এই ব্লগটি সন্ধান করুন

বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০১৯

ওরা(১০)



     

ওরা ভিড় ট্রেনে ,কিংবা ভিড় বাসে
কিংবা কোনো অলি গলিতে ,স্টেশনে
চাঁপা কিংবা খাঁকি গলায় চেঁচায়
ঝাঁলমুড়ী কিংবা বাদাম ভাজা
মানিব্যাগ কিংবা মুখোরোচক কিছু
ছোটদের খেলনা ,নিত্যপ্রয়োজনীয় বই
পেপারের বিজ্ঞাপন থেকে রোগ মুক্তি, সবই
চিপসের প্যাকেটে স্বপ্ন বেচে ।।
খিস্তি খায় ,তবুও ভিড়ে ঠেলে
হাসি হাসি মুখে রোজগারের চেষ্টা
ওরা বৃষ্টির জল শরীরে শুকায়,
ওদের ঘামের গন্ধে স্বপ্ন জমে
ওরা ভিড় ট্রেনে কিংবা লোকালয়ে
স্বপ্ন বিক্রি করে রোজ ..... ..... ॥

কোন মন্তব্য নেই: