এই ব্লগটি সন্ধান করুন

অনুগল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনুগল্প লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৮ অক্টোবর, ২০১৮

দীপা-ব লি



সারা শহর আজ সেজে উঠেছে আলোয় ।ফুটপাত টু গলিপথ ।ল্যাম্পপোস্টের আলোকে ছাপিয়ে ,লাল,নীল ,সবুজে কিছু চাইনিজ আলোক সজ্জায় শহর ।গ্রামের আবছা অন্ধকার গুলোতেও চায়না লাইটে ফুটে উঠেছে আজকাল ।মোমবাতি গুলো তো নিভে যায় তাড়াতাড়ি ।আর প্রদীপ! খরচ বেশি ।আকাশও সেজেছে রং বেরঙের ফানুসে ।অন্ধকারটা কি গেছে ? হয়তো গেছে ।
সঞ্জয় কিছু মোমবাতি নিয়ে পশ্চিমের ওই শিমুল ডাঙ্গার কুলফি ফুলের গাছটার নিচে এলো ।
 কিছু মোমবাতি জ্বালাবে বলে । নাঃ একটাও জ্বলছে না । একটা অদৃশ্য বাতাস এসে বারবার নিভিয়ে দিয়ে যাচ্ছে যেন । ঠিক এই দিনেই দীপা ওই কুলফি গাছটায় গলায় ফাঁস দিয়ে ছিল  ।কি বা করবে ও ।একজন ধর্ষিতাকে সমাজ মেনে নেয় না কখনও ।সঞ্জয় অনেকবার বুঝিয়ে ছিল যে তারা পালিয়ে যাবে ,যেখানে কেউ চিনবে না ওদের। অপেক্ষা করেছিল সঞ্জয় স্টেশনে ।দীপা আর আসেনি ।

  নাঃ একটা মোমবাতিও জ্বালাতে পারলো না সঞ্জয় ।গাছের নিচে সেই কখন থেকে চেষ্টা করে যাচ্ছে ।।

বুধবার, ১০ অক্টোবর, ২০১৮

খোঁজ





একটা গ্রাম ...মেঠো পথ ,আমবাগান ,গাছ মাছ ।রথমেলায় লাল ফিতে আর চুড়ি ।
তারপর হঠাৎ হারিয়ে যাওয়া আমার ।
গল্পটা শেষ নয় শুরু তারপর থেকে  ..একদিন তোমাদের স্কুল বাস অ্যাক্সিডেন্ট হল   ।।এখন রাতের  আকাশের দিকে তাকিয়ে বলি ওই তো আমার শুকতারা ওই তো অপরুপা ।জানালায় কিছু রোদ ন্যাড়া মাথাকে গল্প শোনায় ।আমি দিগন্তে ছুটে চলি ....তোমাকে ছুঁয়ে দিতে ।।

অনেকটা এগিয়ে







ছয়টা চার । সাইরেন বেঁজে উঠলো আবার । আস্তে আস্তে সরে সরে যেতে থাকল স্টেশন চত্তর ।এবার সামনে আরো সামনে এগিয়ে যাবার পালা । ইচ্ছে ছিল ফটোগ্রাফার হবে অনির্বাণ । পাহাড়। ,নদী ,ঝর্ণা ,মেঘ ...খুব কাছে টানত ওকে ।
বাবার ইচ্ছে ডাক্তার হবে ছেলে ,মা আবার বলে ইঞ্জিনিয়ার ।জয়েন্টে দুটোতেই ভাল রাঙ্ক ।"তবে ডাক্তারটাই থাক ।"বাবাকে ভয় করে যে খুব ও ।।
 
 এবার এগিয়ে চলার পালা ।ও সব সময় এগিয়ে থাকতোও স্কুলে ।

  তৃতীয় দিন । ছাদের রেলিং ধরে এগিয়ে যেতে হবে সামনের বিল্ডিংটায় ।সিনিয়রদের আদেশ ।অমান্য করা যাবে না ।
ও ঠিক আগের মতোই এগিয়ে চলল ,সামনে ,আরও সামনে ....।

  হঠাৎ একটা শব্দ ...।


তারপর সবার থেকে অনেকটা এগিয়ে চলে গেল অনির্বান ।পিছনে ফিরে আর তাকায় নি ।।

প্রাক্তণ







ভালোবাসাটা ছিল । আছে এখনও । তবে ?
অনুভূতি গুলো মরে গেছে ।
তবে সিঁদুরে মেঘ বা বৃষ্টি দেখলে কিছু রং তুলিতে ফুটে উঠে ।আর একটা একটা করে কবিতার জন্ম হয় তখন ।