

                 © জ্যোতির্ময় রায়

মাটির মূর্তিটা প্রতিমা হয়ে ওঠে ।
কত জিনিস ,কত প্রসাধন ,প্যান্ডেল 
মাইক ,খিচুরি ,আমাদের মনে উৎসব ।
ওদের প্রতিটি আঙ্গুলের ছাপের স্পর্শ দেবতা পায় ।
প্রিয় মানুষটার প্রতিচ্ছবি ফুটে উঠে মূর্তিতে ।
ফুল ফল ,ধুপ ,ধুনো ,ব্রাহ্মন ,প্রসাদ 
      তারপর পুজো ...প্রতিমা হয়ে যায় শেষে ।
ওদের ভালোবাসা পুজো হয় ।
ওদের কষ্টের ভালোবাসাই আমাদের মনে উৎসব ।।

০১/০২/১৭

বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী, ২০১৯

ওরা(১) :জ্যোতির্ময়



#ওরা(১)


       

ওদের নিয়ে লিখবো বলে
কলমটা হাতে নিয়ে ঠায় জানালায় চেয়ে আছি ।
দুটো শালিক খড়ের গাদায় ধান খুঁজে খায় ।
ঠান্ডাটা খুব পড়েছে ,বৃষ্টি হয়েছিল কাল ।
সুবজ মাঠে সর্ষে ফুল ঝরে পড়ে
কিছু শিশির কচু পাতায় জমানো ।
ঘাম ঝরে কোদাল চালায় ,এক হাঁটু
ঠান্ডা কাদায়  ধান বীচন একদিন সোনার ফসল ।
ফসল হয় ঠিকই দাম পায় না কেউ।।

31/01/17